ETV Bharat / state

"নো মাস্ক, নো লিকার"-এর বিজ্ঞপ্তি রায়গঞ্জের মদের দোকানে - lockdown

গতকাল থেকে রাজ্যে কয়েকটি এলাকায় মদের দোকান খুলে গেছে । রাজ্যের একাধিক জায়গায় সামাজিক দূরত্বকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভিড় করে মদ কেনার দৃশ্য সামনে এসছে । কিন্তু উলটো ছবি ধরা পড়ল রায়গঞ্জে ।

aa
মদের দোকান
author img

By

Published : May 5, 2020, 1:15 PM IST

রায়গঞ্জ, 5 মে: "নো মাস্ক, নো গুডস"-এর মতো বিজ্ঞপ্তি আগেই অনেক জায়গায় চোখে পড়েছে । কিন্তু এবার "নো মাস্ক, নো লিকার"-এর বিজ্ঞপ্তি । সঙ্গে উল্লেখ করে দেওয়া হয়েছে, সামাজিক দূরত্ব না মানলে দেওয়া হবে না মদ । রায়গঞ্জের বেশ কয়েকটি মদের দোকানে দেখা গেল এই বিজ্ঞপ্তি ।

কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । আর্থিকভাবে বিপর্যস্ত গোটা দেশ । আর্থিক সংকট কাটিয়ে উঠতে তৎপর হতে হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে । এই অবস্থায় সরকারের নির্দেশমতো গতকাল খোলে মদের দোকানগুলি । আর তা খোলা মাত্রই রাজ্যের বিভিন্ন জেলার দোকানগুলিতে বিশৃঙ্খলার দৃশ্য সামনে এসেছে । তবে রায়গঞ্জে ধরা পড়েছে উলটো ছবি । রায়গঞ্জ এলাকার বিভিন্ন মদের দোকানে সাঁটানো হয়েছে বিজ্ঞপ্তি । সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা, সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়াতে হবে । নয়ত মদ দেওয়া হবে না । এছাড়াও মাস্ক পরে না এলে মদ মিলবে না । বেলা 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকানগুলি ।

এতদিন যেন মদের দোকান কবে খুলবে সেই আশাতেই দিন গুনছিলেন মদ্যপায়ীরা । মদের দোকান খুলতেই রাজ্যের বিভিন্ন এলাকায় ঝাঁপিয়ে পড়ে লোকজন মদ কিনেছেন । সামাজিক দূরত্ব তো দূর, বিধিনিষেধ উড়িয়ে বিভিন্ন এলাকায় রীতিমতো ভিড় করে মদ কিনেছেন ক্রেতারা । ইতিমধ্যেই এনিয়ে শুরু হয়েছে বিতর্ক । সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে । সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে । তবে অবশ্য উলটো ছবি দেখা গেছে রায়গঞ্জের বিভিন্ন মদের দোকানে । কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে যদি রোজ মদের দোকান খোলা থাকে তবে কতদিন মানুষ বিধিনিষেধ মানবেন । এভাবে মানুষজন মদের দোকানে এলে গ্রিন জ়োনগুলিতেও দ্রুত সংক্রমণ ছড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

রায়গঞ্জ, 5 মে: "নো মাস্ক, নো গুডস"-এর মতো বিজ্ঞপ্তি আগেই অনেক জায়গায় চোখে পড়েছে । কিন্তু এবার "নো মাস্ক, নো লিকার"-এর বিজ্ঞপ্তি । সঙ্গে উল্লেখ করে দেওয়া হয়েছে, সামাজিক দূরত্ব না মানলে দেওয়া হবে না মদ । রায়গঞ্জের বেশ কয়েকটি মদের দোকানে দেখা গেল এই বিজ্ঞপ্তি ।

কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । আর্থিকভাবে বিপর্যস্ত গোটা দেশ । আর্থিক সংকট কাটিয়ে উঠতে তৎপর হতে হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে । এই অবস্থায় সরকারের নির্দেশমতো গতকাল খোলে মদের দোকানগুলি । আর তা খোলা মাত্রই রাজ্যের বিভিন্ন জেলার দোকানগুলিতে বিশৃঙ্খলার দৃশ্য সামনে এসেছে । তবে রায়গঞ্জে ধরা পড়েছে উলটো ছবি । রায়গঞ্জ এলাকার বিভিন্ন মদের দোকানে সাঁটানো হয়েছে বিজ্ঞপ্তি । সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা, সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়াতে হবে । নয়ত মদ দেওয়া হবে না । এছাড়াও মাস্ক পরে না এলে মদ মিলবে না । বেলা 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকানগুলি ।

এতদিন যেন মদের দোকান কবে খুলবে সেই আশাতেই দিন গুনছিলেন মদ্যপায়ীরা । মদের দোকান খুলতেই রাজ্যের বিভিন্ন এলাকায় ঝাঁপিয়ে পড়ে লোকজন মদ কিনেছেন । সামাজিক দূরত্ব তো দূর, বিধিনিষেধ উড়িয়ে বিভিন্ন এলাকায় রীতিমতো ভিড় করে মদ কিনেছেন ক্রেতারা । ইতিমধ্যেই এনিয়ে শুরু হয়েছে বিতর্ক । সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে । সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে । তবে অবশ্য উলটো ছবি দেখা গেছে রায়গঞ্জের বিভিন্ন মদের দোকানে । কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে যদি রোজ মদের দোকান খোলা থাকে তবে কতদিন মানুষ বিধিনিষেধ মানবেন । এভাবে মানুষজন মদের দোকানে এলে গ্রিন জ়োনগুলিতেও দ্রুত সংক্রমণ ছড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.