ETV Bharat / state

NCSC Team in Kaliaganj: কালিয়াগঞ্জে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান, ডিজি-মুখ্যসচিবকে গ্রেফতারির হুঁশিয়ারি - kaliaganj alleged rape case

শুক্রবার কালিয়াগঞ্জে এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ায় ৷ তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে ৷ রবিবার এলাকায় যায় জাতীয় এসসি কমিশনের প্রতিনিধিরা ৷

ETV Bharat
কালিয়াগঞ্জে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান
author img

By

Published : Apr 23, 2023, 10:52 PM IST

কালিয়াগঞ্জে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান

রায়গঞ্জ, 23 এপ্রিল: কালিয়াগঞ্জে এক রাজবংশী কিশোরীর রহস্য মৃত্যুর ঘটনায় একের পর এক কেন্দ্রীয় কমিশনের সদস্যরা এলাকায় যাচ্ছেন ৷ কিন্তু রাজ্য ও জেলা প্রশাসনের তরফে কেন্দ্রের এই কমিশনগুলির সঙ্গে কোনও সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ কমিশনকে রাজ্য প্রশাসন গুরুত্ব না-দেওয়ায় ক্ষুব্ধ জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান ।

রবিবার, কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন, সাংবিধানিক নিয়মানুযায়ী কেন্দ্রীয় কমিশন এলে জেলাশাসক এবং পুলিশ সুপারকে হাজির থাকতে হয়। কিন্তু এখানে তাঁদের উপস্থিতি তো দূরের কথা, তদন্তকারী অফিসারেরও দেখা পাওয়া যায়নি । ক্ষুব্ধ কমিশনের ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব, জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে দিল্লিতে তলব করবেন ৷ হাজিরা না-দিলে প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে ৷

উল্লেখ্য, শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বাড়ির কাছ থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় ৷ অভিযোগ ওঠে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় এলাকা ৷ দেহ আটকে রেখে দোষীদের গ্রেফতারির দাবিতে চলে বিক্ষোভ ৷ পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের কার্যত খণ্ডযুদ্ধ বেঁঝে যায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷

শনিবার রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল কালিয়াগঞ্জের ওই মৃত কিশোরীর বাড়িতে যায় । প্রতিনিধি দলটির তরফে মৃতার মায়ের সঙ্গে কথা বলা হয় ৷ রবিবার মৃত ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু অধিকার কমিশনের দলের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো । মৃতার পরিবারের পক্ষ থেকে ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান প্রিয়ঙ্ক কানুনগো ৷

আরও পড়ুন: কালিয়াগঞ্জে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন, সিবিআই তদন্ত দাবি মৃতার পরিবারের

এরপরে এদিন ওই মৃত কিশোরীর বাড়িতে পৌঁছন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার । মৃত ওই কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর যে পুকুরে ওই কিশোরীর মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেখানেও যান জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান ৷

কালিয়াগঞ্জে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান

রায়গঞ্জ, 23 এপ্রিল: কালিয়াগঞ্জে এক রাজবংশী কিশোরীর রহস্য মৃত্যুর ঘটনায় একের পর এক কেন্দ্রীয় কমিশনের সদস্যরা এলাকায় যাচ্ছেন ৷ কিন্তু রাজ্য ও জেলা প্রশাসনের তরফে কেন্দ্রের এই কমিশনগুলির সঙ্গে কোনও সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ কমিশনকে রাজ্য প্রশাসন গুরুত্ব না-দেওয়ায় ক্ষুব্ধ জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান ।

রবিবার, কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন, সাংবিধানিক নিয়মানুযায়ী কেন্দ্রীয় কমিশন এলে জেলাশাসক এবং পুলিশ সুপারকে হাজির থাকতে হয়। কিন্তু এখানে তাঁদের উপস্থিতি তো দূরের কথা, তদন্তকারী অফিসারেরও দেখা পাওয়া যায়নি । ক্ষুব্ধ কমিশনের ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব, জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে দিল্লিতে তলব করবেন ৷ হাজিরা না-দিলে প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে ৷

উল্লেখ্য, শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বাড়ির কাছ থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় ৷ অভিযোগ ওঠে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় এলাকা ৷ দেহ আটকে রেখে দোষীদের গ্রেফতারির দাবিতে চলে বিক্ষোভ ৷ পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের কার্যত খণ্ডযুদ্ধ বেঁঝে যায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷

শনিবার রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল কালিয়াগঞ্জের ওই মৃত কিশোরীর বাড়িতে যায় । প্রতিনিধি দলটির তরফে মৃতার মায়ের সঙ্গে কথা বলা হয় ৷ রবিবার মৃত ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু অধিকার কমিশনের দলের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো । মৃতার পরিবারের পক্ষ থেকে ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান প্রিয়ঙ্ক কানুনগো ৷

আরও পড়ুন: কালিয়াগঞ্জে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন, সিবিআই তদন্ত দাবি মৃতার পরিবারের

এরপরে এদিন ওই মৃত কিশোরীর বাড়িতে পৌঁছন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার । মৃত ওই কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর যে পুকুরে ওই কিশোরীর মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেখানেও যান জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.