ETV Bharat / state

Kaliyaganj Murder Case: রাজ্যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, আজই কালিয়াগঞ্জে যাচ্ছে প্রতিনিধি দল - কালিয়াগঞ্জ

উত্তরদিনাজপুরের রায়গঞ্জের কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুর ঘটনায় এবার রাজ্যে এল জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ শনিবার রাতেই কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোর নেতৃত্বে প্রতিনিধি দলটি রায়গঞ্জে এসে পৌঁছয় ৷ রবিবার সকালে তাঁদের কালিয়াগঞ্জে যাওয়ার কথা ৷

Kaliyaganj
জাতীয় শিশু সুরক্ষা কমিশন
author img

By

Published : Apr 23, 2023, 8:45 AM IST

Updated : Apr 23, 2023, 9:13 AM IST

রায়গঞ্জ, 23 এপ্রিল: নাবালিকার মৃত্যুর ঘটনায় তদন্তে নামল জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ শনিবার রাতে রায়গঞ্জে এসে পৌঁছয় কমিশনের প্রতিনিধি দল ৷ 21 এপ্রিল, শুক্রবার উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থানা এলাকায় এক নাবালিকার মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ পরিবার ও এলাকাবাসীর অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ জানা গিয়েছে, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ রবিবার সকালে কালিয়াগঞ্জে মৃতার পরিবার ও স্থানীয়দের সঙ্গে দেখা করবেন তাঁরা ৷ তবে পুলিশ গতকাল জানিয়েছে, বিষক্রিয়ায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে ৷ তার দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি ৷

কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন, তাঁরা মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে এসেছেন ৷ এছাড়া সংবাদমাধ্যমে তাঁরা দেখেছেন, পুলিশ মৃত কিশোরীর দেহ অমানুষিক ভাবে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে ৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন তাঁরা ৷

রবিবার কমিশনের সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখবেন ৷ মৃতার পরিবার ছাড়াও স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন ৷ এছাড়া তদন্তকারী আধিকারিকদের থেকে বিস্তারিত জানবেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ এরপর আজই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁদের ৷ শনিবার রায়গঞ্জ সার্কিট হাউসে রাত্রিবাস করেন ৷

উল্লেখ্য, শুক্রবার কালিয়াগঞ্জ থানা এলাকায় কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ ব্লক ৷ দফায় দফায় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে উত্তেজনা তৈরি হয়েছে ৷ শনিবার দুপুরে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ সাত সদস্যের প্রতিনিধি দল ৷ রাজ্য সভাপতির অভিযোগ, পুলিশ খুনের ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে ৷ জাতীয় শিশু সুরক্ষা কমিশন তদন্ত করলেই প্রকৃত সত্য জানা যাবে ৷

এ নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি ৷ এই নাবালিকার নাম-পরিচয় দিয়ে টুইট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রসঙ্গত, ধর্ষিতা বা নির্যাতিতার নাম-পরিচয়, তার পরিবারের ঠিকানা- কোনও কিছুই প্রকাশ্যে আনা আইন বিরোধী ৷ তাই রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

আরও পড়ুন: কালিয়াগঞ্জের নির্যাতিতার নাম-পরিচয় দিয়ে টুইট শুভেন্দুর, আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শশীর

রায়গঞ্জ, 23 এপ্রিল: নাবালিকার মৃত্যুর ঘটনায় তদন্তে নামল জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ শনিবার রাতে রায়গঞ্জে এসে পৌঁছয় কমিশনের প্রতিনিধি দল ৷ 21 এপ্রিল, শুক্রবার উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থানা এলাকায় এক নাবালিকার মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ পরিবার ও এলাকাবাসীর অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ জানা গিয়েছে, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ রবিবার সকালে কালিয়াগঞ্জে মৃতার পরিবার ও স্থানীয়দের সঙ্গে দেখা করবেন তাঁরা ৷ তবে পুলিশ গতকাল জানিয়েছে, বিষক্রিয়ায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে ৷ তার দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি ৷

কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন, তাঁরা মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে এসেছেন ৷ এছাড়া সংবাদমাধ্যমে তাঁরা দেখেছেন, পুলিশ মৃত কিশোরীর দেহ অমানুষিক ভাবে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে ৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন তাঁরা ৷

রবিবার কমিশনের সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখবেন ৷ মৃতার পরিবার ছাড়াও স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন ৷ এছাড়া তদন্তকারী আধিকারিকদের থেকে বিস্তারিত জানবেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ এরপর আজই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁদের ৷ শনিবার রায়গঞ্জ সার্কিট হাউসে রাত্রিবাস করেন ৷

উল্লেখ্য, শুক্রবার কালিয়াগঞ্জ থানা এলাকায় কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ ব্লক ৷ দফায় দফায় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে উত্তেজনা তৈরি হয়েছে ৷ শনিবার দুপুরে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ সাত সদস্যের প্রতিনিধি দল ৷ রাজ্য সভাপতির অভিযোগ, পুলিশ খুনের ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে ৷ জাতীয় শিশু সুরক্ষা কমিশন তদন্ত করলেই প্রকৃত সত্য জানা যাবে ৷

এ নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি ৷ এই নাবালিকার নাম-পরিচয় দিয়ে টুইট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রসঙ্গত, ধর্ষিতা বা নির্যাতিতার নাম-পরিচয়, তার পরিবারের ঠিকানা- কোনও কিছুই প্রকাশ্যে আনা আইন বিরোধী ৷ তাই রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

আরও পড়ুন: কালিয়াগঞ্জের নির্যাতিতার নাম-পরিচয় দিয়ে টুইট শুভেন্দুর, আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শশীর

Last Updated : Apr 23, 2023, 9:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.