ETV Bharat / state

Kaliaganj Murder Case: কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, দাবি শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যানের

রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বক্তব্য মিথ্যা । সোমবার রায়গঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ৷

Etv Bharat
কালীয়াগঞ্জে শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান
author img

By

Published : Apr 24, 2023, 11:02 PM IST

নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বক্তব্য মিথ্যা দাবি প্রিয়াঙ্ক কানুনগোর

রায়গঞ্জ, 24এপ্রিল: রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বক্তব্য মিথ্যা । কালিয়াগঞ্জ কিশোরী ধর্ষণকাণ্ডে সোমবার রায়গঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো । তাঁর দাবি কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে । আজই সেই রিপোর্ট রাজ্য এবং ভারত সরকারকেও দেবেন বলে জানান ।

কালিয়াগঞ্জে কিশোরী খুনের ঘটনার তদন্তে এসেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো । এদিন তদন্তে এসেই তিনি জানান, গত 24 ঘণ্টা জাতীয় শিশু সুরক্ষা কমিশন তদন্ত করলেও, জেলা প্রশাসন তাদের সঙ্গে একটার পর একটা অসহযোগিতা করেছেন । সোমবার সকালে তদন্তকারী অফিসার রিগদেন শ্রিং লেপচা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া উপস্থিত হন । এমনকী ডাইরির কপিটিও তিনি সঙ্গে নিয়ে আসেননি । ময়নাতদন্তের সময় তিনজন চিকিৎসক থাকলেও মাত্র একজন চিকিৎসক উপস্থিত হয়েছিলেন এদিন । বাকি দুই চিকিৎসক ছুটিতে চলে গিয়েছেন বলে জানানো হয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানকে । পুলিশ এখন পর্যন্ত মৃত কিশোরী মোবাইল বাজেয়াপ্ত করেছে । অথচ মোবাইলে ফেকবুক, ইন্সস্টাগ্রাম সম্পর্কে কোনও তথ্য পুলিশের কাছে নেই ।

আরও পড়ুন: রাজ্যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, আজই কালিয়াগঞ্জে যাচ্ছে প্রতিনিধি দল

কিশোরীর ময়না তদন্তের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ধর্ষণের কথা জানিয়ছেন ৷ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেযারম্যানের প্রিয়াঙ্ক কানুনগো-র দাবি, ওই কিশোরীর মৃত্যু নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা যে আত্মহত্যার তথ্য মানুষের কাছে তুলে ধরেছেন তা মিথ্যা ৷ তিনি আজকের তদন্তের পর যে রিপোর্ট পাবেন সেটি রাজ্য সরকার ও ভারত সরকারের কাছে পেশ করবেন বলেও জানান ৷

উল্লেখ্য, শুক্রবার কিশোরীকে ধর্ষণকে খুনের ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ ৷ পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি সামান দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ পুলিশের বিরুদ্ধে টেনে হিঁচড়ে মৃতদের সরানোর অভিযোগ ওঠে ৷

নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বক্তব্য মিথ্যা দাবি প্রিয়াঙ্ক কানুনগোর

রায়গঞ্জ, 24এপ্রিল: রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বক্তব্য মিথ্যা । কালিয়াগঞ্জ কিশোরী ধর্ষণকাণ্ডে সোমবার রায়গঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো । তাঁর দাবি কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে । আজই সেই রিপোর্ট রাজ্য এবং ভারত সরকারকেও দেবেন বলে জানান ।

কালিয়াগঞ্জে কিশোরী খুনের ঘটনার তদন্তে এসেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো । এদিন তদন্তে এসেই তিনি জানান, গত 24 ঘণ্টা জাতীয় শিশু সুরক্ষা কমিশন তদন্ত করলেও, জেলা প্রশাসন তাদের সঙ্গে একটার পর একটা অসহযোগিতা করেছেন । সোমবার সকালে তদন্তকারী অফিসার রিগদেন শ্রিং লেপচা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া উপস্থিত হন । এমনকী ডাইরির কপিটিও তিনি সঙ্গে নিয়ে আসেননি । ময়নাতদন্তের সময় তিনজন চিকিৎসক থাকলেও মাত্র একজন চিকিৎসক উপস্থিত হয়েছিলেন এদিন । বাকি দুই চিকিৎসক ছুটিতে চলে গিয়েছেন বলে জানানো হয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানকে । পুলিশ এখন পর্যন্ত মৃত কিশোরী মোবাইল বাজেয়াপ্ত করেছে । অথচ মোবাইলে ফেকবুক, ইন্সস্টাগ্রাম সম্পর্কে কোনও তথ্য পুলিশের কাছে নেই ।

আরও পড়ুন: রাজ্যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, আজই কালিয়াগঞ্জে যাচ্ছে প্রতিনিধি দল

কিশোরীর ময়না তদন্তের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ধর্ষণের কথা জানিয়ছেন ৷ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেযারম্যানের প্রিয়াঙ্ক কানুনগো-র দাবি, ওই কিশোরীর মৃত্যু নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা যে আত্মহত্যার তথ্য মানুষের কাছে তুলে ধরেছেন তা মিথ্যা ৷ তিনি আজকের তদন্তের পর যে রিপোর্ট পাবেন সেটি রাজ্য সরকার ও ভারত সরকারের কাছে পেশ করবেন বলেও জানান ৷

উল্লেখ্য, শুক্রবার কিশোরীকে ধর্ষণকে খুনের ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ ৷ পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি সামান দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ পুলিশের বিরুদ্ধে টেনে হিঁচড়ে মৃতদের সরানোর অভিযোগ ওঠে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.