ETV Bharat / state

বিয়ের আগের দিন আত্মহত্যার চেষ্টা বাবার, পরদিন মৃত্যু মেয়ের - নববধূর রহস্যমৃত্যু

মেয়ের বিয়ের আগের দিন রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন উত্তমবাবু । কিন্তু পরিবারের লোক তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।

আত্মহত্যার চেষ্টা বাবার, পরদিন মৃত্যু মেয়ের
আত্মহত্যার চেষ্টা বাবার, পরদিন মৃত্যু মেয়ের
author img

By

Published : Feb 6, 2021, 5:22 PM IST

রায়গঞ্জ, 6 ফেব্রুয়ারি : মেয়ের বিয়ের পণের টাকা জোগারের চাপে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন পিতা ৷ অন্যদিকে বিয়ের পরদিনই শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু মেয়ের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দক্ষিণ কসবা গ্রামে । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতা নববধূর নাম পারুল দেবশর্মা (18) । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, রায়গঞ্জ শহর সংলগ্ন মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের দক্ষিণ কসবা গ্রামের বাসিন্দা পেশায় লটারি বিক্রেতা উত্তম দেবশর্মার ৷ মেয়ে পারুল দেবশর্মার বিয়ে ঠিক করেন হরিগ্রাম এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বর্মণের সঙ্গে । 4 ফেব্রুয়ারি বিয়েতে পাত্র পক্ষের তরফে পণ হিসেবে নগদ দেড় লাখ টাকা দাবি করা হয় । হতদরিদ্র উত্তম দেবশর্মা পণের সেই টাকা কোনওরকমে জোগাড় করেন । তবে তাঁকে প্রচুর টাকা ধার দেনা করতে হয় ৷ ফলে ভীষণ মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি ।

মেয়ের মৃত্য়ু, শোকাতুর পরিবার

মেয়ের বিয়ের আগের দিন রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন উত্তমবাবু । কিন্তু পরিবারের লোক তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । এই মুহূর্তে শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন তিনি ।

আরও পড়ুন : বাংলায় পদ্ম ফুটলেই উন্নতি হবে কৃষকদের: জে পি নাড্ডা

অন্যদিকে 4 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে উত্তমবাবুর মেয়ে পারুলের বিয়ে হয় । কিন্তু বিয়ের পরদিনই হরিগ্রামে শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় পারুলের । ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে । মৃতা নববধূ পারুল দেবশর্মার আত্মীয় স্বজনদের মতে বাবার আত্মহত্যা চেষ্টা করার ঘটনা মেয়ে সহ্য করতে পারেননি ৷ তার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । বাবার আত্মঘাতী হওয়ার চেষ্টা এবং বিয়ের পরদিন মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

রায়গঞ্জ, 6 ফেব্রুয়ারি : মেয়ের বিয়ের পণের টাকা জোগারের চাপে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন পিতা ৷ অন্যদিকে বিয়ের পরদিনই শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু মেয়ের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দক্ষিণ কসবা গ্রামে । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতা নববধূর নাম পারুল দেবশর্মা (18) । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, রায়গঞ্জ শহর সংলগ্ন মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের দক্ষিণ কসবা গ্রামের বাসিন্দা পেশায় লটারি বিক্রেতা উত্তম দেবশর্মার ৷ মেয়ে পারুল দেবশর্মার বিয়ে ঠিক করেন হরিগ্রাম এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বর্মণের সঙ্গে । 4 ফেব্রুয়ারি বিয়েতে পাত্র পক্ষের তরফে পণ হিসেবে নগদ দেড় লাখ টাকা দাবি করা হয় । হতদরিদ্র উত্তম দেবশর্মা পণের সেই টাকা কোনওরকমে জোগাড় করেন । তবে তাঁকে প্রচুর টাকা ধার দেনা করতে হয় ৷ ফলে ভীষণ মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি ।

মেয়ের মৃত্য়ু, শোকাতুর পরিবার

মেয়ের বিয়ের আগের দিন রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন উত্তমবাবু । কিন্তু পরিবারের লোক তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । এই মুহূর্তে শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন তিনি ।

আরও পড়ুন : বাংলায় পদ্ম ফুটলেই উন্নতি হবে কৃষকদের: জে পি নাড্ডা

অন্যদিকে 4 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে উত্তমবাবুর মেয়ে পারুলের বিয়ে হয় । কিন্তু বিয়ের পরদিনই হরিগ্রামে শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় পারুলের । ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে । মৃতা নববধূ পারুল দেবশর্মার আত্মীয় স্বজনদের মতে বাবার আত্মহত্যা চেষ্টা করার ঘটনা মেয়ে সহ্য করতে পারেননি ৷ তার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । বাবার আত্মঘাতী হওয়ার চেষ্টা এবং বিয়ের পরদিন মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.