ETV Bharat / state

Panchayat Elections 2023: রায়গঞ্জে কোনও হেভিওয়েট নন, তৃণমূল প্রার্থী পৌরসভার সাফাইকর্মী শান্ত বর্মন

author img

By

Published : Jun 29, 2023, 10:41 PM IST

আসন্ন পঞ্চায়েত ভোট ৷ জোরকদমে চলছে প্রচার ৷ রায়গঞ্জে ধুতি পরে ভোটের প্রচার করতে দেখা গেল তৃণমূল প্রার্থী শান্ত বর্মনকে ৷ তিনি পৌরসভায় সাফাইয়ের কাজ করেন ৷

vote campaign
তৃণমূল প্রার্থী শান্ত বর্মন
তৃণমূল প্রার্থী পৌরসভার সাফাই কর্মী শান্ত বর্মন

রায়গঞ্জ, 29 জুন: একাধিক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে যখন টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ সামনে এনেছেন বিরোধী কিংবা শাসকদলের বিদ্রোহী নেতারা । তখন এই অভিযোগের মাঝে বিরূপ ছবি ধরা পরছে দেওখন্ডা বুথে । এই বুথের তৃণমূল প্রার্থী শান্ত বর্মন কোনও প্রভাবশালী কিংবা হেভিওয়েট নন । তিনি পৌরসভার একজন সামান্য সাফাই কর্মী । ভোট এগিয়ে আসতেই বিরোধীদের সঙ্গে তাল মিলিয়ে প্রচার শুরু করে দিয়েছেন তিনি । কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চলছে সেই প্রচার । বয়ঃজ্যেষ্ঠদের পা-ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে ভোটের আবেদন জানাচ্ছেন শান্ত ।

প্রসঙ্গত, আর হাতে মাত্র কয়েকদিন ৷ তার পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তাকে ঘিরে এখন উৎসবের আবহ গ্রাম বাংলায় । গ্রামে গঞ্জে প্রচারের প্রতিযোগীতা । মনোনয়ন পর্বের শুরুতে অবশ্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী চয়ন ঘিরে অসন্তোষের ছবি উঠে এসেছিল । কিন্তু ভোট যত এগিয়ে আসছে মান অভিমান ছেড়ে প্রচারের ঝড় উঠেছে । আর সেই আবহে গা ভাসিয়ে জোড় প্রচারে নেমেছেন রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের দেওখন্ডা বুথের 11 নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্ত বর্মন ৷

vote campaign
ভোট প্রচারে তৃণমূল প্রার্থী পৌরসভার সাফাই কর্মী শান্ত বর্মন

আরও পড়ুন: মাতৃ ভাণ্ডারেই লক্ষ্মীলাভ ! ক্ষমতায় এলে প্রত্যেককে 3 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির

শান্ত দীর্ঘ 20 বছর ধরে রায়গঞ্জ পৌরসভায় সাফাইকর্মী হিসেবে কাজ করছেন ৷ তাঁর বাড়িতে আছেন বৃদ্ধ মা, স্ত্রী আর সন্তান । এই মূল্যবৃদ্ধির বাজারে প্রতিদিন 300 টাকা রোজে কোনরকমে সংসার চলে শান্তর । ছোট থেকেই তাঁর ভোটে দাঁড়ানোর ইচ্ছে ছিল । ছোটবেলার সেই ইচ্ছে পূরণ করতেই এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শান্ত বর্মন । তিনি বলেন, "মানুষ চেয়েছে বলেই প্রার্থী হয়েছি ।" মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে ভর করে তিনি জয়ি হবেন বলে 100 শতাংশ আশাবাদী শান্ত ।

তৃণমূল প্রার্থী পৌরসভার সাফাই কর্মী শান্ত বর্মন

রায়গঞ্জ, 29 জুন: একাধিক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে যখন টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ সামনে এনেছেন বিরোধী কিংবা শাসকদলের বিদ্রোহী নেতারা । তখন এই অভিযোগের মাঝে বিরূপ ছবি ধরা পরছে দেওখন্ডা বুথে । এই বুথের তৃণমূল প্রার্থী শান্ত বর্মন কোনও প্রভাবশালী কিংবা হেভিওয়েট নন । তিনি পৌরসভার একজন সামান্য সাফাই কর্মী । ভোট এগিয়ে আসতেই বিরোধীদের সঙ্গে তাল মিলিয়ে প্রচার শুরু করে দিয়েছেন তিনি । কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চলছে সেই প্রচার । বয়ঃজ্যেষ্ঠদের পা-ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে ভোটের আবেদন জানাচ্ছেন শান্ত ।

প্রসঙ্গত, আর হাতে মাত্র কয়েকদিন ৷ তার পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তাকে ঘিরে এখন উৎসবের আবহ গ্রাম বাংলায় । গ্রামে গঞ্জে প্রচারের প্রতিযোগীতা । মনোনয়ন পর্বের শুরুতে অবশ্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী চয়ন ঘিরে অসন্তোষের ছবি উঠে এসেছিল । কিন্তু ভোট যত এগিয়ে আসছে মান অভিমান ছেড়ে প্রচারের ঝড় উঠেছে । আর সেই আবহে গা ভাসিয়ে জোড় প্রচারে নেমেছেন রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের দেওখন্ডা বুথের 11 নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্ত বর্মন ৷

vote campaign
ভোট প্রচারে তৃণমূল প্রার্থী পৌরসভার সাফাই কর্মী শান্ত বর্মন

আরও পড়ুন: মাতৃ ভাণ্ডারেই লক্ষ্মীলাভ ! ক্ষমতায় এলে প্রত্যেককে 3 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির

শান্ত দীর্ঘ 20 বছর ধরে রায়গঞ্জ পৌরসভায় সাফাইকর্মী হিসেবে কাজ করছেন ৷ তাঁর বাড়িতে আছেন বৃদ্ধ মা, স্ত্রী আর সন্তান । এই মূল্যবৃদ্ধির বাজারে প্রতিদিন 300 টাকা রোজে কোনরকমে সংসার চলে শান্তর । ছোট থেকেই তাঁর ভোটে দাঁড়ানোর ইচ্ছে ছিল । ছোটবেলার সেই ইচ্ছে পূরণ করতেই এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শান্ত বর্মন । তিনি বলেন, "মানুষ চেয়েছে বলেই প্রার্থী হয়েছি ।" মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে ভর করে তিনি জয়ি হবেন বলে 100 শতাংশ আশাবাদী শান্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.