রায়গঞ্জ,21 ফেব্রুয়ারি : রায়গঞ্জ উত্তর দিনাজপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি রাধিকাপুর থেকে কলকাতা যাওয়ার সকালের ট্রেন৷ অবশেষে সেই দাবি পূর্ণ হতে চলেছে ৷ 29 শে ফেব্রুয়ারি চালু হতে চলেছে রাধিকাপুর থেকে কলকাতা যাওয়ার সকালের ট্রেন ৷
দিল্লি থেকে ভিডিয়ো বার্তা দিয়ে ট্রেনের ঘোষণা করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরি । তিনি দাবি করেন দীর্ঘদিন ধরেই মানুষের রাধিকাপুর -কলকাতা সকালের ট্রেনের দাবি থাকলেও কোনওভাবেই আগের সাংসদ-মন্ত্রীরা তা পূরণ করেননি । তবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি লাগাতার এই সকালের ট্রেনের দাবিতে রেল মন্ত্রকের বিভিন্ন দপ্তরে বারবার দরবার করেছেন ।
রেলমন্ত্রীর সঙ্গে একাধিকবার এই বিষয়ে আলোচনা হয়েছে । অবশেষে শিবরাত্রির দিন এই ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিয়েছে রেল দপ্তর । তিনি দাবি করেন, গত নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যেকোনও মূল্যে সাধারণ মানুষের অন্যতম দাবি রাধিকাপুর-কলকাতা সকালের ট্রেন । বর্তমানে BJP সরকার রয়েছে কেন্দ্রে তাই তার পক্ষে এই দাবি তাড়াতাড়ি পূরণ করার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, এমনও বলেছিলেন । প্রতিশ্রুতি তিনি রেখেছেন । ট্রেনের খবর পেতেই রায়গঞ্জসহ উত্তর দিনাজপুর জেলাজুড়ে খুশির আবহাওয়া । ওয়াকিবহাল মহলের দাবি, প্রতিশ্রুতি বহুবার দেওয়া হলেও শেষ পর্যন্ত ট্রেন পায়নি জেলা । যতক্ষণ পর্যন্ত না ট্রেন চালু হচ্ছে ততক্ষণ বিশ্বাস হচ্ছে না সাধারণ মানুষের ।
যদিও মন্ত্রী ভিডিয়ো বার্তা দিয়েছেন তাই আশ্বস্ত হওয়ার জায়গা রয়েছে বলেই মনে করছে সাধারণ মানুষ । দেবশ্রী ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘আমাদের জেলার দীর্ঘদিনের দাবি রাধিকাপুর থেকে কলকাতা যাওয়ার সকালের ট্রেন আমরা আগামী 29 শে ফেব্রুয়ারি চালু করতে চলেছি। রেলমন্ত্রক আমাদের এমনই বার্তা দিয়েছে । দীর্ঘদিন ধরে মানুষের এই দাবি থাকলেও আমার আগে দায়িত্বে থাকা একাধিক সংসদ এবং মন্ত্রীরা কোনওভাবেই এই ট্রেন চালুর ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি । জিতে আসার পর থেকে বিভিন্ন দপ্তরে এই নিয়ে দরবার করার পর অবশেষে তারা রাজি হয়েছেন । আগামী 29 শে ফেব্রুয়ারি থেকেই রাধিকাপুর থেকে কলকাতা যাওয়ার সকালের ট্রেন চালু হচ্ছে ।’’