রায়গঞ্জ, 7 অগাস্ট : উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যাপুর টোল প্লাজ়ায় হামলা চালাল দুষ্কৃতীরা । কর্মচারীদের ব্যাপক মারধর করে টোল প্লাজ়ার টাকা ছিনতাই করে বলে অভিযোগ । পুলিশের কাছে টোলপ্লাজা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন । এরপর পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ৷ ধৃতের নাম আবিদ আলম ৷ তাকে আজ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে । পুলিশের হাতে CCTV ফুটেজ তুলে দিয়েছে টোলপ্লাজ়ার কর্মীরা । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
জানা গেছে, গতকাল গভীর রাতে স্থানীয় কিছু দুষ্কৃতী টোলপ্লাজ়ায় হামলা চালায় বলে । টোলপ্লাজ়ার কর্মী পঙ্কজ কুমারকে তারা বেধড়ক মারধর করে । সহকর্মীরা বাধা দিতে গেলে তাঁদেরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ । দুষ্কৃতীরা টোলপ্লাজ়ার বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় । ঘটনার পর টোলপ্লাজ়া কর্তৃপক্ষ ডালখোলা পুলিশকে খবর দেয় । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় । পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে টোলপ্লাজ়া কর্তৃপক্ষ ।
ডালখোলা থানার পুলিশ আবিদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । ধৃতকে আজ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে । ডালখোলা থানার পুলিশ জানিয়েছে, টোলপ্লাজ়ার টাকা নিয়ে কর্মীদের সঙ্গে বচসাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে । টোলপ্লাজ়ার CCTV ফুটেজে পুরো ঘটনা দেখা যায় । টাকা ছিনতাইয়ের কোনও ছবি CCTV ফুটেজে পাওয়া যায়নি ৷ টোলপ্লাজ়া কর্তৃপক্ষ 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে । বাকিদের খোঁজেও তল্লাশি চলছে ৷ অন্য অভিযুক্তরা পলাতক ।