ETV Bharat / state

ডালখোলায় তৃণমূলের সব কর্মসূচি বয়কট সংখ্যালঘুদের

16 আসন বিশিষ্ট ডালখোলা পৌরসভার 5 জন সংখ্যালঘু কাউন্সিলর ছিলেন । নতুন প্রশাসকের কোনও সংখ্যালঘু স্থান না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সংখ্যালঘু কাউন্সিলর এবং সংখ্যালঘু নেতারা ।

author img

By

Published : Dec 10, 2020, 11:32 AM IST

Minors decided to boycott all tmc programs in Dalkhola
ডালখোলায় তৃণমূলের সমস্ত কর্মসূচী বয়কটের সিদ্ধান্ত সংখ্যালঘুদের

রায়গঞ্জ, 10 ডিসেম্বর : ডালখোলা পৌরসভায় নতুন প্রশাসক নিয়োগকে ঘিরে সংখ্যালঘুদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে । তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘুরা । ডালখোলা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্ষুব্ধ সংখ্যালঘুদের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ।

তাঁর অভিযোগ, নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে এই কমিটি গঠন করা হয়েছে । এর জন্য এলাকায় বিক্ষোভের জন্ম নিয়েছে । সব ধর্মের লোকদের কমিটিতে স্থান দেওয়া হলে এই সমস্যা থাকত না । রাজ্যের বেশ কয়েকটি পৌরসভার সঙ্গে ডালখোলা পৌরসভার মেয়াদ শেষ হয়েছে । রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে ডালখোলা পৌরসভার নাগরিকদের পরিষেবা চালু রেখেছিল । 16 আসন বিশিষ্ট ডালখোলা পৌরসভার মেয়াদ ফুরোতেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছিল । তিনজনকে নিয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছিল । চেয়ারপার্সন করা হয়েছিল ইসলামপুর মহকুমার একজন ডেপুটি মেজিস্ট্রেটকে ।

গত বৃহস্পতিবার তাদের মেয়াদ শেষ হয়েছে । 5 জনকে নিয়ে নতুন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয় । চেয়ারপার্সন করা হয়েছে পৌরসভার বিদায়ী পৌরপতি সুভাষ গোস্বামীকে । এছাড়াও আছেন গোপাল রায়, স্বদেশ সরকার, হিমাদ্রি মুখোপাধ্যায় এবং রেনু দেবী ভাদুনিয়া । 16 আসন বিশিষ্ট ডালখোলা পৌরসভার 5 জন সংখ্যালঘু কাউন্সিলর ছিলেন । নতুন প্রশাসকের কোনও সংখ্যালঘু স্থান না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সংখ্যালঘু কাউন্সিলর এবং সংখ্যালঘু নেতারা । গতকাল রাতেই সংখ্যালঘু নেতারা জরুরি বৈঠকে বসেছিলেন । সেখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় ।

রায়গঞ্জ, 10 ডিসেম্বর : ডালখোলা পৌরসভায় নতুন প্রশাসক নিয়োগকে ঘিরে সংখ্যালঘুদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে । তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘুরা । ডালখোলা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্ষুব্ধ সংখ্যালঘুদের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ।

তাঁর অভিযোগ, নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে এই কমিটি গঠন করা হয়েছে । এর জন্য এলাকায় বিক্ষোভের জন্ম নিয়েছে । সব ধর্মের লোকদের কমিটিতে স্থান দেওয়া হলে এই সমস্যা থাকত না । রাজ্যের বেশ কয়েকটি পৌরসভার সঙ্গে ডালখোলা পৌরসভার মেয়াদ শেষ হয়েছে । রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে ডালখোলা পৌরসভার নাগরিকদের পরিষেবা চালু রেখেছিল । 16 আসন বিশিষ্ট ডালখোলা পৌরসভার মেয়াদ ফুরোতেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছিল । তিনজনকে নিয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছিল । চেয়ারপার্সন করা হয়েছিল ইসলামপুর মহকুমার একজন ডেপুটি মেজিস্ট্রেটকে ।

গত বৃহস্পতিবার তাদের মেয়াদ শেষ হয়েছে । 5 জনকে নিয়ে নতুন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয় । চেয়ারপার্সন করা হয়েছে পৌরসভার বিদায়ী পৌরপতি সুভাষ গোস্বামীকে । এছাড়াও আছেন গোপাল রায়, স্বদেশ সরকার, হিমাদ্রি মুখোপাধ্যায় এবং রেনু দেবী ভাদুনিয়া । 16 আসন বিশিষ্ট ডালখোলা পৌরসভার 5 জন সংখ্যালঘু কাউন্সিলর ছিলেন । নতুন প্রশাসকের কোনও সংখ্যালঘু স্থান না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সংখ্যালঘু কাউন্সিলর এবং সংখ্যালঘু নেতারা । গতকাল রাতেই সংখ্যালঘু নেতারা জরুরি বৈঠকে বসেছিলেন । সেখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.