ETV Bharat / state

কলকাতা থেকে রওনা দেওয়া বিহারের 9 শ্রমিককে আটকাল রায়গঞ্জ পুলিশ

3 মে পর্যন্ত সেই লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে । বিহারের এই শ্রমিকরা কলকাতার নিউটাউনের একটি কম্পানির অধীনে রড-বাইন্ডিংয়ের কাজ করতেন । লকডাউনের জন্য় সেই কম্পানির কাজ বন্ধ হয়ে যায় । এদিকে তাঁদের কাছে থাকা জমানো অর্থও প্রায় শেষের পথে ।

author img

By

Published : Apr 19, 2020, 11:40 AM IST

ছবি
ছবি

রায়গঞ্জ, 19 এপ্রিল : কলকাতার নিউটাউন থেকে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দিলেন 9 জন শ্রমিক । এঁদের বাড়ি বিহারের কিষানগঞ্জে ।


কোরোনার জন্য দেশজুড়ে চলছে লকডাউন । 3 মে পর্যন্ত সেই লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে । বিহারের এই শ্রমিকরা নিউটাউনের একটি কম্পানির অধীনে রড-বাইন্ডিংয়ের কাজ করছিলেন । লকডাউনের জন্য় সেই কম্পানির কাজ বন্ধ রয়েছে । এদিকে ওই শ্রমিকদের কাছে থাকা জমানো অর্থও প্রায় শেষের পথে । তাই আর দেরি না করে নিউটাউন থেকে যাত্রা শুরু করেন তাঁরা । প্রায় 450 কিলোমিটার হেঁটে রায়গঞ্জে পৌঁছান । রায়গঞ্জবাসী তাঁদের দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ তাঁদের আটকে 14 দিনের জন্য কোয়ারানটাইনে পাঠানোর ব্যাবস্থা করে ।

এঁদের মধ্যে একজন শ্রমিক জানান, বিহারের কিষানগঞ্জ জেলার সালকি গ্রামে তাঁদের বাড়ি । চলতি মাসের 16 তারিখে হেঁটে রওনা দেন তাঁরা । যার যার কাছে যা খাবার ছিল, সেই খাবার খেয়েই যাত্রা চলছিল তাঁদের ।

রায়গঞ্জ, 19 এপ্রিল : কলকাতার নিউটাউন থেকে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দিলেন 9 জন শ্রমিক । এঁদের বাড়ি বিহারের কিষানগঞ্জে ।


কোরোনার জন্য দেশজুড়ে চলছে লকডাউন । 3 মে পর্যন্ত সেই লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে । বিহারের এই শ্রমিকরা নিউটাউনের একটি কম্পানির অধীনে রড-বাইন্ডিংয়ের কাজ করছিলেন । লকডাউনের জন্য় সেই কম্পানির কাজ বন্ধ রয়েছে । এদিকে ওই শ্রমিকদের কাছে থাকা জমানো অর্থও প্রায় শেষের পথে । তাই আর দেরি না করে নিউটাউন থেকে যাত্রা শুরু করেন তাঁরা । প্রায় 450 কিলোমিটার হেঁটে রায়গঞ্জে পৌঁছান । রায়গঞ্জবাসী তাঁদের দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ তাঁদের আটকে 14 দিনের জন্য কোয়ারানটাইনে পাঠানোর ব্যাবস্থা করে ।

এঁদের মধ্যে একজন শ্রমিক জানান, বিহারের কিষানগঞ্জ জেলার সালকি গ্রামে তাঁদের বাড়ি । চলতি মাসের 16 তারিখে হেঁটে রওনা দেন তাঁরা । যার যার কাছে যা খাবার ছিল, সেই খাবার খেয়েই যাত্রা চলছিল তাঁদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.