রায়গঞ্জ, 11 অক্টোবর : একাধিক দাবিতে সাধারণ সভা অনুষ্ঠিত করল উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এদিনের সভা থেকে তাঁরা দাবি তোলেন যে, সমস্ত সাউন্ড সিস্টেম সার্ভিস মালিকদের রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হোক । মাইক সার্ভিস কর্মীদের সরকারি লেবার কার্ড করে দেওয়া ও কোরোনা পরিস্থিতিতে ধ্বংস হয়ে যাওয়া মাইক ব্যবসায়ীদের সাহায্য সহযোগিতার দাবিও তোলেন তাঁরা ।
রবিবার রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে রোটারি ভবনে এই বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস । উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি, সাউন্ড সার্ভিস অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক হিমাদ্রী ব্যানার্জি-সহ অন্যরা । কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে সমস্তরকম সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান ও সভা সমাবেশ । ফলে কাজ হারিয়েছেন উত্তর দিনাজপুর জেলার সাউন্ড সিস্টেম ও মাইক ব্যাবসায়ীরা । বহু মাইক ব্যবসায়ী সাউন্ড সিস্টেমের কাজ বন্ধ হয়ে যাওয়ায় অন্য পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন । এই অবস্থায় তাঁরা রাজ্য সরকারের কাছে সাহায্য সহযোগীতার আশায় এক সাধারণ সভার আয়োজন করে । ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক হিমাদ্রী ব্যানার্জি বলেন, "কোরোনা আবহে এই দুঃসহ অবস্থার মধ্যে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি, সাউন্ড সার্ভিস ওনার্সদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হোক । মাইক সার্ভিস কর্মীদের সরকারি লেবার কার্ড প্রদান করা হোক । এই পরিস্থিতিতে যাতে রাজ্য সরকার যাতে তাঁদের পাশে দাঁড়ায় ।"