ETV Bharat / state

Raiganj Accident : নয়ানজুলিতে পড়ল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস, মৃত 6

রায়গঞ্জের রূপাহারের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হল 6 জন পরিযায়ী শ্রমিকের ৷ জখম হয়েছেন আরও বেশ কিছু ৷ তাঁদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ৷ পরিযায়ী শ্রমিক ভর্তি বাসটি ঝাড়খণ্ড থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল ৷ রূপাহারের কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপর অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে পাশের নয়ানজুলিতে পড়ে যায় বাসটি ৷

রায়গঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 6
রায়গঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 6
author img

By

Published : Sep 23, 2021, 7:32 AM IST

Updated : Sep 23, 2021, 8:53 AM IST

রায়গঞ্জ, 23 সেপ্টেম্বর : মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা ৷ পরিযায়ী শ্রমিক বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল রাস্তার পাশে নয়ানজুলিতে ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ আহত হয়েছেন বেশ কিছুজন ৷ তবে মৃতদের পরিচয় জানা যায়নি । ঘটনাস্থল রায়গঞ্জ থানার রূপাহারে 34 নম্বর জাতীয় সড়ক । বুধবার রাত পৌনে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ জখমদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ৷

জানা গিয়েছে, বাসটি ঝাড়খণ্ড থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল ৷ রায়গঞ্জের রূপাহারের কাছে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী । তবে পুলিশ এবং দমকল পৌঁছনোর আগেই উদ্ধারে হাত লাগান স্থানীয়রা ৷ আসেন পুলিশ সুপার সানা আখতার-সহ পুলিশ-প্রশাসনের অন্যান্য কর্তারা । দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও আসেন তড়িঘড়ি ৷ উদ্ধারের সময় স্থানীয়রা প্রাথমিকভাবে একজনকে মৃত অবস্থায় পান ৷ পরে ক্রেন দিয়ে ডুবন্ত বাসটি তোলার পর আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয় । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । আহতরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

রায়গঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 6
ডুবন্ত বাসটিকে ক্রেন দিয়ে তুলে ভিতর থেকে বের করা হচ্ছে মৃতদেহ

পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন, খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । বেশ কয়েকজন যাত্রীকে ওই বাস থেকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠনো হয়েছে । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । কী কারণে এই পথ দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

রায়গঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 6
বাসের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে

বাসের সওয়ারিরা জানিয়েছেন, বাস ভর্তি ছিল । 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় রূপাহারের কাছে অন্য একটি গাড়ির সঙ্গে বাসটির ধাক্কা লাগে ৷ গাড়িটি কী তা সঠিক জানা না গেলেও মনে করা হচ্ছে সেটি ট্রাক বা লরি হতে পারে ৷ তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশে একটি নয়ানজুলিতে উল্টে যায় । দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ৷ তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান ৷ বেশ কয়েকজন পরিয়ায়ী শ্রমিককে উদ্ধার করেন ।

জখমদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে

আরও পড়ুন : Accident : দোকানে ঢুকল ট্রলার, ভাঙল ঘর

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলার তৃণমূল কংগ্রেসের নেতা অরিন্দম সরকার । এমন ভয়াবহ দুর্ঘটনার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকেই দায়ী করেন তিনি ৷ বলেন, "কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষের চরম উদাসীনতায় বেহাল অবস্থা জাতীয় সড়কের ৷ তার জন্যই আজ এতবড় দুর্ঘটনা ঘটল । এর দায়ভার কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রককেই নিতে হবে । মৃতদের প্রতিটি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ৷" তাঁর অভিযোগ, "কলকাতা থেকে শিলিগুড়ি জাতীয় সড়কে কিছুদূর পর পর টোল ট্যাক্স আদায় করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । অথচ ভাঙাচোরা বেহাল জাতীয় সড়ক মেরামত করছে না ৷ নিত্যদিনই জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে চলেছে । জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার জন্য়ই আজ এই ভয়ানক দুর্ঘটনার শিকার হলেন পেটের জন্য ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা । কেন্দ্রীয় সরকারকেও ধিক্কার জানাই ৷"

আরও পড়ুন : Coachbehar accident : কোচবিহারে নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত 3

রায়গঞ্জ, 23 সেপ্টেম্বর : মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা ৷ পরিযায়ী শ্রমিক বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল রাস্তার পাশে নয়ানজুলিতে ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ আহত হয়েছেন বেশ কিছুজন ৷ তবে মৃতদের পরিচয় জানা যায়নি । ঘটনাস্থল রায়গঞ্জ থানার রূপাহারে 34 নম্বর জাতীয় সড়ক । বুধবার রাত পৌনে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ জখমদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ৷

জানা গিয়েছে, বাসটি ঝাড়খণ্ড থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল ৷ রায়গঞ্জের রূপাহারের কাছে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী । তবে পুলিশ এবং দমকল পৌঁছনোর আগেই উদ্ধারে হাত লাগান স্থানীয়রা ৷ আসেন পুলিশ সুপার সানা আখতার-সহ পুলিশ-প্রশাসনের অন্যান্য কর্তারা । দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও আসেন তড়িঘড়ি ৷ উদ্ধারের সময় স্থানীয়রা প্রাথমিকভাবে একজনকে মৃত অবস্থায় পান ৷ পরে ক্রেন দিয়ে ডুবন্ত বাসটি তোলার পর আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয় । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । আহতরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

রায়গঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 6
ডুবন্ত বাসটিকে ক্রেন দিয়ে তুলে ভিতর থেকে বের করা হচ্ছে মৃতদেহ

পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন, খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । বেশ কয়েকজন যাত্রীকে ওই বাস থেকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠনো হয়েছে । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । কী কারণে এই পথ দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

রায়গঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 6
বাসের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে

বাসের সওয়ারিরা জানিয়েছেন, বাস ভর্তি ছিল । 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় রূপাহারের কাছে অন্য একটি গাড়ির সঙ্গে বাসটির ধাক্কা লাগে ৷ গাড়িটি কী তা সঠিক জানা না গেলেও মনে করা হচ্ছে সেটি ট্রাক বা লরি হতে পারে ৷ তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশে একটি নয়ানজুলিতে উল্টে যায় । দুর্ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ৷ তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান ৷ বেশ কয়েকজন পরিয়ায়ী শ্রমিককে উদ্ধার করেন ।

জখমদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে

আরও পড়ুন : Accident : দোকানে ঢুকল ট্রলার, ভাঙল ঘর

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলার তৃণমূল কংগ্রেসের নেতা অরিন্দম সরকার । এমন ভয়াবহ দুর্ঘটনার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকেই দায়ী করেন তিনি ৷ বলেন, "কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষের চরম উদাসীনতায় বেহাল অবস্থা জাতীয় সড়কের ৷ তার জন্যই আজ এতবড় দুর্ঘটনা ঘটল । এর দায়ভার কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রককেই নিতে হবে । মৃতদের প্রতিটি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ৷" তাঁর অভিযোগ, "কলকাতা থেকে শিলিগুড়ি জাতীয় সড়কে কিছুদূর পর পর টোল ট্যাক্স আদায় করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । অথচ ভাঙাচোরা বেহাল জাতীয় সড়ক মেরামত করছে না ৷ নিত্যদিনই জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে চলেছে । জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার জন্য়ই আজ এই ভয়ানক দুর্ঘটনার শিকার হলেন পেটের জন্য ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা । কেন্দ্রীয় সরকারকেও ধিক্কার জানাই ৷"

আরও পড়ুন : Coachbehar accident : কোচবিহারে নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত 3

Last Updated : Sep 23, 2021, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.