ETV Bharat / state

গোয়ালপোখরে জামাইকে খুনের অভিযোগ, পলাতক 8 অভিযুক্ত - news of raiganj

শ্বশুড়বাড়ির সঙ্গে প্রায়ই বিবাদ লাগত ব্যক্তির । শাশুড়িকে মারধর করত । বিষয়টি ভালোভাবে নেয়নি শ্যালক । ব্যক্তিকে খুন করে সে। রায়গঞ্জের ঘটনা ।

murder
খুন
author img

By

Published : Apr 12, 2020, 12:15 PM IST

গোয়ালপোখর, 12 এপ্রিল: এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল শ্যালকসহ শ্বশুরবাড়ির আট সদস্যের বিরুদ্ধে । মৃতের নাম আমিরুল হক । উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ধরমপুর এলাকার ভাটিয়াবস্তির ঘটনা । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে । অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর , ভাটিয়াবস্তি এলাকার বাসিন্দা আমিরুলের সঙ্গে তাঁর শ্বশুড়বাড়ির সদস্যদের বেশ কয়েকদিন ধরেই বিবাদ চলছিল । ওই এলাকাতেই তার শ্বশুরবাড়ি । অভিযোগ, প্রায়ই শ্বশুড়বাড়িতে গিয়ে শাশুড়ি সাঞ্জারি বেওয়াকে মারধর করত আমিরুল । এটা ভালোভাবে নিতে পারেনি শ্যালক মহম্মদ ইব্রাহিম । গতরাতে শ্বশুরবাড়িতে যায় আমিরুল । বিবাদ শুরু হয় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে । আবারও শাশুড়িকে মারধর শুরু করে আমিরুল । মারধরের সময় ইব্রাহিম প্রতিবাদ করে । শুরু হয় দুই পক্ষের মারামারি । ইব্রাহিমসহ পরিবারের অন্য সদস্যরা আমিরুলের উপর চড়াও হয় । ধারালো অস্ত্র দিয়ে আমিরুলকে আক্রমণ করে ইব্রাহিম। ঘটনাস্থানেই আমিরুলের মৃত্যু হয় । স্থানীয়রা গোয়ালপোখর থানায় খবর দেন ।

ঘটনাস্থানে পুলিশ এসে দেহ উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য । পুলিশের কাছে ইব্রাহিমসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আমিরুলের ভাই আজগর আলি । তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

গোয়ালপোখর, 12 এপ্রিল: এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল শ্যালকসহ শ্বশুরবাড়ির আট সদস্যের বিরুদ্ধে । মৃতের নাম আমিরুল হক । উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ধরমপুর এলাকার ভাটিয়াবস্তির ঘটনা । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে । অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর , ভাটিয়াবস্তি এলাকার বাসিন্দা আমিরুলের সঙ্গে তাঁর শ্বশুড়বাড়ির সদস্যদের বেশ কয়েকদিন ধরেই বিবাদ চলছিল । ওই এলাকাতেই তার শ্বশুরবাড়ি । অভিযোগ, প্রায়ই শ্বশুড়বাড়িতে গিয়ে শাশুড়ি সাঞ্জারি বেওয়াকে মারধর করত আমিরুল । এটা ভালোভাবে নিতে পারেনি শ্যালক মহম্মদ ইব্রাহিম । গতরাতে শ্বশুরবাড়িতে যায় আমিরুল । বিবাদ শুরু হয় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে । আবারও শাশুড়িকে মারধর শুরু করে আমিরুল । মারধরের সময় ইব্রাহিম প্রতিবাদ করে । শুরু হয় দুই পক্ষের মারামারি । ইব্রাহিমসহ পরিবারের অন্য সদস্যরা আমিরুলের উপর চড়াও হয় । ধারালো অস্ত্র দিয়ে আমিরুলকে আক্রমণ করে ইব্রাহিম। ঘটনাস্থানেই আমিরুলের মৃত্যু হয় । স্থানীয়রা গোয়ালপোখর থানায় খবর দেন ।

ঘটনাস্থানে পুলিশ এসে দেহ উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য । পুলিশের কাছে ইব্রাহিমসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আমিরুলের ভাই আজগর আলি । তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.