ETV Bharat / state

তাজা বোমা-সহ ধৃত কুখ্যাত দুষ্কৃতী, চাঞ্চল্য হাবরায় - হাবরা

এদিন রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে প্লাস্টিকের ব্যাগে করে এক ব্যক্তি ইতস্তত ঘোরাঘুরি করছে । সন্দেহ হওয়ায় এলাকার লোকজন খবর দেয় পুলিশে । খবর পেয়ে হাবরা থানার পুলিশের একটি টিম প্রফুল্ল নগর এলাকায় ছুটে যায় ।

হাবরায় উদ্ধার তাজা বোমা
হাবরায় উদ্ধার তাজা বোমা
author img

By

Published : Mar 19, 2021, 2:01 PM IST

হাবরা , 19 মার্চ : তাজা বোমা সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ । ধৃতের নাম সফিক মন্ডল । বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাবরার প্রফুল্ল নগর এলাকা থেকে হাতেনাতে ধরা হয় তাকে । ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় সে বোমা সাপ্লাই করেছিল । ফলে,এখানেও কোনও অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে ওই দুষ্কৃতী বোমা মজুত করেছিল বলে মনে করছে হাবরা থানার পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বাড়ি অশোকনগরের শ্রী কৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা গ্রামে । তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে পুলিশের খাতায় । এদিন রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে প্লাস্টিকের ব্যাগে করে এক ব্যক্তি ইতস্তত ঘোরাঘুরি করছে । সন্দেহ হওয়ায় এলাকার লোকজন খবর দেয় পুলিশে । খবর পেয়ে হাবরা থানার পুলিশের একটি টিম প্রফুল্ল নগর এলাকায় ছুটে যায় ।

ধৃত সফিক মন্ডল
ধৃত সফিক মন্ডল

খবর পেয়ে হাবরা থানার পুলিশের একটি টিম প্রফুল্ল নগর এলাকায় ছুটে যায় । ঘিরে ফেলে গোটা এলাকা । হাতেনাতে পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে । ব্যাগে তল্লাশি চালিয়ে মেলে ছ'টি তাজা বোমা । পরে জানা যায়,ধৃত ব্যক্তি এলাকার কুখ্যাত দুষ্কৃতী সফিক মন্ডল । ভোটের মুখে ঠিক কী উদ্দেশ্যে সে বোমা মজুত করেছিল তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশের তদন্তকারী দল ।

আরও পড়ুন : চিরঞ্জিতকে 50 হাজার ভোটে হারাবে, হুঙ্কার বারাসতের বিজেপি প্রার্থীর

সম্প্রতি হাবরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা ভাস্কর কুমার দাসের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে । সেই ঘটনায় ধৃত ওই দুষ্কৃতী বোমা সাপ্লাই করেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । বোমা উদ্ধারের ঘটনায় ধৃতের সঙ্গে আর কারোর যোগ রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে । এদিকে,ধৃতকে শুক্রবার বারাসত আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে হাবরা থানার পুলিশ ।

হাবরা , 19 মার্চ : তাজা বোমা সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ । ধৃতের নাম সফিক মন্ডল । বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাবরার প্রফুল্ল নগর এলাকা থেকে হাতেনাতে ধরা হয় তাকে । ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় সে বোমা সাপ্লাই করেছিল । ফলে,এখানেও কোনও অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে ওই দুষ্কৃতী বোমা মজুত করেছিল বলে মনে করছে হাবরা থানার পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বাড়ি অশোকনগরের শ্রী কৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা গ্রামে । তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে পুলিশের খাতায় । এদিন রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে প্লাস্টিকের ব্যাগে করে এক ব্যক্তি ইতস্তত ঘোরাঘুরি করছে । সন্দেহ হওয়ায় এলাকার লোকজন খবর দেয় পুলিশে । খবর পেয়ে হাবরা থানার পুলিশের একটি টিম প্রফুল্ল নগর এলাকায় ছুটে যায় ।

ধৃত সফিক মন্ডল
ধৃত সফিক মন্ডল

খবর পেয়ে হাবরা থানার পুলিশের একটি টিম প্রফুল্ল নগর এলাকায় ছুটে যায় । ঘিরে ফেলে গোটা এলাকা । হাতেনাতে পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে । ব্যাগে তল্লাশি চালিয়ে মেলে ছ'টি তাজা বোমা । পরে জানা যায়,ধৃত ব্যক্তি এলাকার কুখ্যাত দুষ্কৃতী সফিক মন্ডল । ভোটের মুখে ঠিক কী উদ্দেশ্যে সে বোমা মজুত করেছিল তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশের তদন্তকারী দল ।

আরও পড়ুন : চিরঞ্জিতকে 50 হাজার ভোটে হারাবে, হুঙ্কার বারাসতের বিজেপি প্রার্থীর

সম্প্রতি হাবরা পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা ভাস্কর কুমার দাসের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে । সেই ঘটনায় ধৃত ওই দুষ্কৃতী বোমা সাপ্লাই করেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । বোমা উদ্ধারের ঘটনায় ধৃতের সঙ্গে আর কারোর যোগ রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে । এদিকে,ধৃতকে শুক্রবার বারাসত আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে হাবরা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.