রায়গঞ্জ, 1 এপ্রিল : ছিনতাই করতে এসে হাতেনাতে ধরে পরল এক যুবক (Man attempts theft caught by locals) । পরে গণপিটুনি দিয়ে তাকে তুলে দেওয়া হল পুলিশের হাতে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার বিননগর এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ওই অভিযুক্তকে চিকিৎসার জন্য ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
আরও পড়ুন : দামোদরে নেমে তলিয়ে গেলেন 11জন যুবক ; উদ্ধার 7, নিখোঁজ 4
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ইটাহার থানা এলাকার বাসিন্দা মধুসূদন দাস যখন দোকান খুলছিলেন সেই সময় আচমকাই ওই অভিযুক্ত যুবক মধুসূদনবাবুর হাত থেকে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে ৷ মধুসূদনবাবু বাধা দেওয়ার চেষ্টা করলে দু'জনের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ স্থানীয়রা ঘটনাটি দেখতে পেরে হাতেনাতে ধরে ফেলে ওই অভিযুক্তকে ৷ শুরু হয় গণপিটুনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ উত্তেজিত জনতার হাত থেকে ওই অভিযুক্তকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ৷