ETV Bharat / state

Durga Puja 2022: মা-বোনেরা দূর থেকে দেখেন পুজো, উমার যাবতীয় দায়িত্ব সেনবাড়ির ছেলেদেরই - পুজোর কটা দিন মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ

পুজোর ক'টা দিন মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ, পুজোর (Durga Puja) সব কাজ করেন বাড়ির পুরুষরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সেনবাড়ির (Sen Family of Raiganj) দুর্গাপুজোয় এটাই বিধান হয়ে পালিত হয়ে আসছে তিনশো বছরেরও বেশি বছর ধরে। মন্দিরের বাইরে চাতালে দাঁড়িয়ে মায়ের দর্শন করতে হয় সেন বাড়ির মা, বোনেদের। আর সেই নিয়মই মেনে চলে আসছে একদা বাংলাদেশের (Bangladesh) জমিদার বাড়ি। পরিবারে যাতে কোনও অঘটন না ঘটে সে কারণেই পরিবারের সকলেই মেনে চলছেন এই রীতি।

Durga Puja 2022
রায়গঞ্জ শহরের সেনবাড়ির দুর্গাপুজো
author img

By

Published : Sep 3, 2022, 10:21 PM IST

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর: রায়গঞ্জের সুদর্শনপুরের বাড়ির পুজোও (Sen Family's Durga Puja of Raiganj) এবার 77 বছরে পদার্পণ করল। সপ্তমী থেকে নবমী আজও বলি প্রথা চালু রয়েছে সেন বাড়ির দুর্গাপুজোয়। দুর্গাপুজোয় এই সেন বাড়ির পুজোয় অংশ নিতে পারেন না বাড়ির কোনও মহিলা। পূর্বপুরুষদের আমল থেকে হওয়া এই রীতিই আজও মেনে চলেছেন পরিবারের মহিলারা। কোনও একসময় বলি চলাকালীন পরিবারের কোনও মহিলার অঘটন ঘটে। সেই থেকেই মহিলাদের বাড়ির দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ। আর তখন থেকেই পরিবারের পুরুষরাই দুর্গাপুজোর সমস্ত কাজ করে থাকেন।

Durga Puja 2022
মা-বোনেরা দূর থেকে দেখেন পুজো

উত্তর দিনাজপুর জেলার প্রাচীন বনেদি বাড়ির পুজোর মধ্যে রায়গঞ্জ শহরের সুদর্শনপুরের সেন বাড়ির দুর্গাপুজো অন্যতম। ওপার বাংলার যশোরের জমিদার তারিণী চরণ সেনের পূর্ব পুরুষেরা দুর্গাপুজোর প্রচলন করেছিলেন বলে জানা গিয়েছে (Male Members of Raiganj Sen Family Do All Rituals)। এরপর তাঁদের বংশধর সুরেন্দ্রনাথ সেনও পুজো করেছেন বাংলাদেশেই (Bangladesh)। এখন আর বাংলাদেশে নেই জমিদারি প্রথা। সেখানকার সব পাট চুকিয়ে তাঁরা চলে এসেছেন এপার বাংলার এই রায়গঞ্জ শহরে।

মন্দিরের বাইরে চাতালে দাঁড়িয়ে মায়ের দর্শন করতে হয় সেন বাড়ির মা, বোনেদের

আরও পড়ুন: নালিকুলের সিংহবাড়িতে পুজোর জোগাড় করেন ছেলেরা, মেয়েরা থাকেন 'ছুটিতে'

যদিও সেন বাড়ির বর্তমান সদস্য ভজন সেন জানিয়েছেন, তাঁদের পুজোয় বলি হয় দেখেই মা, বোন-সহ বাড়ির মহিলারা পুজোর চারটে দিন মণ্ডপে থাকেন না। একান্নবর্তী এই সেন পরিবারের বহু সদস্যই কর্মসূত্রে এখন ভিনরাজ্যে কিন্তু পুজো শুরু হলেই সকলেই আসেন রায়গঞ্জ সুদর্শনপুরের বাড়িতে। এই সেন বাড়ির পুজো তিনশো বছর পার হলেও একবারের জন্যও বন্ধ হয়নি। এমনকী পরিবারের অনেক সদস্যের মৃত্যুও ঘটেছে তবুও কোনওদিন সেন বাড়ির দুর্গাপুজো বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন পরিবারের কর্তা ভজন সেন।

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর: রায়গঞ্জের সুদর্শনপুরের বাড়ির পুজোও (Sen Family's Durga Puja of Raiganj) এবার 77 বছরে পদার্পণ করল। সপ্তমী থেকে নবমী আজও বলি প্রথা চালু রয়েছে সেন বাড়ির দুর্গাপুজোয়। দুর্গাপুজোয় এই সেন বাড়ির পুজোয় অংশ নিতে পারেন না বাড়ির কোনও মহিলা। পূর্বপুরুষদের আমল থেকে হওয়া এই রীতিই আজও মেনে চলেছেন পরিবারের মহিলারা। কোনও একসময় বলি চলাকালীন পরিবারের কোনও মহিলার অঘটন ঘটে। সেই থেকেই মহিলাদের বাড়ির দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ। আর তখন থেকেই পরিবারের পুরুষরাই দুর্গাপুজোর সমস্ত কাজ করে থাকেন।

Durga Puja 2022
মা-বোনেরা দূর থেকে দেখেন পুজো

উত্তর দিনাজপুর জেলার প্রাচীন বনেদি বাড়ির পুজোর মধ্যে রায়গঞ্জ শহরের সুদর্শনপুরের সেন বাড়ির দুর্গাপুজো অন্যতম। ওপার বাংলার যশোরের জমিদার তারিণী চরণ সেনের পূর্ব পুরুষেরা দুর্গাপুজোর প্রচলন করেছিলেন বলে জানা গিয়েছে (Male Members of Raiganj Sen Family Do All Rituals)। এরপর তাঁদের বংশধর সুরেন্দ্রনাথ সেনও পুজো করেছেন বাংলাদেশেই (Bangladesh)। এখন আর বাংলাদেশে নেই জমিদারি প্রথা। সেখানকার সব পাট চুকিয়ে তাঁরা চলে এসেছেন এপার বাংলার এই রায়গঞ্জ শহরে।

মন্দিরের বাইরে চাতালে দাঁড়িয়ে মায়ের দর্শন করতে হয় সেন বাড়ির মা, বোনেদের

আরও পড়ুন: নালিকুলের সিংহবাড়িতে পুজোর জোগাড় করেন ছেলেরা, মেয়েরা থাকেন 'ছুটিতে'

যদিও সেন বাড়ির বর্তমান সদস্য ভজন সেন জানিয়েছেন, তাঁদের পুজোয় বলি হয় দেখেই মা, বোন-সহ বাড়ির মহিলারা পুজোর চারটে দিন মণ্ডপে থাকেন না। একান্নবর্তী এই সেন পরিবারের বহু সদস্যই কর্মসূত্রে এখন ভিনরাজ্যে কিন্তু পুজো শুরু হলেই সকলেই আসেন রায়গঞ্জ সুদর্শনপুরের বাড়িতে। এই সেন বাড়ির পুজো তিনশো বছর পার হলেও একবারের জন্যও বন্ধ হয়নি। এমনকী পরিবারের অনেক সদস্যের মৃত্যুও ঘটেছে তবুও কোনওদিন সেন বাড়ির দুর্গাপুজো বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন পরিবারের কর্তা ভজন সেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.