রায়গঞ্জ, 8 মার্চ : চুল দান করে মানবিকতার নজির গড়লেন রায়গঞ্জের 25 বছরের যুবতি ৷ নাম মধুরিমা কর ৷ রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা তিনি ৷ ক্যানসার পীড়িতদের জন্য আজ আন্তর্জাতিক নারী দিবসে চুল দান করেন তিনি ৷
সৌন্দর্যের অন্যতম অংশ চুল ৷ সেকথা বলাই যায়। তবে কেউ ক্যানসারে আক্রান্ত হলে সৌন্দর্যের সেই চুল-ই একে একে ঝরতে থাকে। কেমোথেরাপি শুরু হলেই উঠতে শুরু করে মাথার চুল ৷ আর চুল কিনে লাগানোটা যথেষ্ট ব্যয়সাধ্য। যার খরচ অনেকেই বহন করতে পারেন না। ক্যানসার আক্রান্তদের কথা মাথায় রেখেই মুম্বইয়ের একটি সংস্থা তৈরি করছে উইগ অর্থাৎ পরচুলা ৷ আর এই ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়িয়ে উইগ তৈরির জন্য স্বেচ্ছায় নিজের লম্বা চুল কেটে দান করলেন মধুরিমা ।
প্রয়াস ক্ষুদ্র হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । ওই স্বেচ্ছাসেবী সংস্থারই সদস্য মধুরিমা । তিনি জানান, " মানুষের জন্য কিছু করতে পেরেছি এটা ভেবেই খুব ভালো লাগছে ৷ "