ETV Bharat / state

লকডাউন অমান্য করেই চলছে বাজার, নেই সামাজিক দূরত্ব

লকডাউন অমান্য করে বহু মানুষের সমাগম উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার টুঙিদীঘি বাজারে । মানা হলোনা কোনও সামাজিক দূরত্ব।

ছবি
ছবি
author img

By

Published : Apr 9, 2020, 2:34 PM IST

রায়গঞ্জ, 9 এপ্রিল : লকডাউন অমান্য করে বহু মানুষের সমাগম উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার টুঙিদিঘি বাজারে । মানা হল না কোনও সামাজিক দূরত্ব। নজর নেই প্রশাসনের।

জেলা সদর বা জেলার ব্লক সদরগুলিতে পুলিশ প্রশাসনের নজরদারিতে লকডাউন চললেও গ্রামীণ এলাকার হাট বা বাজারগুলিতে লকডাউন ভেঙেই চলছে মানুষের সমাগম । সামাজিক দূরত্ব না মেনেই একে অন্যের গা ঘেঁষে করছে বাজার । অথচ নজর নেই পুলিশ প্রশাসনের । বিভিন্ন এলাকা থেকে বহু মানুষের এই সমাগম কোরোনা সংক্রমণের মোকাবিলায় বাধা হয়ে দাঁড়িয়েছে ।

এর আগেও রায়গঞ্জের একাধিক এলাকায় এই চিত্র দেখা গেছে । শুধু বাজার নয় , বারবার বারণ করা সত্ত্বেও দেখা গেছে একাংশ মানুষ রাস্তায় ঘুরছে । যার কারণে গাড়ি বাজেয়াপ্ত করতেও দেখা গেছিল জেলা প্রশাসনের তরফে । অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকায় বাজেয়াপ্ত করা হয়েছিল গাড়ি । এমনকী বিভিন্ন রাস্তায় টোটোর চাকার হাওয়া পর্যন্ত খুলে ফেলা হয় । এরপরও হুঁশ ফেরেনি জনগণের । আজও দেখা গেল সেই একই ছবি ।

রায়গঞ্জ, 9 এপ্রিল : লকডাউন অমান্য করে বহু মানুষের সমাগম উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার টুঙিদিঘি বাজারে । মানা হল না কোনও সামাজিক দূরত্ব। নজর নেই প্রশাসনের।

জেলা সদর বা জেলার ব্লক সদরগুলিতে পুলিশ প্রশাসনের নজরদারিতে লকডাউন চললেও গ্রামীণ এলাকার হাট বা বাজারগুলিতে লকডাউন ভেঙেই চলছে মানুষের সমাগম । সামাজিক দূরত্ব না মেনেই একে অন্যের গা ঘেঁষে করছে বাজার । অথচ নজর নেই পুলিশ প্রশাসনের । বিভিন্ন এলাকা থেকে বহু মানুষের এই সমাগম কোরোনা সংক্রমণের মোকাবিলায় বাধা হয়ে দাঁড়িয়েছে ।

এর আগেও রায়গঞ্জের একাধিক এলাকায় এই চিত্র দেখা গেছে । শুধু বাজার নয় , বারবার বারণ করা সত্ত্বেও দেখা গেছে একাংশ মানুষ রাস্তায় ঘুরছে । যার কারণে গাড়ি বাজেয়াপ্ত করতেও দেখা গেছিল জেলা প্রশাসনের তরফে । অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকায় বাজেয়াপ্ত করা হয়েছিল গাড়ি । এমনকী বিভিন্ন রাস্তায় টোটোর চাকার হাওয়া পর্যন্ত খুলে ফেলা হয় । এরপরও হুঁশ ফেরেনি জনগণের । আজও দেখা গেল সেই একই ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.