ETV Bharat / state

অত্যাবশ্যক পণ্য পরিষেবায় কর্মরত লরির চালক-খালাসিদের খাবার বিলি রায়গঞ্জে

রায়গঞ্জের 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী লরিগুলির চালক ও খালাসিদের হাতে শুকনো খাবার এবং পানীয় জলের বোতল তুলে দিলেন জেলার INTTUC সভাপতি অরিন্দম সরকার ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 13, 2020, 4:14 PM IST

রায়গঞ্জ, 13 এপ্রিল : লকডাউনের জেরে স্তব্ধ স্বাভাবিক জনজীবন । শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা জারি রয়েছে । কিন্তু এই পণ্য পরিবহন পরিষেবার কাজে গিয়ে সমস্যায় পড়েছেন লরির চালক, খালাসিরা। পথ বেরিয়ে মিলছে না খাবার বা জল। বন্ধ রয়েছে সমস্ত হোটেল-রেস্তরাঁ। এই পরিস্থিতিতে জরুরি পরিষেবায় যুক্ত এই মানুষজনের পাশে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলার INTTUC সভাপতি অরিন্দম সরকার। শুকনো খাবার ও পানীয় জলের বোতল তুলে দিলেন তাঁদের হাতে ।

আজ রায়গঞ্জের রুপাহার এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী লরিগুলিকে দাঁড় করিয়ে চালক ও খালাসিদের হাতে শুকনো খাবার এবং পানীয় জলের বোতল তুলে দিলেন অরিন্দম সরকার । এবিষয়ে, INTTUC-র জেলা সভাপতি বলেন, "জীবনের ঝুঁকি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিষেবা দিয়ে যাচ্ছে এই মানুষজন । রাস্তা-ঘাটে কোথাও খাবার পাওয়ারও সুযোগ নেই এখন । আধপেটা হয়েই লরি চালাচ্ছেন । এঁদের কথা কেউ ভাবছেন না । তাই আজ এই লরির চালক-খালাসিদের হাতে কিছু খাবার তুলে দেওয়া হল ।"

খাবার পেয়ে খুশি লরির চালক-খালাসিরাও । জয়দেব বর্মণ নামে এক লরির চালক বলেন, "লকডাউনের জেরে সব বন্ধ । এই খাবার পেয়ে অনেক উপকার হল ।"

রায়গঞ্জ, 13 এপ্রিল : লকডাউনের জেরে স্তব্ধ স্বাভাবিক জনজীবন । শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা জারি রয়েছে । কিন্তু এই পণ্য পরিবহন পরিষেবার কাজে গিয়ে সমস্যায় পড়েছেন লরির চালক, খালাসিরা। পথ বেরিয়ে মিলছে না খাবার বা জল। বন্ধ রয়েছে সমস্ত হোটেল-রেস্তরাঁ। এই পরিস্থিতিতে জরুরি পরিষেবায় যুক্ত এই মানুষজনের পাশে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলার INTTUC সভাপতি অরিন্দম সরকার। শুকনো খাবার ও পানীয় জলের বোতল তুলে দিলেন তাঁদের হাতে ।

আজ রায়গঞ্জের রুপাহার এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী লরিগুলিকে দাঁড় করিয়ে চালক ও খালাসিদের হাতে শুকনো খাবার এবং পানীয় জলের বোতল তুলে দিলেন অরিন্দম সরকার । এবিষয়ে, INTTUC-র জেলা সভাপতি বলেন, "জীবনের ঝুঁকি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিষেবা দিয়ে যাচ্ছে এই মানুষজন । রাস্তা-ঘাটে কোথাও খাবার পাওয়ারও সুযোগ নেই এখন । আধপেটা হয়েই লরি চালাচ্ছেন । এঁদের কথা কেউ ভাবছেন না । তাই আজ এই লরির চালক-খালাসিদের হাতে কিছু খাবার তুলে দেওয়া হল ।"

খাবার পেয়ে খুশি লরির চালক-খালাসিরাও । জয়দেব বর্মণ নামে এক লরির চালক বলেন, "লকডাউনের জেরে সব বন্ধ । এই খাবার পেয়ে অনেক উপকার হল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.