রায়গঞ্জ, 11 মে : জাতীয় সড়কে দাঁড়িয়েছিল লরিটি । সন্দেহ হয় স্থানীয়দের । লরির কাছে যেতেই দেখেন, ভিতরে বসে আছেন শ্রমিকরা । তখনই বাধা দেওয়া হয় । জাতীয় সড়কেই লরিটিকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় । রায়গঞ্জের জেলখানা মোড়ের ঘটনা ।
জেলখানা মোড়ে দাঁড়িয়ে থাকা ওই লরিতে 60 জন শ্রমিক ছিলেন । তাঁরা চার মাস আগে লখনউয়ে একটি সেলাই কম্পানিতে কাজ করতে গেছিলেন । লকডাউন শুরু হওয়ায় তাঁরা সেখানেই আটকে পড়েন । কাজকর্মও বন্ধ হয়ে যায় । ফলে, চরম সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের । তাই কোনও উপায় না পেয়ে কম্পানির একটি কাগজ দেখিয়ে লরি ভাড়া করেন তাঁরা । তারপর সোজা বাড়ি পৌঁছাতে উত্তর দিনাজপুরের উদ্দেশে রওনা দেন । ওই শ্রমিকরা রায়গঞ্জ মহকুমা, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, মহারাজা এলাকার ।
আজ সকালে রায়গঞ্জের জেলাখানা মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়েছিল লরিটি । তখনই স্থানীয়দের সন্দেহ হয় । তাঁরা গিয়ে দেখেন, ভিতরে শ্রমিকরা বসে আছেন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ । তাদের তরফে পুরো বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানো হয় । তবে, এই ঘটনায় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, লকডাউনের এত কড়া নজরদারির পরও 60 জনকে নিয়ে একটি লরি লখনউ থেকে রাজ্যে এল কীভাবে ?