ETV Bharat / state

কোরোনা সংক্রমণ আটকাতে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ স্থানীয়দের - local people close the road

রায়গঞ্জ ও হেমতাবাদ থেকে মোট তিনজন কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে । আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জে । এই অবস্থায় বহিরাগতদের প্রবেশ রুখতে পাড়ায় ঢোকার রাস্তার মুখ বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিলেন বাসিন্দারা ।

aa
সংক্রমণ আটকাতে
author img

By

Published : May 12, 2020, 1:39 PM IST

রায়গঞ্জ, 12 মে: কোরোনা সংক্রমণ রুখতে বাঁশের ব্য়ারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা । অন্য এলাকা থেকে কোনও অচেনা ব্যক্তিকে ওয়ার্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না । রায়গঞ্জ ও হেমতাবাদে কোরোনা আক্রান্তের খোঁজ মেলার পর এই সিদ্ধান্ত নেন এলাকাবাসী ।

শনিবার রায়গঞ্জ ব্লকের শ্যামপুর ও শেরপুর এবং হেমতাবাদ ব্লকের রনহোট্টা গ্রামের মোট তিনজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস পাওয়া যায় । এরপর রায়গঞ্জ মহকুমা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । কালিয়াগঞ্জের সাত নম্বর ওয়ার্ডের গুপ্তপাড়া মোড় দিয়ে পালপাড়া হয়ে বুড়িপুকুর এবং পাশের আট নম্বর ওয়ার্ডের ফুলতলা কলোনি ও শেঠ কলোনির একাংশ মানুষ চলাচল করেন । এই এলাকার বাসিন্দাদের একটি অংশ ভিন জেলা ও অন্য রাজ্যেও কাজ করেন । ঘটনায় চিন্তিত হয়ে পালপাড়ার বাসিন্দারা গতকাল পাড়ার রাস্তার সামনে বাঁশের ব্যারিকেড দিয়েছেন ।

ওয়ার্ডের কাউন্সিলর অমিত দেবগুপ্ত জানিয়েছেন, "কোরোনার হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য পালপাড়ার মানুষ এই সিদ্ধান্ত নিয়েছেন । তাঁরা এলাকায় বাঁশের ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দিয়েছেন ।" শনিবারের আগে পর্যন্ত গ্রিন জ়োনে ছিল উত্তর দিনাজপুর । তবে সেই তকমা মুছেছে । রায়গঞ্জ ও হেমতাবাদ থেকে মোট তিনজন কোরোনা আক্রান্ত হয়েছেন ।

রায়গঞ্জ, 12 মে: কোরোনা সংক্রমণ রুখতে বাঁশের ব্য়ারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা । অন্য এলাকা থেকে কোনও অচেনা ব্যক্তিকে ওয়ার্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না । রায়গঞ্জ ও হেমতাবাদে কোরোনা আক্রান্তের খোঁজ মেলার পর এই সিদ্ধান্ত নেন এলাকাবাসী ।

শনিবার রায়গঞ্জ ব্লকের শ্যামপুর ও শেরপুর এবং হেমতাবাদ ব্লকের রনহোট্টা গ্রামের মোট তিনজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস পাওয়া যায় । এরপর রায়গঞ্জ মহকুমা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । কালিয়াগঞ্জের সাত নম্বর ওয়ার্ডের গুপ্তপাড়া মোড় দিয়ে পালপাড়া হয়ে বুড়িপুকুর এবং পাশের আট নম্বর ওয়ার্ডের ফুলতলা কলোনি ও শেঠ কলোনির একাংশ মানুষ চলাচল করেন । এই এলাকার বাসিন্দাদের একটি অংশ ভিন জেলা ও অন্য রাজ্যেও কাজ করেন । ঘটনায় চিন্তিত হয়ে পালপাড়ার বাসিন্দারা গতকাল পাড়ার রাস্তার সামনে বাঁশের ব্যারিকেড দিয়েছেন ।

ওয়ার্ডের কাউন্সিলর অমিত দেবগুপ্ত জানিয়েছেন, "কোরোনার হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য পালপাড়ার মানুষ এই সিদ্ধান্ত নিয়েছেন । তাঁরা এলাকায় বাঁশের ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দিয়েছেন ।" শনিবারের আগে পর্যন্ত গ্রিন জ়োনে ছিল উত্তর দিনাজপুর । তবে সেই তকমা মুছেছে । রায়গঞ্জ ও হেমতাবাদ থেকে মোট তিনজন কোরোনা আক্রান্ত হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.