ETV Bharat / state

বিদ্যুৎহীন রায়গঞ্জের কোরোনা হাসপাতাল, বিক্ষোভ চিকিৎসাধীন রোগীদের

সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ লোডশেডিং হয়ে রায়গঞ্জের কোরোনা হাসপাতাল । বিদ্যুৎ পরিষেবা ফেরানোর জন্য কোনও বিকল্প ব্যবস্থা কাজ না করায় অন্ধকারে পরিণত হয় হাসপাতাল ৷

রায়গঞ্জ
রায়গঞ্জ
author img

By

Published : Jul 25, 2020, 2:55 AM IST

রায়গঞ্জ, 25 জুলাই : লোডশেডিংয়ের কারণে প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎহীন থাকল রায়গঞ্জের কোরোনা হাসপাতল । আর এনিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিল রায়গঞ্জের কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ না থাকায় উত্তেজনা ছড়ায় রোগীদের মধ্যে ৷ অবশেষে ডাকা হয় বিদ্যুৎমিস্ত্রীকে ৷ তারপরই প্রায় তিন ঘণ্টা পর বিদ্যুৎ ফেরে হাসপাতালে ৷ রায়গঞ্জের কর্ণজোড়া কালীবাড়ি এলাকার কোরোনা হাসপাতালে ঘটনা ৷

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ লোডশেডিং হয়ে ওই হাসপাতালে । বিদ্যুৎ পরিষেবা ফেরানোর জন্য কোনও বিকল্প ব্যবস্থা কাজ না করায় অন্ধকারে পরিণত হয় হাসপাতাল ৷ এরপরই বিদ্যুৎতের দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন চিকিৎসাধীন কোরোনায় আক্রান্ত রোগীরা। এরপর প্রায় তিন ঘণ্টা বাদে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে দীর্ঘদিন ধরেই মাঝেমধ্যে ওই হাসপাতালে জেনারেটর বিকল হয়ে যায় ৷ যে কারণে সমস্যায় পড়তে হয়েছে রোগীদের ৷ তবে গতকাল কী সমস্যা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এবিষয়ে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ওই কোরোনা হাসপাতালে কী হয়েছিল তানিয়ে আমরা তদারকি করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

রায়গঞ্জ, 25 জুলাই : লোডশেডিংয়ের কারণে প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎহীন থাকল রায়গঞ্জের কোরোনা হাসপাতল । আর এনিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিল রায়গঞ্জের কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ না থাকায় উত্তেজনা ছড়ায় রোগীদের মধ্যে ৷ অবশেষে ডাকা হয় বিদ্যুৎমিস্ত্রীকে ৷ তারপরই প্রায় তিন ঘণ্টা পর বিদ্যুৎ ফেরে হাসপাতালে ৷ রায়গঞ্জের কর্ণজোড়া কালীবাড়ি এলাকার কোরোনা হাসপাতালে ঘটনা ৷

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ লোডশেডিং হয়ে ওই হাসপাতালে । বিদ্যুৎ পরিষেবা ফেরানোর জন্য কোনও বিকল্প ব্যবস্থা কাজ না করায় অন্ধকারে পরিণত হয় হাসপাতাল ৷ এরপরই বিদ্যুৎতের দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন চিকিৎসাধীন কোরোনায় আক্রান্ত রোগীরা। এরপর প্রায় তিন ঘণ্টা বাদে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে দীর্ঘদিন ধরেই মাঝেমধ্যে ওই হাসপাতালে জেনারেটর বিকল হয়ে যায় ৷ যে কারণে সমস্যায় পড়তে হয়েছে রোগীদের ৷ তবে গতকাল কী সমস্যা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এবিষয়ে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ওই কোরোনা হাসপাতালে কী হয়েছিল তানিয়ে আমরা তদারকি করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.