ETV Bharat / state

কোরোনা আক্রান্ত সন্দেহে রায়গঞ্জের হাসপাতালে ভরতি মহিলা

দু'দিন আগেই এক বিয়ের অনুষ্ঠানে সৌদি আরবের কাতার থেকে আসা এক যুবকের সঙ্গে আলাপ হয় মহিলার ৷ এরপর থেকেই তার শারীরিক সমস্যা দেখা দেয় ৷

Corona
ছবি
author img

By

Published : Mar 16, 2020, 3:26 PM IST

রায়গঞ্জ, 16 মার্চ : কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হলেন এক মহিলা । গতরাতেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই মহিলা হাসপাতালে ভরতি হয়েছেন বলে জানা গেছে ৷ তাঁকে হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের একটি ঘরে রাখা হয়েছে ।

রাজ্য সরকারের নির্দেশে রায়গঞ্জ মেডিকেল কলেজে কোরোনা সন্দেহে ভরতি রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হলেও ওয়ার্ডটি এখনও বাইরে থেকে তালা বন্ধ হয়ে আছে । ফলে, আজ সকালেও ওই মহিলাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা সম্ভব হয়নি ।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কোনও নির্দেশ না পাওয়ায় তাঁকে আলাদা ঘরে রাখা হয়েছে। তবে ওই ঘরেই তাঁকে অক্সিজেন ও নিবুলাইজ়ার দেওয়া হয়েছে ।

মহিলার স্বামী জানিয়েছেন, দু'দিন আগেই এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই দম্পতি ৷ সেই বিয়েতে সৌদি আরবের কাতার থেকে আসা এক যুবকও নিমন্ত্রিত ছিলেন । তাঁর সঙ্গে ওই মহিলা অনেকক্ষণ ধরে কথা বলেছিলেন । আর তারপর থেকেই মহিলার শারীরিক সমস্যা দেখা দেয় ৷

জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে এবিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, " ওই মহিলার পরীক্ষা ও চিকিৎসার ব্যাপারে সবরকম ব্যবস্থা ও সতর্কতা নেওয়া হচ্ছে ।"

রায়গঞ্জ, 16 মার্চ : কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হলেন এক মহিলা । গতরাতেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই মহিলা হাসপাতালে ভরতি হয়েছেন বলে জানা গেছে ৷ তাঁকে হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের একটি ঘরে রাখা হয়েছে ।

রাজ্য সরকারের নির্দেশে রায়গঞ্জ মেডিকেল কলেজে কোরোনা সন্দেহে ভরতি রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হলেও ওয়ার্ডটি এখনও বাইরে থেকে তালা বন্ধ হয়ে আছে । ফলে, আজ সকালেও ওই মহিলাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা সম্ভব হয়নি ।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কোনও নির্দেশ না পাওয়ায় তাঁকে আলাদা ঘরে রাখা হয়েছে। তবে ওই ঘরেই তাঁকে অক্সিজেন ও নিবুলাইজ়ার দেওয়া হয়েছে ।

মহিলার স্বামী জানিয়েছেন, দু'দিন আগেই এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই দম্পতি ৷ সেই বিয়েতে সৌদি আরবের কাতার থেকে আসা এক যুবকও নিমন্ত্রিত ছিলেন । তাঁর সঙ্গে ওই মহিলা অনেকক্ষণ ধরে কথা বলেছিলেন । আর তারপর থেকেই মহিলার শারীরিক সমস্যা দেখা দেয় ৷

জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে এবিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, " ওই মহিলার পরীক্ষা ও চিকিৎসার ব্যাপারে সবরকম ব্যবস্থা ও সতর্কতা নেওয়া হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.