ETV Bharat / state

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ল্যাব কর্মীর দেহ উদ্ধার - Raiganj University

গতকাল বিধানসভা ভোটের থার্ড পোলিং অফিসার হিসেবে যোগ দেওয়ার নিয়োগপত্র আসে রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা সুধীর সরকারের । তারপর থেকেই হাই সুগারের রোগী সুধীর সরকার আতঙ্কে ভুগছিলেন বলে অনুমান ।

আত্মঘাতী ল্যাব কর্মী
আত্মঘাতী ল্যাব কর্মী
author img

By

Published : Feb 20, 2021, 11:41 AM IST

রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরি ল্যাবে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ । পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেন সুধীর সরকার নামে ওই ব্যাক্তি । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রায়গঞ্জ থানার পুলিশ ।

সকলের প্রিয় সেরি ল্যাব কর্মী সুধীর সরকারের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে । গতকালই বিধানসভা ভোটের থার্ড পোলিং অফিসার হিসেবে যোগ দেওয়ার নিয়োগপত্র আসে রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা সুধীর সরকারের । তারপর থেকেই হাই সুগারের রোগী সুধীর সরকার আতঙ্কে ভুগছিলেন বলে অনুমান । সুধীর বাবুর ছেলে শুভঙ্কর সরকার জানান, ভোটের ডিউটির কাগজ আসার পর থেকে খুব চিন্তায় ছিলেন তাঁর বাবা । প্রতিদিনের মতো শুক্রবারও বেলা 10 টা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আসেন সুধীরবাবু । রাত্রি আটটা বাজলেও বাড়ি না ফেরায়, ছেলে শুভঙ্কর বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিতে আসেন । বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে সেরি ল্যাবে গিয়ে বাবার ঝুলন্ত দেহ দেখেন তিনি ।
আরও পড়ুন : 'দিদির দূত' নিয়ে হেমতাবাদে প্রচার তৃণমূলের

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তপন নাগ জানিয়েছেন, "খুবই মর্মান্তিক ঘটনা । ভোটের ডিউটি আসার পর থেকেই টেনশনে ছিলেন তিনি । দু-একজনকে নাম কাটাবার জন্য বলেও ছিলেন । আগামী 25 ফেব্রুয়ারি তাঁর ট্রেনিং ছিল।"

রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরি ল্যাবে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ । পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেন সুধীর সরকার নামে ওই ব্যাক্তি । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রায়গঞ্জ থানার পুলিশ ।

সকলের প্রিয় সেরি ল্যাব কর্মী সুধীর সরকারের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে । গতকালই বিধানসভা ভোটের থার্ড পোলিং অফিসার হিসেবে যোগ দেওয়ার নিয়োগপত্র আসে রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা সুধীর সরকারের । তারপর থেকেই হাই সুগারের রোগী সুধীর সরকার আতঙ্কে ভুগছিলেন বলে অনুমান । সুধীর বাবুর ছেলে শুভঙ্কর সরকার জানান, ভোটের ডিউটির কাগজ আসার পর থেকে খুব চিন্তায় ছিলেন তাঁর বাবা । প্রতিদিনের মতো শুক্রবারও বেলা 10 টা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আসেন সুধীরবাবু । রাত্রি আটটা বাজলেও বাড়ি না ফেরায়, ছেলে শুভঙ্কর বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিতে আসেন । বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে সেরি ল্যাবে গিয়ে বাবার ঝুলন্ত দেহ দেখেন তিনি ।
আরও পড়ুন : 'দিদির দূত' নিয়ে হেমতাবাদে প্রচার তৃণমূলের

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তপন নাগ জানিয়েছেন, "খুবই মর্মান্তিক ঘটনা । ভোটের ডিউটি আসার পর থেকেই টেনশনে ছিলেন তিনি । দু-একজনকে নাম কাটাবার জন্য বলেও ছিলেন । আগামী 25 ফেব্রুয়ারি তাঁর ট্রেনিং ছিল।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.