ETV Bharat / state

কালবৈশাখীতে লণ্ডভণ্ড উত্তর দিনাজপুরের একাংশ - গোয়ালপোখর

প্রবল ঝড় আর বৃষ্টির কারণে রবিবার সকালে চাকুলিয়ার কালারাম, হাটওয়ার, মনোড়া ও গোয়ালপোখর ব্লকের ফুলবাড়ি, সাহাপুর সহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের টিনের চাল উড়ে যাওয়ার পাশাপাশি একাধিক গাছ ভেঙে পরে ।

কালবৈশাখীতে লণ্ডভণ্ড উত্তর দিনাজপুরের একাংশ
কালবৈশাখীতে লণ্ডভণ্ড উত্তর দিনাজপুরের একাংশ
author img

By

Published : May 10, 2021, 8:07 AM IST

রায়গঞ্জ, 10 মে : কালবৈশাখীর ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে তছনছ হল চাকুলিয়া ও গোয়ালপোখর ব্লকের বিভিন্ন গ্রাম । প্রবল ঝড় আর বৃষ্টির কারণে রবিবার সকালে চাকুলিয়ার কালারাম, হাটওয়ার, মনোড়া ও গোয়ালপোখর ব্লকের ফুলবাড়ি, সাহাপুর সহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের টিনের চাল উড়ে যাওয়ার পাশাপাশি একাধিক গাছ ভেঙে পরে ।

রবিবার সকাল থেকে রৌদ্রজ্বল ঝলমলে দিন শুরু হলেও বেলা সাড়ে দশটা নাগাদ আচমকাই আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় ৷ এরপরই শুরু প্রবল ঝড় আর বৃষ্টি । এই কালবৈশাখীর ঝড়ে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ও গোয়ালপোখর ব্লকের বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।

আরও পড়ুন : মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

প্রচুর গাছ উপড়ে পড়ে যায় । ঝড়ের দাপট এতটাই ছিল যা ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে চলে যায় । ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন খোলা আকাশের নিচে দিনযাপন করছেন ওই সব এলাকার মানুষরা । স্থানীয় প্রশাসনের দেখা নেই বলে অভিযোগ করে গ্রামবাসীরা ।

রায়গঞ্জ, 10 মে : কালবৈশাখীর ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে তছনছ হল চাকুলিয়া ও গোয়ালপোখর ব্লকের বিভিন্ন গ্রাম । প্রবল ঝড় আর বৃষ্টির কারণে রবিবার সকালে চাকুলিয়ার কালারাম, হাটওয়ার, মনোড়া ও গোয়ালপোখর ব্লকের ফুলবাড়ি, সাহাপুর সহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের টিনের চাল উড়ে যাওয়ার পাশাপাশি একাধিক গাছ ভেঙে পরে ।

রবিবার সকাল থেকে রৌদ্রজ্বল ঝলমলে দিন শুরু হলেও বেলা সাড়ে দশটা নাগাদ আচমকাই আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় ৷ এরপরই শুরু প্রবল ঝড় আর বৃষ্টি । এই কালবৈশাখীর ঝড়ে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ও গোয়ালপোখর ব্লকের বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।

আরও পড়ুন : মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

প্রচুর গাছ উপড়ে পড়ে যায় । ঝড়ের দাপট এতটাই ছিল যা ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে চলে যায় । ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন খোলা আকাশের নিচে দিনযাপন করছেন ওই সব এলাকার মানুষরা । স্থানীয় প্রশাসনের দেখা নেই বলে অভিযোগ করে গ্রামবাসীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.