ETV Bharat / state

4 কোটি টাকার বেআইনি সোনা সহ গ্রেপ্তার 3 পাচারকারী - রামগঞ্জ ফাঁড়ি

মঙ্গলবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ নাকা চেকিংয়ের সময় একটি অটোরিকশা আটক করে ৷ অটোটিতে কোনো নম্বর প্লেট ছিল না বলে জানা গিয়েছে ৷ অটচোয় চালক ছাড়াও দু’জন যাত্রী ছিল ৷

islampur_police_recover_4_corer_rupees_gold_also_3_smugler_arrested
4 কোটি টাকার বেআইনি সোনা সহ গ্রেপ্তার 3 পাচারকারী
author img

By

Published : Nov 4, 2020, 11:00 PM IST

রায়গঞ্জ, ৪ নভেম্বর : উত্তর দিনাজপুরে প্রায় 4 কোটি টাকার বেআইনি সোনার বাট সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করল ইসলাপুর থানার পুলিশ ৷ ধৃতদের 2 জনের বাড়ি মহারাষ্ট্রে ৷ আরেক জনের বাড়ি জলপাইগুড়ির ভক্তিনগরের ৷ আজ ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ নাকা চেকিংয়ের সময় একটি অটোরিকশা আটক করে ৷ অটোটিতে কোনো নম্বর প্লেট ছিল না বলে জানা গিয়েছে ৷ অয়োট চালক ছাড়াও দু’জন যাত্রী ছিল ৷ পুলিশ তল্লাশি চালিয়ে ওই দু’জনের কাছ থেকে 166 গ্রাম ওজনের 50টি সোনার বাচ উদ্ধার করে ৷ সোনাগুলির মোট ওজন 8 কেজি 300 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য় প্রায় 4 কোটি টাকা ৷ ইসলামপুরের পুলিশ সুপার সচিন মক্কর জানিয়েছেন, মঙ্গলবার রাতে রামগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় একটি নতুন নম্বর বিহীন অটোরিকশা আটকানো হয় ৷ পুলিশ অটোর চালক রেজাউল আলিকে জিজ্ঞাসাবাদ করলে, সে পুলিশকে জানায়, নতুন এই অটোরিকশা শিলিগুড়ি থেকে কিনে মালদাতে ডেলিভারি দিতে যাচ্ছে । সঙ্গে দু’জন যাত্রীকেও মালদায় নিয়ে যাচ্ছে ৷ তবে, বাস বা অন্য় দূরপাল্লার গাড়ি ছেড়ে অটোয় মালদা যাওয়ার বিষয়টি সন্দেহজনক বলে মনে হওয়ায় অটোর তল্লাশি চালায় পুলিশ ৷ তল্লাশিতেই ওই সোনার বাটগুলি উদ্ধার হয় ৷

বিপুল পরিমাণ এই সোনা কোথায় পাচার করা হচ্ছিল এবং এই ঘটনার সাথে আর কোনও পাচারচক্র জড়িত আছে কি না? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রায়গঞ্জ, ৪ নভেম্বর : উত্তর দিনাজপুরে প্রায় 4 কোটি টাকার বেআইনি সোনার বাট সহ 3 পাচারকারীকে গ্রেপ্তার করল ইসলাপুর থানার পুলিশ ৷ ধৃতদের 2 জনের বাড়ি মহারাষ্ট্রে ৷ আরেক জনের বাড়ি জলপাইগুড়ির ভক্তিনগরের ৷ আজ ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ নাকা চেকিংয়ের সময় একটি অটোরিকশা আটক করে ৷ অটোটিতে কোনো নম্বর প্লেট ছিল না বলে জানা গিয়েছে ৷ অয়োট চালক ছাড়াও দু’জন যাত্রী ছিল ৷ পুলিশ তল্লাশি চালিয়ে ওই দু’জনের কাছ থেকে 166 গ্রাম ওজনের 50টি সোনার বাচ উদ্ধার করে ৷ সোনাগুলির মোট ওজন 8 কেজি 300 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য় প্রায় 4 কোটি টাকা ৷ ইসলামপুরের পুলিশ সুপার সচিন মক্কর জানিয়েছেন, মঙ্গলবার রাতে রামগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় একটি নতুন নম্বর বিহীন অটোরিকশা আটকানো হয় ৷ পুলিশ অটোর চালক রেজাউল আলিকে জিজ্ঞাসাবাদ করলে, সে পুলিশকে জানায়, নতুন এই অটোরিকশা শিলিগুড়ি থেকে কিনে মালদাতে ডেলিভারি দিতে যাচ্ছে । সঙ্গে দু’জন যাত্রীকেও মালদায় নিয়ে যাচ্ছে ৷ তবে, বাস বা অন্য় দূরপাল্লার গাড়ি ছেড়ে অটোয় মালদা যাওয়ার বিষয়টি সন্দেহজনক বলে মনে হওয়ায় অটোর তল্লাশি চালায় পুলিশ ৷ তল্লাশিতেই ওই সোনার বাটগুলি উদ্ধার হয় ৷

বিপুল পরিমাণ এই সোনা কোথায় পাচার করা হচ্ছিল এবং এই ঘটনার সাথে আর কোনও পাচারচক্র জড়িত আছে কি না? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.