ETV Bharat / state

হেমতাবাদকে আবর্জনা মুক্ত করতে উদ্যোগ ব্লক প্রশাসনের - উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকে যত্রতত্র পড়ে আবর্জনা ৷ আর তার থেকে হওয়া দূষণে অসুস্থ হয়ে পড়ছেন হেমতাবাদের মানুষজন ৷ এই সমস্যার সমাধানে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সব পঞ্চায়েতের প্রধানদের তলব করা হয় বিডিও অফিসে ৷ যেখানে প্রতিটি গ্রামে পরিচ্ছন্নতা বজায় রাখতে গ্রামপঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

Initiative of block administration to make Hematabad garbage free in covid situation
হেমতাবাদকে আবর্জনা মুক্ত করতে উদ্যোগ ব্লক প্রশাসনের
author img

By

Published : Jun 2, 2021, 3:19 PM IST

রায়গঞ্জ, 2 জুন : নোংরা আবর্জনার স্তূপ থেকে বাড়ছে দূষণ, ছড়াচ্ছে বিভিন্ন রোগের জীবাণু । যা থেকে অসুস্থ হচ্ছে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই । তারই প্রতিকারে উদ্যোগী হল উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক প্রশাসন । নোংরা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা এবং পরিচ্ছন্নতা বজায় রেখে দূষণমুক্ত হেমতাবাদ গড়ে তুলতে বুধবার ব্লক অফিসে বিডিও লক্ষ্মীকান্ত রায়ের নেতৃত্বে একটি প্রশাসনিক বৈঠক হয় । সেখানেই হেমতাবাদ পঞ্চায়েত সমিতি সহ প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হল, যাতে হেমতাবাদ ব্লকের সমস্ত আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হয় ৷

আরও পড়ুন : কোভিড হাসপাতালে যত্রতত্র নোংরা আবর্জনা, প্রতিবাদ বিক্ষোভ 100 জন নার্সের

হেমতাবাদ ব্লক জুড়ে যত্রতত্র জমে রয়েছে নোংরা আবর্জনার স্তূপ । করোনার আবহেও নোংরা আবর্জনা থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দূষণ । ফলে ব্লকে বাড়ছে নানা রোগের প্রকোপ। বহু মানুষ দূষণের কারণে অসুস্থ হয়ে পড়ছেন ৷ হেমতাবাদ ব্লকের এই জ্বলন্ত সমস্যার সমাধান করতে এগিয়ে এল ব্লক প্রশাসন । হেমতাবাদের বিডিও লক্ষ্মীকান্ত রায়ের নেতৃত্বে হেমতাবাদ ব্লক অফিসে এই বিষয়ে একটি জরুরি বৈঠক হয় । বৈঠকে উপস্থিত সমস্ত গ্রামপঞ্চায়েতের প্রধানদের আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় ফেলার ব্যবস্থা করতে বলা হয়েছে । এর পাশাপাশি হেমতাবাদের সব ব্যবসায়ীদের কাছে আবেদন করা হয়েছে, যাতে তাঁরা যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলেন ৷ সেগুলি একটি নির্দিষ্ট স্থানে জমা করে রাখতে বলা হয়েছে । পরবর্তী সময়ে গ্রামপঞ্চায়েতের সাফাইকর্মীরা তা তুলে নিয়ে যাবেন ।

রায়গঞ্জ, 2 জুন : নোংরা আবর্জনার স্তূপ থেকে বাড়ছে দূষণ, ছড়াচ্ছে বিভিন্ন রোগের জীবাণু । যা থেকে অসুস্থ হচ্ছে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই । তারই প্রতিকারে উদ্যোগী হল উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক প্রশাসন । নোংরা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা এবং পরিচ্ছন্নতা বজায় রেখে দূষণমুক্ত হেমতাবাদ গড়ে তুলতে বুধবার ব্লক অফিসে বিডিও লক্ষ্মীকান্ত রায়ের নেতৃত্বে একটি প্রশাসনিক বৈঠক হয় । সেখানেই হেমতাবাদ পঞ্চায়েত সমিতি সহ প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হল, যাতে হেমতাবাদ ব্লকের সমস্ত আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হয় ৷

আরও পড়ুন : কোভিড হাসপাতালে যত্রতত্র নোংরা আবর্জনা, প্রতিবাদ বিক্ষোভ 100 জন নার্সের

হেমতাবাদ ব্লক জুড়ে যত্রতত্র জমে রয়েছে নোংরা আবর্জনার স্তূপ । করোনার আবহেও নোংরা আবর্জনা থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দূষণ । ফলে ব্লকে বাড়ছে নানা রোগের প্রকোপ। বহু মানুষ দূষণের কারণে অসুস্থ হয়ে পড়ছেন ৷ হেমতাবাদ ব্লকের এই জ্বলন্ত সমস্যার সমাধান করতে এগিয়ে এল ব্লক প্রশাসন । হেমতাবাদের বিডিও লক্ষ্মীকান্ত রায়ের নেতৃত্বে হেমতাবাদ ব্লক অফিসে এই বিষয়ে একটি জরুরি বৈঠক হয় । বৈঠকে উপস্থিত সমস্ত গ্রামপঞ্চায়েতের প্রধানদের আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় ফেলার ব্যবস্থা করতে বলা হয়েছে । এর পাশাপাশি হেমতাবাদের সব ব্যবসায়ীদের কাছে আবেদন করা হয়েছে, যাতে তাঁরা যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলেন ৷ সেগুলি একটি নির্দিষ্ট স্থানে জমা করে রাখতে বলা হয়েছে । পরবর্তী সময়ে গ্রামপঞ্চায়েতের সাফাইকর্মীরা তা তুলে নিয়ে যাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.