ETV Bharat / state

অবশেষে ঘরে ফিরছেন জাপানে জাহাজে আটকে পড়া বিনয় - Indian Ship crew member is retuning home

ঘরে ফিরছেন জাপানে জাহাজে আটকে পড়া বিনয়কুমার সরকার ৷ তাঁর দেশ ও পরিবারের উদ্দেশে নতুন একটি ভিডিয়ো বার্তায় একথাই জানালেন তিনি ৷ আগামী 20 তারিখ ভারতে ফেরার টিকিট হাতে পেয়েছেন তিনি ৷

Indian Ship crew member
ঘরে ফিরছেন জাপানে জাহাজে আটকে পড়া বিনয়
author img

By

Published : Feb 14, 2020, 2:54 PM IST

রায়গঞ্জ, 14 ফেব্রুয়ারি : অবশেষে ঘরে ফিরছেন জাপানে জাহাজে আটকে পড়া বিনয়কুমার সরকার ৷ তাঁর দেশ ও পরিবারের উদ্দেশে নতুন একটি ভিডিয়ো বার্তায় একথাই জানালেন তিনি ৷ আগামী 20 তারিখ ভারতে ফেরার টিকিট হাতে পেয়েছেন তিনি ৷ পাঠানো ভিডিয়ো বার্তায় তিনি জানান, জাপান সরকার তাদের টিকিটের ব্যবস্থা করে দিয়েছে এবং 19 তারিখ তারা জাপান থেকে যাত্রা করে সম্ভবত 21 তারিখ ভারতে ফিরবেন ৷

জাপানের ইউকোহামা পোর্টে দাঁড়িয়ে থাকা জাহাজের ভারতীয় প্রায় 160 জন কেবিন ক্রু রয়েছেন এবং তাদের প্রত্যেককেই সুস্থভাবে রাখার চেষ্টা করছে সেদেশের সরকার । ইতিমধ্যেই বিনয় ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে বাড়ি ফিরে আসার টিকিট দেওয়া হয়েছে বলে দাবি করেছেন । এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্র সরকার অত্যন্ত সহযোগিতা করেছে ।

এই সংক্রান্ত খবর : ‘‘মোদিজি, আমাদের বাড়ি ফেরান’’, আর্জি জাপানে আটকে থাকা ভারতীয়দের

বিনয় আরও বলেন, "আমাদের জন্য আলাদা ব্যবস্থা করেছে জাপানের সরকার । 19 তারিখে আমাদের ভারতের উদ্দেশ রওনা করানো হবে । আমরা এখনও পর্যন্ত আশঙ্কা থেকে সম্পূর্ণভাবে মুক্তি না পেলেও এখনও পর্যন্ত আক্রান্ত হইনি ।"

ঘরে ফিরছেন জাপানে জাহাজে আটকে পড়া বিনয়, বললেন নিজের মুখেই

রায়গঞ্জ, 14 ফেব্রুয়ারি : অবশেষে ঘরে ফিরছেন জাপানে জাহাজে আটকে পড়া বিনয়কুমার সরকার ৷ তাঁর দেশ ও পরিবারের উদ্দেশে নতুন একটি ভিডিয়ো বার্তায় একথাই জানালেন তিনি ৷ আগামী 20 তারিখ ভারতে ফেরার টিকিট হাতে পেয়েছেন তিনি ৷ পাঠানো ভিডিয়ো বার্তায় তিনি জানান, জাপান সরকার তাদের টিকিটের ব্যবস্থা করে দিয়েছে এবং 19 তারিখ তারা জাপান থেকে যাত্রা করে সম্ভবত 21 তারিখ ভারতে ফিরবেন ৷

জাপানের ইউকোহামা পোর্টে দাঁড়িয়ে থাকা জাহাজের ভারতীয় প্রায় 160 জন কেবিন ক্রু রয়েছেন এবং তাদের প্রত্যেককেই সুস্থভাবে রাখার চেষ্টা করছে সেদেশের সরকার । ইতিমধ্যেই বিনয় ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে বাড়ি ফিরে আসার টিকিট দেওয়া হয়েছে বলে দাবি করেছেন । এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্র সরকার অত্যন্ত সহযোগিতা করেছে ।

এই সংক্রান্ত খবর : ‘‘মোদিজি, আমাদের বাড়ি ফেরান’’, আর্জি জাপানে আটকে থাকা ভারতীয়দের

বিনয় আরও বলেন, "আমাদের জন্য আলাদা ব্যবস্থা করেছে জাপানের সরকার । 19 তারিখে আমাদের ভারতের উদ্দেশ রওনা করানো হবে । আমরা এখনও পর্যন্ত আশঙ্কা থেকে সম্পূর্ণভাবে মুক্তি না পেলেও এখনও পর্যন্ত আক্রান্ত হইনি ।"

ঘরে ফিরছেন জাপানে জাহাজে আটকে পড়া বিনয়, বললেন নিজের মুখেই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.