ETV Bharat / state

শীতের মরশুমে বিকোরের বেগুনের চাহিদা ভিনরাজ্যেও

শুধু রায়গঞ্জ নয়, কলকাতা, শিলিগুড়ি থেকে শুরু করে ভিনরাজ্যেও পাড়ি দিচ্ছে বিকোরের বেগুন ৷ 500 গ্রাম থেকে শুরু করে এক কেজি ওজনের এই বেগুন শীতের মরশুমে রায়গঞ্জের অন্য়তম সেরা সবজি ৷

author img

By

Published : Jan 19, 2020, 5:04 AM IST

Updated : Jan 20, 2020, 12:44 AM IST

বিকোরের বেগুন
বিকোরের বেগুন

রায়গঞ্জ, 19 জানুয়ারি : বেগুন ভাজা হোক বা বেগুন পোড়া ৷ গরম ভাতের সঙ্গে পেল্লাই সাইজের বেগুন পাতে পড়লে আর কিছুরই প্রয়োজন হয় না ৷ এমনই উৎকৃষ্ট মানের বেগুন এখন রায়গঞ্জের বাজারে রমরমিয়ে বিকোচ্ছে ৷ শীতের মরশুমে রায়গঞ্জের অন্যতম সেরা সবজি বিকোরের বেগুন ৷ রায়গঞ্জ থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই বিকোর গ্রাম ৷ একমাত্র সেখানেই উৎপাদন হয় এই বেগুনের ৷ ওজন প্রায় 500 গ্রাম থেকে শুরু করে এক কেজি ৷ শুধু রায়গঞ্জ নয়, কলকাতা, শিলিগুড়ি থেকে শুরু করে ভিনরাজ্যেও পাড়ি দিচ্ছে বিকোরের বেগুন ৷

কথায় আছে, তুলাইপাঞ্জি চালের গরম ভাত, ঘি আর বিকোরের বেগুন ভাজা নাকি অমৃতকেও হার মানায় ৷ স্বাদে, দর্শনে বিকোরের বেগুনের চর্চা বহুল প্রচলিত ৷ শীতের মরশুমে বাইরে থাকা আত্মীয়দের আবদারের তালিকায় থাকে এই বেগুনের নামও ৷ বিকোর গ্রামের মাটিতেই চাষ হয় এই খ্যাতনামা বেগুনের ৷ এখানকার চাষিরা মূলত বেগুন চাষ করেই উপার্জন করেন ৷ শুধু বিকোর নয়, বর্তমানে অনন্তপুর, দুপদুয়ার, ভিটিয়ার জমিতেও চাষ হচ্ছে এই বেগুনের ৷

এরাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও বাড়ছে বিকোরের বেগুনের চাহিদা

শীতের মরশুমে রায়গঞ্জের বাজারে অনায়াসে পাওয়া যায় এই বেগুন ৷ শুরুর দিকে দাম নাগালের বাইরে থাকলেও চাহিদার সঙ্গে আমদানি বাড়লে দামও কমতে শুরু করে ৷ মরশুমের শুরুতে এই বেগুনের দাম থাকে কিলো প্রতি 60-80 টাকা ৷ তবে, বর্তমানে এর দাম প্রতি কেজিতে 30-40 টাকা ৷ ডিসেম্বর ও জানুয়ারি মাসে রমরমিয়ে বিক্রি হয় এই বেগুন ৷ দামের তোয়াক্কা না করে বিকোরের বেগুন কেনেন রায়গঞ্জের বাসিন্দারা ৷

বিকোরের বেগুন চাষিরা জানান, সারা বছর বহু যত্নে রাখা হয় বেগুন গাছের চারাকে ৷ বাড়িতেই বীজ থেকে চারা তৈরি করেন তাঁরা ৷

রায়গঞ্জ, 19 জানুয়ারি : বেগুন ভাজা হোক বা বেগুন পোড়া ৷ গরম ভাতের সঙ্গে পেল্লাই সাইজের বেগুন পাতে পড়লে আর কিছুরই প্রয়োজন হয় না ৷ এমনই উৎকৃষ্ট মানের বেগুন এখন রায়গঞ্জের বাজারে রমরমিয়ে বিকোচ্ছে ৷ শীতের মরশুমে রায়গঞ্জের অন্যতম সেরা সবজি বিকোরের বেগুন ৷ রায়গঞ্জ থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই বিকোর গ্রাম ৷ একমাত্র সেখানেই উৎপাদন হয় এই বেগুনের ৷ ওজন প্রায় 500 গ্রাম থেকে শুরু করে এক কেজি ৷ শুধু রায়গঞ্জ নয়, কলকাতা, শিলিগুড়ি থেকে শুরু করে ভিনরাজ্যেও পাড়ি দিচ্ছে বিকোরের বেগুন ৷

কথায় আছে, তুলাইপাঞ্জি চালের গরম ভাত, ঘি আর বিকোরের বেগুন ভাজা নাকি অমৃতকেও হার মানায় ৷ স্বাদে, দর্শনে বিকোরের বেগুনের চর্চা বহুল প্রচলিত ৷ শীতের মরশুমে বাইরে থাকা আত্মীয়দের আবদারের তালিকায় থাকে এই বেগুনের নামও ৷ বিকোর গ্রামের মাটিতেই চাষ হয় এই খ্যাতনামা বেগুনের ৷ এখানকার চাষিরা মূলত বেগুন চাষ করেই উপার্জন করেন ৷ শুধু বিকোর নয়, বর্তমানে অনন্তপুর, দুপদুয়ার, ভিটিয়ার জমিতেও চাষ হচ্ছে এই বেগুনের ৷

এরাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও বাড়ছে বিকোরের বেগুনের চাহিদা

শীতের মরশুমে রায়গঞ্জের বাজারে অনায়াসে পাওয়া যায় এই বেগুন ৷ শুরুর দিকে দাম নাগালের বাইরে থাকলেও চাহিদার সঙ্গে আমদানি বাড়লে দামও কমতে শুরু করে ৷ মরশুমের শুরুতে এই বেগুনের দাম থাকে কিলো প্রতি 60-80 টাকা ৷ তবে, বর্তমানে এর দাম প্রতি কেজিতে 30-40 টাকা ৷ ডিসেম্বর ও জানুয়ারি মাসে রমরমিয়ে বিক্রি হয় এই বেগুন ৷ দামের তোয়াক্কা না করে বিকোরের বেগুন কেনেন রায়গঞ্জের বাসিন্দারা ৷

বিকোরের বেগুন চাষিরা জানান, সারা বছর বহু যত্নে রাখা হয় বেগুন গাছের চারাকে ৷ বাড়িতেই বীজ থেকে চারা তৈরি করেন তাঁরা ৷

Intro:রায়গঞ্জ, ১৭ জানুয়ারি, প্রসুন মৈত্র: খাদ্যরসিক মানুষের রসনাতৃপ্তি করতে এই শীতের মরশুমে রায়গঞ্জের মানুষের কাছে অন্যতম সেরা সবজি বিকোরের বেগুন। তা বেগুন ভাজাই হোক বা বেগুন পোড়া। গরম ভাতের সাথে পেল্লাই সাইজের বিকোরের বেগুন ভাজা পাতে পরলে আর কোনও কিছুরই প্রয়োজন হয়না। সেই উৎকৃষ্ট মানের বেগুন এখন রায়গঞ্জের বাজারে রমরমিয়ে বিকোচ্ছে। আর এই বেগুন একমাত্র রায়গঞ্জ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে বিকোর গ্রামেই উৎপাদন হয়ে থাকে। যার চাহিদা এই শীতের মরশুমে থাকে তুঙ্গে। দাম যাই হোক না কেন পাঁচশো গ্রাম থেকে দেড় দুকেজি ওজনের পেল্লাই সাইজের সুদৃশ্য বেগুন খেতে রায়গঞ্জের মানুষ কোনও কার্পণ্য করেন না। শুধু রায়গঞ্জের মানুষই নয় রায়গঞ্জের বিকোরের এই বেগুন কলকাতা শিলিগুড়ি থেকে শুরু করে পাড়ি দিচ্ছে ভিনরাজ্যেও।

কথায় আছে তুলাইপাঞ্জি চালের গরম ভাত, একটু ঘী আর বিকোরের বেগুন ভাজা এটা নাকি অমৃতকেও হার মানায়। শোনা যায় স্বাদে ও দর্শনে বিকোরের বেগুন নাকি অন্যতম উৎকোচ হিসেবেও বহুল প্রচলিত। বাইরে থাকা আত্মীয়স্বজনদের এই শীতের মরশুমে রায়গঞ্জের বাসিন্দাদের কাছে অন্যতম আবদার থাকে বেগুন পাঠানোর। এই বিকোরের বেগুনের এমনই গুন এটা খেয়ে অনেকেই অনায়াসে অনেক দূরুহ কাজ হাসিল করে নিতে পেরেছেন। রায়গঞ্জ শহর থেকে পনেরো কিলোমিটার দূরে রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রামপঞ্চায়েতের দুপদুয়ার, অনন্তপুর, ভিটিয়ার আর নাগর নদীর ওপাড়ে বিহারের বিকোর বলে যে গ্রামগুলি রয়েছে সেইসব গ্রামের মাটিতেই জন্মায় খ্যাতনামা বেগুন। এখানকার চাষীদের কাছে প্রধান অর্থকরী ফসল বেগুনের চাষ। পাঁচশো গ্রাম থেকে দেড় বা দুকিলো ওজনের বিশালাকার বেগুনের স্বাদ অতুলনীয়। তুলোর মতো নরম এই বেগুন এখন বিকোর, অনন্তপুর, দুপদুয়ার, ভিটিয়ার গ্রামের মাঠে মাঠে। শীতের মরশুম শুরু হতেই রায়গঞ্জের বাজারে চলে আসে বিকোরের সেই সুদৃশ্য অতুলনীয় স্বাদে ভরা বেগুন। প্রথম দিকে দামটা মধ্যবিত্তের নাগালের বাইরে থাকলেও চাহিদার সাথে সাথে বাজারে এর আমদানি বেশি হলে তা কেনা মানুষের সাধ্যের মধ্যেই চলে আসে। মরশুমের প্রথম দিকে প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৮০ টাকা থাকলেও বর্তমানে বাজারে এর দাম প্রতি কেজি ত্রিশ থেকে ত্রিশ টাকায় চলে এসেছে। বছরের মাত্র দুটো মাস ডিসেম্বর ও জানুয়ারি মাসেই বাজারে দেখা মেলে এই বেগুনের। বাজারে প্রথম দেখাতেই ক্রেতারা হুমরি খেয়ে পড়ে তা কেনার জন্য। দাম যাইহোক শীতের মরশুমে ব্যাগে অন্তত একটা বা দুটো বিকোরের বেগুন না নিতে পারলে বাজার করাটাই অসম্পূর্ণ থেকে যায়। বর্তমানে এই বিকোরের বেগুনের চাহিদা সর্বত্র। আর এই বেগুন চাষ করে লাভবানও হন বিকোরের বেগুন চাষীরা। তাঁরাও সারাটা বছর বহু যত্নে লালন পালন করে থাকে এই বেগুন গাছের চারাকে। শীত পরতেই ছোট্ট ছোট্ট গাছে ঝুলবে ডালজুড়ে বড় বড় আকারের বেগুন যা রসনাতৃপ্ত করবে খাদ্যরসিকদের আর কিছুটা বাড়তি আয়ের মুখ দেখেন বিকোর, দুপদুয়ার, ভিটিয়ার, অনন্তপুর গ্রামের বেগুন চাষীরা।

বাইট ১) কুমেশ রায় ( বেগুন চাষী)
২) তপন রায় ( বেগুন চাষী)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Jan 20, 2020, 12:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.