ETV Bharat / state

চোপড়া থানার জোড়া অভিযানে উদ্ধার বেআইনি অস্ত্র - Chopra Police Station

ধৃত দু'জনের বিরুদ্ধেই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মামলা রুজু করেছে ।

বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ধৃত
বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ধৃত
author img

By

Published : Sep 21, 2020, 10:19 PM IST

রায়গঞ্জ, 21 সেপ্টেম্বর : দু'টি পৃথক তল্লাশি অভিযানে উদ্ধার একটি মাস্কেট, একটি দেশি পাইপগান এবং দুই রাউন্ড তাজা কার্তুজ । গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুরের ঝড়গাছি গ্রামে হানা দেয় পুলিশ । সেখান থেকেই উদ্ধার হয় বেআইনি অস্ত্র । রায়গঞ্জ সংলগ্ন চোপড়া থানা এলাকার ঘটনা ।

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে ঝড়গাছি গ্রামের দাবির আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড তাজা কার্তুজ । পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দাবির আলমকে গ্রেপ্তার করেছে ।

অন্য ঘটিনাটি ঘটে চোপড়া থানার পিয়াজপোখর গ্রামে । জবিরউদ্দিন নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল কিছুদিন আগে । জিজ্ঞাসবাদের জন্য তাকে সাতদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছিল । পুলিশের জেরায় বেশ কিছু অসংগতি থাকায় তার বাড়িতে তল্লাশি চালানো হয় । জবিরউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি মাস্কেট এবং এক রাউন্ড তাজা কার্তুজ ।পুলিশ দুই জনের বিরুদ্ধেই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা রুজু করেছে ।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে দুই কারবারি

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানিয়েছেন, চোপড়ায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ আগামীদিনে এমন আরও অভিযান চালাবে ।

রায়গঞ্জ, 21 সেপ্টেম্বর : দু'টি পৃথক তল্লাশি অভিযানে উদ্ধার একটি মাস্কেট, একটি দেশি পাইপগান এবং দুই রাউন্ড তাজা কার্তুজ । গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুরের ঝড়গাছি গ্রামে হানা দেয় পুলিশ । সেখান থেকেই উদ্ধার হয় বেআইনি অস্ত্র । রায়গঞ্জ সংলগ্ন চোপড়া থানা এলাকার ঘটনা ।

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে ঝড়গাছি গ্রামের দাবির আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড তাজা কার্তুজ । পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দাবির আলমকে গ্রেপ্তার করেছে ।

অন্য ঘটিনাটি ঘটে চোপড়া থানার পিয়াজপোখর গ্রামে । জবিরউদ্দিন নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল কিছুদিন আগে । জিজ্ঞাসবাদের জন্য তাকে সাতদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছিল । পুলিশের জেরায় বেশ কিছু অসংগতি থাকায় তার বাড়িতে তল্লাশি চালানো হয় । জবিরউদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি মাস্কেট এবং এক রাউন্ড তাজা কার্তুজ ।পুলিশ দুই জনের বিরুদ্ধেই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা রুজু করেছে ।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে দুই কারবারি

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানিয়েছেন, চোপড়ায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ আগামীদিনে এমন আরও অভিযান চালাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.