রায়গঞ্জ, 23 জুলাই : "প্রতিবাদ করলেই জেল", গ্রেপ্তারি প্রসঙ্গে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ।
গতকাল রায়গঞ্জ শহরে দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । আজ তাঁকে ইসলামপুর আদালতে তোলা হয় । রায়গঞ্জে গ্রেপ্তার হলেও আজ ইসলামপুর থানার পুলিশ কী করে ইসলামপুর আদালতে তাঁকে পেশ করলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ।
BJP-র অভিযোগ, আজ ভোররাতে রায়গঞ্জ থানা থেকে রাজু বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন । যদিও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "সম্প্রতি চোপড়া ঘটনার প্রতিবাদে তাণ্ডব চালিয়েছেন কয়েকজন BJP নেতা । ইসলামপুর পুলিশ থেকে সেই বিষয়ে আমাদের কাছে একটি আবেদন আসে । BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে আটক করার পর তাঁর হেপাজত নিতে চায় ইসলামপুর জেলা পুলিশ । সেই কারণে আমরা ইসলামপুর জেলা পুলিশের হাতে তাঁকে হস্তান্তর করে দিয়েছি ।"
গতকাল রায়গঞ্জ থেকে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ছাড়াও গ্রেপ্তার করা হয়েছিল BJP-র উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বাসুদেব সরকারসহ আরও কয়েকজন নেতা কর্মীকে । রাত সাড়ে তিনটে নাগাদ তাঁদের ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় । কিন্তু রাজু বন্দোপাধ্যায়কে ছাড়া হয়নি । বাসুদেব সরকার জানান, রাত সাড়ে তিনটের সময় তাঁদেরকে কার্যত জোর করে থানা থেকে বের করে দেওয়া হয় । পিয়ার বন্ড সই করিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয় । কিন্তু তার কিছুক্ষণ আগে রাজু বন্দ্যোপাধ্যায়কে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছিল । তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না ।
আজ রাজু বন্দ্যোপাধ্যায়কে ইসলামপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন ।