ETV Bharat / state

মহিলাকে বিষ খাইয়ে খুন; শওহরের যাবজ্জীবন, 10 বছরের কারাদণ্ড শ্বশুরের - রায়গঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর কারাদণ্ড ও 10 বছরের কারাদণ্ড শ্বশুরের

2011 সালে মুক্তার বিবিকে বিষ খাইয়ে খুন করে তাঁর শ্বশুরবাড়ির লোকজনরা ৷ মেয়ে খুন হওয়ার পরই জামাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করেন মুক্তারের আম্মি মাজেরা বিবি ৷ আজ এই মামলার রায় ঘোষণা করল আদালত ৷ মুক্তারের শওহর সাহেবজান আলির যাবজ্জীবন ও শ্বশুর মঞ্জু শেখ 10 বছর কারাদণ্ড ঘোষণা করল ইসলামপুরের ফাস্ট ট্র্যাক আদালত ৷

রায়গঞ্জ
author img

By

Published : Sep 9, 2019, 10:44 PM IST

Updated : Sep 9, 2019, 11:00 PM IST

রায়গঞ্জ, 9 সেপ্টেম্বর : মহিলাকে বিষ খাইয়ে খুন করায় শওহরের যাবজ্জীবন ও শ্বশুরের 10 বছর কারাদণ্ড ঘোষণা করল ইসলামপুরের ফাস্ট ট্র্যাক আদালত ৷ আজ এই সাজা ঘোষণা করেন ইসলামপুরের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক বিনয় কুমার পাঠক ৷

সাল 2009 ৷ করণদিঘির বাসিন্দা মুক্তার বিবির সঙ্গে রাঘবপুরের ঝাঙ্গিটলার বাসিন্দা সাহেবজান আলির নিকাহ হয় ৷ অভিযোগ, নিকাহর পর থেকেই পণের জন্য মুক্তারকে চাপ দিতে শুরু করে সাহেব ও তার পরিবারের সদস্যরা৷ দিন বাড়ার সঙ্গে সঙ্গে অত্যাচারের পরিমাণও বাড়তে শুরু করে ৷ তারা মুক্তারের আব্বার বাড়ি থেকে 50 হাজার টাকা ও একটি মোটর বাইক দাবি করে ৷ কিন্তু, মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের ইচ্ছাপূরণ করতে পারেননি মুক্তারের আম্মি মাজেরা বিবি ৷ তাই বাড়তে শুরু করে শারীরিক অত্যাচারের পরিমাণও ৷ অবশেষে 2011 সালে মুক্তারকে বিষ খাইয়ে খুন করে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা ৷

ভিডিয়োয় শুনুন মাজেরা বিবির বক্তব্য

মেয়ে খুন হওয়ার পরই জামাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করেন মাজেরা বিবি ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে সাহেব ও তাঁর পরিরবারে সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ । এতদিন মামলা চলার পর আজ এই মামলার সাজা ঘোষণা করে আদালত ৷ সাহেব ও তার আব্বা ছাড়া বাকি সাহেবের বোন, আম্মি ও ভাসুরকে বেকসুর খালাস করে আদালত ৷

মাজেরা বিবি বলেন, "50 হাজার টাকা ও মোটর বাইকের জন্য ওরা আমার মেয়েকে খুন করেছিল ৷ আজ তাদের সাজা ঘোষণা হল ৷ আমি খুব খুশি ।" ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী মহম্মদ জামালউদ্দিন বলেন, "বিবিকে বিষ খাইয়ে পিটিয়ে খুন করায় আজ সাহেবজান আলিকে যাবজ্জীবন ও মজনু শেখের 10 বছরের কারাদণ্ড ঘোষণা করেন বিচারক বিনয় কুমার ৷ 2011 সাল থেকে চলছিল মামলাটি ৷"

রায়গঞ্জ, 9 সেপ্টেম্বর : মহিলাকে বিষ খাইয়ে খুন করায় শওহরের যাবজ্জীবন ও শ্বশুরের 10 বছর কারাদণ্ড ঘোষণা করল ইসলামপুরের ফাস্ট ট্র্যাক আদালত ৷ আজ এই সাজা ঘোষণা করেন ইসলামপুরের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক বিনয় কুমার পাঠক ৷

সাল 2009 ৷ করণদিঘির বাসিন্দা মুক্তার বিবির সঙ্গে রাঘবপুরের ঝাঙ্গিটলার বাসিন্দা সাহেবজান আলির নিকাহ হয় ৷ অভিযোগ, নিকাহর পর থেকেই পণের জন্য মুক্তারকে চাপ দিতে শুরু করে সাহেব ও তার পরিবারের সদস্যরা৷ দিন বাড়ার সঙ্গে সঙ্গে অত্যাচারের পরিমাণও বাড়তে শুরু করে ৷ তারা মুক্তারের আব্বার বাড়ি থেকে 50 হাজার টাকা ও একটি মোটর বাইক দাবি করে ৷ কিন্তু, মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের ইচ্ছাপূরণ করতে পারেননি মুক্তারের আম্মি মাজেরা বিবি ৷ তাই বাড়তে শুরু করে শারীরিক অত্যাচারের পরিমাণও ৷ অবশেষে 2011 সালে মুক্তারকে বিষ খাইয়ে খুন করে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা ৷

ভিডিয়োয় শুনুন মাজেরা বিবির বক্তব্য

মেয়ে খুন হওয়ার পরই জামাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করেন মাজেরা বিবি ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে সাহেব ও তাঁর পরিরবারে সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ । এতদিন মামলা চলার পর আজ এই মামলার সাজা ঘোষণা করে আদালত ৷ সাহেব ও তার আব্বা ছাড়া বাকি সাহেবের বোন, আম্মি ও ভাসুরকে বেকসুর খালাস করে আদালত ৷

মাজেরা বিবি বলেন, "50 হাজার টাকা ও মোটর বাইকের জন্য ওরা আমার মেয়েকে খুন করেছিল ৷ আজ তাদের সাজা ঘোষণা হল ৷ আমি খুব খুশি ।" ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী মহম্মদ জামালউদ্দিন বলেন, "বিবিকে বিষ খাইয়ে পিটিয়ে খুন করায় আজ সাহেবজান আলিকে যাবজ্জীবন ও মজনু শেখের 10 বছরের কারাদণ্ড ঘোষণা করেন বিচারক বিনয় কুমার ৷ 2011 সাল থেকে চলছিল মামলাটি ৷"

Intro:রায়গঞ্জ, ৯ সেপ্টেম্বর, প্রসুন মৈত্র: বিয়ের দুই বছরের মাথায় গৃহবধুকে বিষ খাইয়ে খুন করার অভিযোগে স্বামী সহ শ্বশুরকে যাবজ্জীবনের সাজা ঘোষনায় খুশি মৃত ওই গৃহবধুর পরিবারবে সদস্যরা। এদিন ইসলামপুরের ফাস্ট ট্র‍্যাক ওয়ানের বিচারক বিনয় কুমার পাঠক এই সাজা ঘোষনা করেন। অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন ও শ্বশুরকে ১০ বছরের কারাদন্ডের সাজা ঘোষনা করে বলে জানান সরকারি আইনজীবী মহম্মদ জামালুদ্দিন।

উল্লেখ্য, ২০০৯ সালে করনদিঘী থানার বাসিন্দা মাজেরা বিবির মেয়ে মুক্তারা বিবির সাথে করনদিঘী থানার রাঘবপুরের ঝাঙ্গিটলা গ্রামের বাসিন্দা মঞ্জু শেখের ছেলে সাহেবজান আলী বিয়ে হয়। বিয়ে দুই বছর কাটতে না কাটতে স্বামী সাহেবজান ও তার শ্বশুরবাড়ি লোকেরা তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো ৫০ হাজার ও একটি মোটর বাইকের জন্য। ২০১১ সালে ওই অত্যাচার চরমসীমায় পৌছে যায়। ওই গৃহবধু মুক্তারা বিবিকে বিষ খাইয়ে খুন করে স্বামী সাহেবজান আলী তার শ্বশুরবাড়ি লোকেরা। খুনের গোটা ঘটানার বিবরন দিয়ে মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে করনদিঘী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ওই ঘটনায় করনদিঘী থানার পুলিশ স্বামী সাহেবজান আলী সহ তার শ্বশুরবাড়ি লোকেদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন কোটে কেস চালানোর পর এদিন স্বামী সাহেবজান আলী ও তার শ্বশুর মঞ্জু শেখের সাজা ঘোষনা হয়। ইসলামপুরের ফাস্ট ট্র‍্যাক ওয়ানের বিচারক বিয়ন কুমার পাঠক স্বামী সাহেবজান আলীকে যাবো যাবজ্জীবন ও শ্বশুর মঞ্জু শেখকে ১০ বছর কারাদন্ডের নির্দেশ দেন তিনি। এই বিচারের খুশি মৃত গৃহবধূর মা মাজেরা বিবি। তিনি জানিয়েছেন, ৫০ হাজার টাকা ও মোটর বাইকের জন্য জামাই ও তার বাড়ি লোকেরা মেয়েকে খুন করেছে আজ তাদের সাজা ঘোষনা হল আমি খুব খুশি।ইসলামপুর আদালতের সরকারী আইনজীবী মহম্মদ জামালউদ্দিন বলেন, ৫০ হাজার টাকা ও একটি মোটর বাইকের দাবী পুরন না হওয়ায় মুক্তারা বিবিকে বিষ খাইয়ে পিটিয়ে খুন করার অভিযোগে এদিন অভিযুক্ত সাহেবজান আলীকে যাবজ্জীবন ও মজনু শেখকে ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন ফাস্ট ট্র্যাক ওয়ান আদালতের বিচারক বিনয় কুমার পাঠক।

বাইট : মাজেরা বিবি ( মুক্তারা বিবির মা)
বাইট : মহম্মদ জামালউদ্দিন ( ইসলামপুর সরকারি আইনজীবী)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Sep 9, 2019, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.