করণদিঘি, 12 মার্চ : মহিলাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকার ঘটনা । মৃত ওই মহিলার নাম পাপড়ি মজুমদার৷ মৃতার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে করণদিঘি থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের শেরপুরের বাসিন্দা পাপড়ি মজুমদার৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত মাস আগে পাপড়ির সঙ্গে বিয়ে হয় উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা চন্দন বিশ্বাসের । পাপড়ির পরিবারের অভিযোগ, বিয়ের একমাস পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে মারধর করত । গতকাল রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পাপড়ির দেহ ৷ পাপড়ির পরিবারের অভিযোগ পাপড়ির স্বামী ও শাশুড়ি তাঁকে মারধর করে দেহ ঝুলিয়ে দেয়৷ পাপড়ির শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার । দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাছিয়েছে পুলিশ ৷
ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ । যদিও এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে করণদিঘি থানার পুলিশ ।