রায়গঞ্জ ,21 এপ্রিল : তাঁকে কোরোনা সংক্রান্ত ডিউটিতে পাঠাচ্ছিলেন BMOH । কিন্তু শারীরিক কারণে যেতে চাননি হোমিওপ্যাথি চিকিৎসক নিলয় পাট্টাদার ৷ এই নিয়ে দু'জনের মধ্যে বচসা হয় । সেই সময়ই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিলয়বাবু ৷ এরপর চিকিৎসার ব্যবস্থা না করে তাঁকে ফেলে রাখা হয় বলে অভিযোগ ৷ পরে পরিবারের সদস্যরা তাঁকে নার্সিংহোমে ভরতি করেন । চার ঘণ্টা পর ওই চিকিৎসকের মৃত্যু হয় ৷
নিলয় পাট্টাদার ইটাহার ব্লকে সরকারি চিকিৎসক হিসেবে কাজ করেন । আজ তিনি কোরোনা সংক্রান্ত ডিউটিতে না গিয়ে বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করেন । অভিযোগ, সেই সময় তাঁকে জোর করে ফের ডিউটিতে আসার জন্য চাপ দেন BMOH । এরপরই শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি । পরিবারের অভিযোগ, সেখানে উপস্থিত অন্য স্বাস্থ্য আধিকারিকরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেননি । দু'ঘণ্টা তাঁকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল । পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে রায়গঞ্জের নার্সিংহোমে ভরতি করেন । সেখানে চার ঘণ্টা পর তাঁর মৃত্যু হয় ৷ চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে ৷ এছাড়াও মস্তিষ্কে রক্তক্ষরণের সম্ভাবনাও রয়েছে ।
এবিষয়ে ওই চিকিৎসকের দাদা মানস পাট্টাদার বলেন , "আমার ভাইকে জোর করে ডিউটি দেওয়া হচ্ছিল । শারীরিকভাবে অসুস্থ থাকায় আজ কাজে যোগ দিতে চায়নি । কিন্তু তাকে জোর করে আবার নিয়ে আসা হয়েছিল দপ্তরে । সেই সময় সে অসুস্থ হয়ে যায় ৷ এমনকী তার চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি । আমরা এর বিরুদ্ধে সমস্ত স্তরে অভিযোগ জানাব । মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হবে ।"
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন , "ওই হোমিওপ্যাথি চিকিৎসকের বিষয়ে শুনেছি । এই বিষয়ে কোনও অভিযোগ জমা পড়লে অবশ্যই নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ।"