ETV Bharat / state

HC Order Against Headmaster : শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের - uttar dinajpur

বদলির আদেশের বছর পার হলেও নতুন স্কুলে কাজে যোগদানের ক্ষেত্রে বাঁধা এক শিক্ষিকাকে (High Court Orders Suspension of Headmaster's Salary of Raiganj School) । কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষিকা সংযুক্তা রায় ৷ মামলার শুনানিতে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ ৷

বাইট
বাইট
author img

By

Published : Mar 17, 2022, 9:02 PM IST

রায়গঞ্জ, 17 মার্চ : বদলির আদেশের এক বছর পার হয়ে গেলেও নতুন স্কুলে কাজে যোগদান করতে দেওয়া হয়নি এক শিক্ষিকাকে (School Teacher) ।

এমনই অভিযোগ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন শিক্ষিকা সংযুক্তা রায় ৷ মামলার শুনানিতে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী 21 মার্চ কলকাতা হাইকোর্টের এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি (High Court Orders Suspension of Headmaster's Salary of Raiganj School) ।

আরও পড়ুন : Kolaghat Power Station Fire : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার গুদামে আগুন

এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার শিক্ষামহলে । যদিও রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক (Headmaster) কালিচরণ সাহা জানিয়েছেন, তিনি এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর তাঁর কাছে কাজে যোগদানের জন্য সংযুক্তা রায় নামে কোনও শিক্ষিকা আসেননি । তিনি ওই শিক্ষিকাকে চোখেও দেখেননি । আদালতের শুনানির বিষয় নিয়ে কালিচরণ বাবু বলেন, "বিচার ব্যাবস্থার উপর আমার পূর্ণ ভরসা আছে । বেতন বন্ধ হওয়ার বিষয়ে আমি স্বপক্ষে এজলাসেই বলব ।"

অন্যদিকে, জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত জানিয়েছেন, মহামান্য আদালতের (High Court) নির্দেশে প্রধান শিক্ষকের মাইনে বন্ধের কথা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।

আরও পড়ুন : CPIM New state Secretary Md Salim : সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

প্রসঙ্গত, 2014 সালের জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর 2 নম্বর ব্লকের টুটিকাটা হার্মা আদিবাসী গার্লস স্কুলের ইংরেজি শিক্ষিকার পদে কাজে যোগদান করেন সংযুক্তা রায় । সেখান থেকে 2021 সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে বদলি করা হয় । শিক্ষিকা সংযুক্তা রায়কে পুরোনো স্কুল টুটিকাটা হার্মা আদিবাসী গার্লস স্কুল থেকে রিলিজও দিয়ে দেওয়া হয় ।

এদিকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে ইংরেজি বিষয় শিক্ষক পদ খালি থাকা সত্বেও এবং কমিশনের বদলির আদেশনামা থাকা সত্বেও স্কুলে কাজে যোগদান করতে দেওয়া হয়নি বলে অভিযোগ । কেন একবছর ধরে ওই শিক্ষিকাকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুল (Raiganj Coronation School) কর্তৃপক্ষ কাজে যোগ দিতে দেয়নি তার কোনও সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে । ফলে দীর্ঘ এক বছর সময় যাবৎ শিক্ষিকা কর্মহীন এবং বেতনহীন অবস্থায় রয়েছেন ।

আরও পড়ুন : Eastern Railway Announcement : স্টেশনে হাতে তৈরি শাড়ির বিপণি খুলছে পূর্ব রেল

এই বিষয় নিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষিকা সংযুক্তা রায় । আদালত এর আগের শুনানিতে বলেছিল অবিলম্বে ওই শিক্ষিকাকে কাজে যোগদান করে নেওয়ার জন্য । কিন্তু এরপরেও তাঁকে কাজে যোগদান না করায় এদিন আদালত রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালিচরণ সাহার বেতন বন্ধের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে নির্দেশ পাঠানোর পাশাপাশি আগামী 21 মার্চ প্রধান শিক্ষককে উচ্চ আদালতের এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেন ।

খবরের কাগজে এই নির্দেশনামা দেখার পর রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালিচরণ সাহা জানিয়েছেন, "আমি এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর কোনওদিনই সংযুক্তা রায় নামে কোনও শিক্ষিকা যোগদান করতে আসেননি । আমার স্বপক্ষে যা কিছু বলার তা এজলাসে হাজির হয়েই বলবে ।"

রায়গঞ্জ, 17 মার্চ : বদলির আদেশের এক বছর পার হয়ে গেলেও নতুন স্কুলে কাজে যোগদান করতে দেওয়া হয়নি এক শিক্ষিকাকে (School Teacher) ।

এমনই অভিযোগ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন শিক্ষিকা সংযুক্তা রায় ৷ মামলার শুনানিতে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী 21 মার্চ কলকাতা হাইকোর্টের এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি (High Court Orders Suspension of Headmaster's Salary of Raiganj School) ।

আরও পড়ুন : Kolaghat Power Station Fire : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার গুদামে আগুন

এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার শিক্ষামহলে । যদিও রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক (Headmaster) কালিচরণ সাহা জানিয়েছেন, তিনি এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর তাঁর কাছে কাজে যোগদানের জন্য সংযুক্তা রায় নামে কোনও শিক্ষিকা আসেননি । তিনি ওই শিক্ষিকাকে চোখেও দেখেননি । আদালতের শুনানির বিষয় নিয়ে কালিচরণ বাবু বলেন, "বিচার ব্যাবস্থার উপর আমার পূর্ণ ভরসা আছে । বেতন বন্ধ হওয়ার বিষয়ে আমি স্বপক্ষে এজলাসেই বলব ।"

অন্যদিকে, জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত জানিয়েছেন, মহামান্য আদালতের (High Court) নির্দেশে প্রধান শিক্ষকের মাইনে বন্ধের কথা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।

আরও পড়ুন : CPIM New state Secretary Md Salim : সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

প্রসঙ্গত, 2014 সালের জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর 2 নম্বর ব্লকের টুটিকাটা হার্মা আদিবাসী গার্লস স্কুলের ইংরেজি শিক্ষিকার পদে কাজে যোগদান করেন সংযুক্তা রায় । সেখান থেকে 2021 সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে বদলি করা হয় । শিক্ষিকা সংযুক্তা রায়কে পুরোনো স্কুল টুটিকাটা হার্মা আদিবাসী গার্লস স্কুল থেকে রিলিজও দিয়ে দেওয়া হয় ।

এদিকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে ইংরেজি বিষয় শিক্ষক পদ খালি থাকা সত্বেও এবং কমিশনের বদলির আদেশনামা থাকা সত্বেও স্কুলে কাজে যোগদান করতে দেওয়া হয়নি বলে অভিযোগ । কেন একবছর ধরে ওই শিক্ষিকাকে রায়গঞ্জ করোনেশন হাইস্কুল (Raiganj Coronation School) কর্তৃপক্ষ কাজে যোগ দিতে দেয়নি তার কোনও সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে । ফলে দীর্ঘ এক বছর সময় যাবৎ শিক্ষিকা কর্মহীন এবং বেতনহীন অবস্থায় রয়েছেন ।

আরও পড়ুন : Eastern Railway Announcement : স্টেশনে হাতে তৈরি শাড়ির বিপণি খুলছে পূর্ব রেল

এই বিষয় নিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষিকা সংযুক্তা রায় । আদালত এর আগের শুনানিতে বলেছিল অবিলম্বে ওই শিক্ষিকাকে কাজে যোগদান করে নেওয়ার জন্য । কিন্তু এরপরেও তাঁকে কাজে যোগদান না করায় এদিন আদালত রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালিচরণ সাহার বেতন বন্ধের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে নির্দেশ পাঠানোর পাশাপাশি আগামী 21 মার্চ প্রধান শিক্ষককে উচ্চ আদালতের এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেন ।

খবরের কাগজে এই নির্দেশনামা দেখার পর রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালিচরণ সাহা জানিয়েছেন, "আমি এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর কোনওদিনই সংযুক্তা রায় নামে কোনও শিক্ষিকা যোগদান করতে আসেননি । আমার স্বপক্ষে যা কিছু বলার তা এজলাসে হাজির হয়েই বলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.