ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় নজির গড়লেন হেমতাবাদের মহিলা অ্যাম্বুলেন্স চালক

author img

By

Published : Apr 23, 2020, 9:08 PM IST

উত্তর দিনাজপুর জেলার দক্ষিণ হেমতাবাদ এলাকায় বাড়ি সেলিনার । বাড়িতে আছেন মা, বাবা, দিদি ও একভাই । সেলিনার রোজগারের উপরে অনেকটাই নির্ভরশীল তাঁর পরিবার । লকডাউনের শুরু হওয়ার পরে আর বাড়িতে থাকেন না সেলিনা ৷ স্বাস্থ্য কর্তাদের সাহায্যে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রেই একটি ঘরে দিদিকে নিয়ে থাকেন । আর রোগী নিয়ে যাওয়ার কল আসলেই দ্রুতগতিতে ছুটে চলে সেলিনার গোলাপি-সাদা অ্যাম্বুলেন্সটা ৷

hemtabad woman ambulance driver made example of humanity, raigunj, north dinajpur
কোরোনা মোকাবিলায় নজির গড়লেন হেমতাবাদের মহিলা অ্যাম্বুলেন্স চালক

রায়গঞ্জ, 23 এপ্রিল : কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে যখন মানুষ আতঙ্কিত ৷ দেশের বিভিন্ন প্রান্তে অ্যাম্বুলেন্স চালকরা নিজেদের কাজে যেতে চাইছেন না ৷ সেই সময় নজির গড়লেন হেমতাবাদের মহিলা অ্যাম্বুলেন্স চালক সেলিনা বেগম ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হেমতাবাদ ব্লকের প্রত্যন্ত এলাকা থেকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে রোগী নিয়ে যাওয়ার কাজ করে চলেছেন সেলিনা ৷ আবার হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্র থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আনছেন তিনি ৷ দিনে 24 ঘণ্টায় 3 থেকে 5 বার রোগী নিয়ে যাতায়াত করছেন তিনি ৷

উত্তর দিনাজপুর জেলার দক্ষিণ হেমতাবাদ এলাকায় বাড়ি সেলিনার । বাড়িতে আছেন মা, বাবা, দিদি ও একভাই । সেলিনার রোজগারের উপরে অনেকটাই নির্ভরশীল তাঁর পরিবার । লকডাউনের শুরু হওয়ার পরে আর বাড়িতে থাকেন না সেলিনা ৷ স্বাস্থ্য কর্তাদের সাহায্যে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রেই একটি ঘরে দিদিকে নিয়ে থাকেন । আর রোগী নিয়ে যাওয়ার কল আসলেই দ্রুতগতিতে ছুটে চলে সেলিনার গোলাপি-সাদা অ্যাম্বুলেন্সটা ৷ এখনও পর্যন্ত 2 জনকে কোয়ারান্টাইন সেন্টারে পৌঁছে দিয়েছেন সেলিনা । "ভয়" কী জিনিষ জানেনা সে । সরকারী সাহায্যে পাওয়া ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে শুধু রোজগারের জন্যই ছুটে যায় না সে । যায় মানবিকতার খাতিরে ৷ দেশের এই বিপদের সময় সেলিনার মতো নারীরাই নজির গড়ে চলছেন ।

এই বিষয়ে সেলিনা বলেন, "এই সময়তো মানুষ মানুষকে ছুঁতেও চায় না ৷ আমি এই সময়ে মানুষের সেবা করতে পারছি ৷ আমার নিজেরই ভালো লাগছে । নিজেকে গর্বিত মনে হচ্ছে । কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব জায়গাতেই আমি যাচ্ছি । ভয়ের কী আছে? শুধু বাড়িতে ঢোকার সময়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভুলছি না । "

রায়গঞ্জ, 23 এপ্রিল : কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে যখন মানুষ আতঙ্কিত ৷ দেশের বিভিন্ন প্রান্তে অ্যাম্বুলেন্স চালকরা নিজেদের কাজে যেতে চাইছেন না ৷ সেই সময় নজির গড়লেন হেমতাবাদের মহিলা অ্যাম্বুলেন্স চালক সেলিনা বেগম ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হেমতাবাদ ব্লকের প্রত্যন্ত এলাকা থেকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে রোগী নিয়ে যাওয়ার কাজ করে চলেছেন সেলিনা ৷ আবার হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্র থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আনছেন তিনি ৷ দিনে 24 ঘণ্টায় 3 থেকে 5 বার রোগী নিয়ে যাতায়াত করছেন তিনি ৷

উত্তর দিনাজপুর জেলার দক্ষিণ হেমতাবাদ এলাকায় বাড়ি সেলিনার । বাড়িতে আছেন মা, বাবা, দিদি ও একভাই । সেলিনার রোজগারের উপরে অনেকটাই নির্ভরশীল তাঁর পরিবার । লকডাউনের শুরু হওয়ার পরে আর বাড়িতে থাকেন না সেলিনা ৷ স্বাস্থ্য কর্তাদের সাহায্যে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রেই একটি ঘরে দিদিকে নিয়ে থাকেন । আর রোগী নিয়ে যাওয়ার কল আসলেই দ্রুতগতিতে ছুটে চলে সেলিনার গোলাপি-সাদা অ্যাম্বুলেন্সটা ৷ এখনও পর্যন্ত 2 জনকে কোয়ারান্টাইন সেন্টারে পৌঁছে দিয়েছেন সেলিনা । "ভয়" কী জিনিষ জানেনা সে । সরকারী সাহায্যে পাওয়া ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে শুধু রোজগারের জন্যই ছুটে যায় না সে । যায় মানবিকতার খাতিরে ৷ দেশের এই বিপদের সময় সেলিনার মতো নারীরাই নজির গড়ে চলছেন ।

এই বিষয়ে সেলিনা বলেন, "এই সময়তো মানুষ মানুষকে ছুঁতেও চায় না ৷ আমি এই সময়ে মানুষের সেবা করতে পারছি ৷ আমার নিজেরই ভালো লাগছে । নিজেকে গর্বিত মনে হচ্ছে । কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব জায়গাতেই আমি যাচ্ছি । ভয়ের কী আছে? শুধু বাড়িতে ঢোকার সময়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভুলছি না । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.