ETV Bharat / state

মৃত্যুর বছর ঘুরলেও শুরু হল না সিবিআই তদন্ত, হতাশ দেবেন রায়ের পরিবার - INVESTIGATION

হেমতাবাদের প্রাক্তন বিজেপি বিধায়ক দেবেন রায়ের রহস্যমৃত্যুর ঘটনার এক বছর পেরিয়ে গিয়েছে । এখনও হল না সিবিআই-সিআইডি তদন্ত । এই বিষয়েই হতাশা প্রকাশ করলেন প্রয়াত প্রাক্তন বিজেপি বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় ।

hemtabad
দেবেন রায়ের মৃত্যুর একবছর পরেও শুরু হলনা সিবিআই তদন্ত, হতাশ পরিবার
author img

By

Published : Jul 14, 2021, 10:00 PM IST

রায়গঞ্জ, 14 জুলাই : হেমতাবাদের প্রাক্তন বিজেপি বিধায়ক দেবেন রায়ের রহস্যমৃত্যুর ঘটনার এক বছর অতিক্রান্ত । এক বছর পেরিয়ে গেলেও পরিবার ও বিজেপি দলের দাবি অনুযায়ী, আজও সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়ায় কার্যত হতাশ তাঁর পরিবার । মৃত্যুর পর প্রথম প্রথম দল তাঁর পরিবারের পাশে থাকলেও এখন আর সেভাবে দলকেও পাশে পাচ্ছেন না বলে উষ্মা প্রকাশ করেছেন প্রয়াত প্রাক্তন বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় । এখন তিনি চান সরকার সিবিআই হোক বা সিআইডি দিয়ে সঠিক তদন্ত করুক ।

2020 সালের 13 জুলাই নিজের বাড়ির কাছে একটি বন্ধ দোকানের সামনে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল হেমতাবাদের তৎকালীন বিজেপি বিধায়ক দেবেন রায়ের । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য শীর্ষ নেতৃত্ব দফায় দফায় এসেছিলেন হেমতাবাদে । দাবি তোলা হয়েছিল সিবিআই তদন্তের । রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল । শুরু হয় তদন্ত । মৃত বিধায়কের পকেট থেকে একটি সুসাইড নোটও উদ্ধার করেছিল হেমতাবাদ থানার পুলিশ । সেই সুসাইড নোটের ভিত্তিতে পুলিশ প্রয়াত বিধায়ক দেবেন রায়ের সঙ্গে টাকা পয়সা ও ব্যবসায়িক লেনদেনে যুক্ত মামুদ আলি ও নিলয় সিনহাকে মালদা থেকে গ্রেফতার করে । জানা গিয়েছিল, আত্মহত্যাই করেছিলেন হেমতাবাদের প্রাক্তন বিজেপি বিধায়ক দেবেন রায় ।

মৃত্যুর একবছর পরও শুরু হল না সিবিআই তদন্ত, হতাশ দেবেন রায়ের পরিবার

আরও পড়ুন: প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর তদন্তে শুভেন্দুর বাড়িতে সিআইডি

মঙ্গলবার 13 জুলাই প্রয়াত প্রাক্তন বিজেপি বিধায়কের প্রথম মৃত্যুবার্ষিকী থাকলেও তাঁর বাড়িতে আর দেখা মেলেনি কোনও বিজেপি নেতৃত্বের । প্রয়াত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়কে বিধানসভা নির্বাচনে হেমতাবাদ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি সহানুভূতির হাওয়া টানার চেষ্টা করেও ব্যর্থ হয় । হেরে যান চাঁদিমাদেবী । এরপর দিন যত গড়িয়েছে বিজেপির কাছে ফিকে হয়ে গিয়েছে বিধায়কের মৃত্যুর ঘটনা । কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্ব তো দূরের কথা, জেলার কোনও নেতার দেখা পাওয়া যায়নি প্রয়াত প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে । ফলে অভিমানে ফুঁসছেন প্রয়াত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় । তিনি বলেন, "আমার স্বামীর মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছিলাম । কিন্তু রাজ্য সরকার অনুমতি না দিলে কী করে সিবিআই তদন্ত হবে । " তিনি আরও বলেন, "প্রথম প্রথম বিজেপি নেতারা বাড়িতে আসতেন । এখন আর কেউ আসেন না । তবে আমি চাই, আমার স্বামীর মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত হোক । "

রায়গঞ্জ, 14 জুলাই : হেমতাবাদের প্রাক্তন বিজেপি বিধায়ক দেবেন রায়ের রহস্যমৃত্যুর ঘটনার এক বছর অতিক্রান্ত । এক বছর পেরিয়ে গেলেও পরিবার ও বিজেপি দলের দাবি অনুযায়ী, আজও সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়ায় কার্যত হতাশ তাঁর পরিবার । মৃত্যুর পর প্রথম প্রথম দল তাঁর পরিবারের পাশে থাকলেও এখন আর সেভাবে দলকেও পাশে পাচ্ছেন না বলে উষ্মা প্রকাশ করেছেন প্রয়াত প্রাক্তন বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় । এখন তিনি চান সরকার সিবিআই হোক বা সিআইডি দিয়ে সঠিক তদন্ত করুক ।

2020 সালের 13 জুলাই নিজের বাড়ির কাছে একটি বন্ধ দোকানের সামনে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল হেমতাবাদের তৎকালীন বিজেপি বিধায়ক দেবেন রায়ের । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য শীর্ষ নেতৃত্ব দফায় দফায় এসেছিলেন হেমতাবাদে । দাবি তোলা হয়েছিল সিবিআই তদন্তের । রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল । শুরু হয় তদন্ত । মৃত বিধায়কের পকেট থেকে একটি সুসাইড নোটও উদ্ধার করেছিল হেমতাবাদ থানার পুলিশ । সেই সুসাইড নোটের ভিত্তিতে পুলিশ প্রয়াত বিধায়ক দেবেন রায়ের সঙ্গে টাকা পয়সা ও ব্যবসায়িক লেনদেনে যুক্ত মামুদ আলি ও নিলয় সিনহাকে মালদা থেকে গ্রেফতার করে । জানা গিয়েছিল, আত্মহত্যাই করেছিলেন হেমতাবাদের প্রাক্তন বিজেপি বিধায়ক দেবেন রায় ।

মৃত্যুর একবছর পরও শুরু হল না সিবিআই তদন্ত, হতাশ দেবেন রায়ের পরিবার

আরও পড়ুন: প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর তদন্তে শুভেন্দুর বাড়িতে সিআইডি

মঙ্গলবার 13 জুলাই প্রয়াত প্রাক্তন বিজেপি বিধায়কের প্রথম মৃত্যুবার্ষিকী থাকলেও তাঁর বাড়িতে আর দেখা মেলেনি কোনও বিজেপি নেতৃত্বের । প্রয়াত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়কে বিধানসভা নির্বাচনে হেমতাবাদ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি সহানুভূতির হাওয়া টানার চেষ্টা করেও ব্যর্থ হয় । হেরে যান চাঁদিমাদেবী । এরপর দিন যত গড়িয়েছে বিজেপির কাছে ফিকে হয়ে গিয়েছে বিধায়কের মৃত্যুর ঘটনা । কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্ব তো দূরের কথা, জেলার কোনও নেতার দেখা পাওয়া যায়নি প্রয়াত প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে । ফলে অভিমানে ফুঁসছেন প্রয়াত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় । তিনি বলেন, "আমার স্বামীর মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছিলাম । কিন্তু রাজ্য সরকার অনুমতি না দিলে কী করে সিবিআই তদন্ত হবে । " তিনি আরও বলেন, "প্রথম প্রথম বিজেপি নেতারা বাড়িতে আসতেন । এখন আর কেউ আসেন না । তবে আমি চাই, আমার স্বামীর মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত হোক । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.