ETV Bharat / state

স্থায়ীকরণের দাবি স্বাস্থ্যকর্মীদের অবস্থান বিক্ষোভ ইটাহারে - health workers protest in Itahar

স্বাস্থ্যকর্মীদের অবস্থান বিক্ষোভের জেরে প্রায় দুই ঘণ্টা স্বাস্থকেন্দ্রের কাজ বন্ধ থাকে বলে অভিযোগ।

health workers
health workers
author img

By

Published : Nov 10, 2020, 7:53 PM IST

রায়গঞ্জ, 10 নভেম্বর : স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রোগী পরিষেবা সহ একাধিক কাজ বন্ধ রেখে আন্দোলনে শামিল হন ইটাহার ব্লকের প্রায় সবকটি স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা। স্থায়ীকরণের দাবিতে তাঁদের এই অবস্থান বিক্ষোভের জেরে প্রায় দুই ঘণ্টা ব্যহত হয় স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা । এমনই অভিযোগ রোগীর পরিবারের লোকেদের। অন্যদিকে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকারিকের কাছে স্বার্থকর্মীদের স্থায়ীকরণের দাবিতে ডেপুটেশন দেয় ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ জয়েন্ট অ্যাসোসিয়েশন।

আজ ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ জয়েন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে প্রতিমা চৌধুরি বলেন, তাঁরা দীর্ঘ কয়েক বছর ধরে ন্যাশনাল হেলথ মিশন এর অধীনে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে রোগীদের পরিষেবা দিয়ে আসছেন। কোরোনা পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে জেলায় স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন অথচ আজও তাঁদের স্থায়ীকরণ করা হয়নি। আমাদের দাবি অবিলম্বে NHM কর্মীদের বেতন কাঠামোর পুনর্বিন্যাসের আদেশনামা প্রকাশ করতে হবে।

তিনি আরও দাবি করেন, কোরোনা পরিস্থিতিতে যেসব স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন তাঁদের ক্ষতিপূরণ সহ পরিবারের একজনকে চাকুরি প্রদান করতে হবে। এইসব দাবি নিয়েই আজ ইটাহার ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হল। অবিলম্বে এই দাবিগুলো পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

রায়গঞ্জ, 10 নভেম্বর : স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রোগী পরিষেবা সহ একাধিক কাজ বন্ধ রেখে আন্দোলনে শামিল হন ইটাহার ব্লকের প্রায় সবকটি স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা। স্থায়ীকরণের দাবিতে তাঁদের এই অবস্থান বিক্ষোভের জেরে প্রায় দুই ঘণ্টা ব্যহত হয় স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা । এমনই অভিযোগ রোগীর পরিবারের লোকেদের। অন্যদিকে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকারিকের কাছে স্বার্থকর্মীদের স্থায়ীকরণের দাবিতে ডেপুটেশন দেয় ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ জয়েন্ট অ্যাসোসিয়েশন।

আজ ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ জয়েন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে প্রতিমা চৌধুরি বলেন, তাঁরা দীর্ঘ কয়েক বছর ধরে ন্যাশনাল হেলথ মিশন এর অধীনে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে রোগীদের পরিষেবা দিয়ে আসছেন। কোরোনা পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে জেলায় স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন অথচ আজও তাঁদের স্থায়ীকরণ করা হয়নি। আমাদের দাবি অবিলম্বে NHM কর্মীদের বেতন কাঠামোর পুনর্বিন্যাসের আদেশনামা প্রকাশ করতে হবে।

তিনি আরও দাবি করেন, কোরোনা পরিস্থিতিতে যেসব স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন তাঁদের ক্ষতিপূরণ সহ পরিবারের একজনকে চাকুরি প্রদান করতে হবে। এইসব দাবি নিয়েই আজ ইটাহার ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হল। অবিলম্বে এই দাবিগুলো পূরণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.