ETV Bharat / state

প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী, গোলাম রব্বানির সাফল্যে খুশি গোয়ালপোখর - গোয়ালপোখর

তৃতীয়বারের জন্য রাজ্যে গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার ৷ রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি ৷ ঘটনায় খুশি গোয়ালপোখরের মানুষ ৷

wb_ndin_01_celebration_for_ministry_goalpokhor_wb10021
প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী, গোলাম রব্বানির সাফল্যে খুশি গোয়ালপোখর
author img

By

Published : May 10, 2021, 8:22 PM IST

রায়গঞ্জ, 10 মে : রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানিকে এবার রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসাবে নির্বাচিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার রাজভবনে রাজ্যের একজন পূর্ণমন্ত্রী হিসেবে গোলাম রব্বানি শপথ গ্রহণ করার পরই উচ্ছ্বাস আর আনন্দে মেতে ওঠেন গোয়ালপোখর বিধানসভা এলাকার বাসিন্দারা ৷

এদিন আতসবাজি, পটকা ফাটিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷ এলাকার বিধায়কের মন্ত্রী হওয়ার আনন্দে মেতে ওঠেন গোয়ালপোখরের মানুষ ৷ রাস্তায় ছোট, বড় সকলের মধ্যে চকোলেট বিলি করা হয় ৷

তৃতীয়বারের জন্য রাজ্য়ের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী পদে আগেই শপথ নিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সোমবার শপথ নিলেন মন্ত্রিসভার আরও 43 জন সদস্য ৷ এঁদের মধ্যে রব্বানিও ছিলেন ৷ তাঁকে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : সিঙ্গুরের মানুষের প্রত্যাশা পূরণই তাঁর প্রধান লক্ষ্য, জানালেন বেচারাম

উল্লেখ্য, এর আগের সরকারে প্রথমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হিসাবে ও পরে শ্রম দফতরের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছিলেন গোলাম রব্বানি ৷ তাঁর অনুগামীদের দাবি, দু’বারই অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন রব্বানি ৷ আর সেই কারণেই এবার তাঁকে পূর্ণমন্ত্রী করা হল ৷ তাঁর উপর যে দলনেত্রীর আস্থা বেড়েছে, এই পদক্ষেপই তার প্রমাণ ৷

রায়গঞ্জ, 10 মে : রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানিকে এবার রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসাবে নির্বাচিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার রাজভবনে রাজ্যের একজন পূর্ণমন্ত্রী হিসেবে গোলাম রব্বানি শপথ গ্রহণ করার পরই উচ্ছ্বাস আর আনন্দে মেতে ওঠেন গোয়ালপোখর বিধানসভা এলাকার বাসিন্দারা ৷

এদিন আতসবাজি, পটকা ফাটিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷ এলাকার বিধায়কের মন্ত্রী হওয়ার আনন্দে মেতে ওঠেন গোয়ালপোখরের মানুষ ৷ রাস্তায় ছোট, বড় সকলের মধ্যে চকোলেট বিলি করা হয় ৷

তৃতীয়বারের জন্য রাজ্য়ের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী পদে আগেই শপথ নিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সোমবার শপথ নিলেন মন্ত্রিসভার আরও 43 জন সদস্য ৷ এঁদের মধ্যে রব্বানিও ছিলেন ৷ তাঁকে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : সিঙ্গুরের মানুষের প্রত্যাশা পূরণই তাঁর প্রধান লক্ষ্য, জানালেন বেচারাম

উল্লেখ্য, এর আগের সরকারে প্রথমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হিসাবে ও পরে শ্রম দফতরের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছিলেন গোলাম রব্বানি ৷ তাঁর অনুগামীদের দাবি, দু’বারই অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন রব্বানি ৷ আর সেই কারণেই এবার তাঁকে পূর্ণমন্ত্রী করা হল ৷ তাঁর উপর যে দলনেত্রীর আস্থা বেড়েছে, এই পদক্ষেপই তার প্রমাণ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.