ETV Bharat / state

ছাত্রীদের অশ্লীল মেসেজ, অভিযুক্তকে বহিষ্কারের দাবিতে স্কুলেই বিক্ষোভ - Student protests demanding expulsion of accused teacher

ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলের ভূগোলের শিক্ষক বিভিন্ন সময়ে তাদের সোশাল মিডিয়ায় অশ্লীল মেসেজ করতেন ৷ পাশাপাশি নোংরা কমেন্টও লিখতেন ৷ পরে সমস্ত কমেন্ট বা মেসেজ মুছে দেওয়ার কথা বলতেন ৷ প্রধান শিক্ষককে জানিয়েও সুরাহা না হওয়ায় আজ স্কুলে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷

অভিযুক্ত শিক্ষক বাপি প্রামাণিক
author img

By

Published : Sep 16, 2019, 8:11 PM IST

রায়গঞ্জ, 16 সেপ্টেম্বর : স্কুল ছাত্রীদের অশ্লীল মেসেজের পাঠানোর অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত শিক্ষকের সাসপেনশনের দাবিতে আজ স্কুল শুরু হতেই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা ৷ রায়গঞ্জের দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানি বিদ্যাপীঠের ঘটনা ৷

ছাত্রীদের অভিযোগ, স্কুলের ভূগোল শিক্ষক বাপি প্রামাণিক বিভিন্ন সময়ে তাদের সোশাল মিডিয়ায় অশ্লীল মেসেজ করতেন ৷ ক্লাস টুয়েলেভের এক ছাত্রী বলে, "আমাকে বারবার হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের পাশাপাশি অশ্লীল মেসেজও পাঠান বাপিস্যার ৷ বারণ করার পরও একই কাজ করতেন ৷ শুধু আমি নয়, অন্যদের সঙ্গেও একই কাজ করতেন । ছবিতে নোংরা কমেন্টও করতেন । প্রধান শিক্ষককে বিষয়টি নিয়ে জানিয়েছিলাম । লাভের লাভ হয়নি । তাই আজ সকালে আমরা সবাই মিলে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করি ।" তাদের দাবি, ওই শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হোক ।

স্কুলের প্রাক্তনীদেরও একই অভিযোগ । এক প্রাক্তনী বলছেন, "বাপি স্যার ল্যাবে আমাকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন । ফোনে বা সোশাল মিডিয়ায় তো আকছার অশ্লীল মেসেজ করতেন । বাধ্য হয়ে ওঁর বাড়ি গিয়ে জানিয়ে আসি । তারপরও লাভ হয়নি ।"

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, "এর আগে আমাদের কাছে এমন কোনও অভিযোগ আসেনি ৷ আজ একটি অভিযোগ জমা পড়েছে ৷ আমরা বিষয়টির তদন্ত করব ৷ দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷" যদিও আজ অভিযুক্ত শিক্ষক বাপি প্রামাণিক স্কুলে অনুপস্থিত ছিলেন ৷ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার বাবা অসুস্থ৷ তাঁর চিকিৎসার কারণে বাইরে রয়েছি ৷"

এদিকে, আজ স্কুলছুটির পরও ছাত্রছাত্রীরা বৃষ্টির মধ্যে মিছিল করে স্লোগান দিতে দিতে অভিযুক্ত শিক্ষকের বাড়ির দিকে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশি আশ্বাসে বাড়ি ফিরে যায় ছাত্রছাত্রীরা ৷

রায়গঞ্জ, 16 সেপ্টেম্বর : স্কুল ছাত্রীদের অশ্লীল মেসেজের পাঠানোর অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত শিক্ষকের সাসপেনশনের দাবিতে আজ স্কুল শুরু হতেই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা ৷ রায়গঞ্জের দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানি বিদ্যাপীঠের ঘটনা ৷

ছাত্রীদের অভিযোগ, স্কুলের ভূগোল শিক্ষক বাপি প্রামাণিক বিভিন্ন সময়ে তাদের সোশাল মিডিয়ায় অশ্লীল মেসেজ করতেন ৷ ক্লাস টুয়েলেভের এক ছাত্রী বলে, "আমাকে বারবার হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের পাশাপাশি অশ্লীল মেসেজও পাঠান বাপিস্যার ৷ বারণ করার পরও একই কাজ করতেন ৷ শুধু আমি নয়, অন্যদের সঙ্গেও একই কাজ করতেন । ছবিতে নোংরা কমেন্টও করতেন । প্রধান শিক্ষককে বিষয়টি নিয়ে জানিয়েছিলাম । লাভের লাভ হয়নি । তাই আজ সকালে আমরা সবাই মিলে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করি ।" তাদের দাবি, ওই শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়া হোক ।

স্কুলের প্রাক্তনীদেরও একই অভিযোগ । এক প্রাক্তনী বলছেন, "বাপি স্যার ল্যাবে আমাকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন । ফোনে বা সোশাল মিডিয়ায় তো আকছার অশ্লীল মেসেজ করতেন । বাধ্য হয়ে ওঁর বাড়ি গিয়ে জানিয়ে আসি । তারপরও লাভ হয়নি ।"

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, "এর আগে আমাদের কাছে এমন কোনও অভিযোগ আসেনি ৷ আজ একটি অভিযোগ জমা পড়েছে ৷ আমরা বিষয়টির তদন্ত করব ৷ দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷" যদিও আজ অভিযুক্ত শিক্ষক বাপি প্রামাণিক স্কুলে অনুপস্থিত ছিলেন ৷ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার বাবা অসুস্থ৷ তাঁর চিকিৎসার কারণে বাইরে রয়েছি ৷"

এদিকে, আজ স্কুলছুটির পরও ছাত্রছাত্রীরা বৃষ্টির মধ্যে মিছিল করে স্লোগান দিতে দিতে অভিযুক্ত শিক্ষকের বাড়ির দিকে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশি আশ্বাসে বাড়ি ফিরে যায় ছাত্রছাত্রীরা ৷

Intro:রায়গঞ্জ, ১৬ সেপ্টেম্বরঃ-স্কুলের ছাত্রীদের অশ্লীল মেসেজের অভিযোগ উঠল এক শিক্ষকের শিক্ষকের বিরুদ্ধে।পাশাপাশি দীর্ঘদিন ধরেই একইভাবে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের নানানভাবে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতিবাদে ছাত্রছাত্রীদের তীব্র বিক্ষোভ দেবীনগর কৈলাশচন্দ্র রাধারাণী বিদ্যাপিঠে।এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সাসপেনশন দাবী করে তুমুল বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার শিক্ষামহলে।স্কুলের সর্বত্র ওই শিক্ষকের শাস্তির দাবীতে পোস্টার সেটেছে ছাত্রছাত্রীরা।

ছাত্রছাত্রীদের তরফ থেকে জানা গিয়েছে,দীর্ঘদিন ধরেই ভূগোলের শিক্ষক বাপি প্রামাণিক নানান সময়ে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে অশ্লীল মেসেজ করত।এছাড়াও বিভিন্ন প্রাক্তন ছাত্রীদের অভিযোগ ভূগোল ল্যাবে ছাত্রীদের যৌন হেনস্থা করেছেন বলেও অভিযোগ। গত শুক্রবার স্কুলের এক ছাত্রীকে ফের অশ্লীল মেসেজ করেন ওই শিক্ষক।এরপরই শিক্ষকের বিরুদ্ধে গর্জে ওঠার সিদ্ধান্ত নেয় প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। প্রাক্তন ছাত্রীদের অভিযোগ এর আগেও যৌন হেনস্তার বিষয়ে ওই শিক্ষকের বাড়িতেও অভিযোগ জানানো হয়েছিল।তা সত্ত্বেও একই কাজ করে চলেছেন ওই শিক্ষক।এদিন সকালে স্কুল খুলতেই ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে।প্রধান শিক্ষকের দপ্তরে গিয়ে ছাত্রছাত্রীরা ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ছাত্রছাত্রীরা। যদিও এদিন স্কুলে অনুপস্থিত ছিলেন ওই অভিযুক্ত শিক্ষক।পারিবারিক সমস্যার কারণে তিনি আসতে পারেননি বলেই দাবী করেছেন বাপিবাবু।

এদিন স্কুলের প্রাক্তন এক ছাত্রী অভিযোগ করে বলেন,ওই শিক্ষক আমাদের প্র‍্যাকটিকাল রুমে আমার সঙ্গে যৌন হেনস্তা করেছিলেন।তারপরেও আমাকে রাতে বারবার অশ্লীল মেসেজ করতেন।আমি বিষয়টি নিয়ে সরাসরি তার বাড়িতে গিয়ে শিক্ষকের স্ত্রীকে অভিযোগ জানিয়েছিলাম।

অন্য এক ছাত্রী বলেন,আমাদের সাথেও একই ব্যবহার বারবার করেছেন ওই শিক্ষক।আমরা এর আগেও এই বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককে জানিয়েছিলাম।কিন্তু কোনো পদক্ষেপ নেননি তিনি।আমরা ওই শিক্ষকের সাসপেনশন দাবী করছি।

স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন,এর আগে আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি।আজ একটি অভিযোগ জমা পড়েছে।আমরা বিষয়টির তদন্ত করব।দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত শিক্ষককে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার বাবা অসুস্থ। আমি তার চিকিৎসার কারণে বাইরে রয়েছি।এই মুহূর্তে আমি এর বেশি কোনো মন্তব্য করতে চাইনা।

বাইট-- ছাত্রী-১,,ছাত্রী-২,,প্রধান শিক্ষক উৎপল দত্ত।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।।Body:AkConclusion:k
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.