রায়গঞ্জ , 27 সেপ্টেম্বর : জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে অভব্য আচরণ করেছেন ৷ এই অভিযোগে আজ বিকেলে সাসপেন্ড হলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি গৌরাঙ্গ চোহান ৷ অভিযোগ, দুই শিক্ষককে জোর করে তিনি নিজের পছন্দের জায়গায় নিয়োগের দাবি জানান ৷ হুমকিও দিয়েছেন তিনি ৷
গতকাল তাঁর আচরণের কারণ জানতে চেয়ে শোকজ়ের চিঠি দেন জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি ৷ 30 তারিখের আগে এই বিষয়ে তাঁর উত্তর চাওয়া হয় । অন্যথায় দপ্তরের তরফে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে জানানো হয় চিঠিতে । পরে উত্তর পাওয়ার তাঁকে সাসপেন্ড করা হয় ৷ এই নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে বলা হয়, গৌরাঙ্গ চোহান সংগঠনের সভাপতি হিসেবে চিঠির উত্তর দিয়েছেন । তাঁর দেওয়া উত্তরগুলি সন্তোষজনক নয় ।
জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, 2004-2005 সালে চাকরি পাওয়া নতুন শিক্ষকদের নিয়োগের কাজ শেষ হয়েছে । রায়গঞ্জের উকিলপাড়ার এমনই দুই শিক্ষক ও শিক্ষিকাকে বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে নিয়োগ করা হয় ৷ এই নিয়ে অশান্তি হয় গৌরাঙ্গবাবু ও জেলা বিদ্যালয় পরিদর্শকের মধ্যে ।
গৌরাঙ্গবাবু জানিয়েছেন, ওই দুই শিক্ষক-শিক্ষিকা তাঁর কাছে সাহায্যের জন্য এলে তিনি এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে কথা বলতে গেছিলেন । তিনি বলেন , " আমি ওই শিক্ষক-শিক্ষিকার সমস্যার পাশাপাশি অন্যান্য সমস্যা নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে আলোচনা করতে গেছিলাম । অভব্য আচরণ আমি করিনি । তা সত্ত্বেও কেন এমন চিঠি আমাকে দেওয়া হল তা জানি না ।"