ETV Bharat / state

জেলা বিদ্যালয় পরিদর্শককে হুমকির অভিযোগ; সাসপেন্ড তৃণমূল শিক্ষাসেলের জেলা নেতা - TMC

জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকির অভিযোগে আজ বিকেলে সাসপেন্ড করা হল পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির(প্রাথমিক) জেলা সভাপতি গৌরাঙ্গ চোহানকে । আজ বিকেলে তাঁকে এই বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।

tmc
author img

By

Published : Sep 27, 2019, 9:54 PM IST

Updated : Sep 27, 2019, 10:47 PM IST

রায়গঞ্জ , 27 সেপ্টেম্বর : জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে অভব্য আচরণ করেছেন ৷ এই অভিযোগে আজ বিকেলে সাসপেন্ড হলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি গৌরাঙ্গ চোহান ৷ অভিযোগ, দুই শিক্ষককে জোর করে তিনি নিজের পছন্দের জায়গায় নিয়োগের দাবি জানান ৷ হুমকিও দিয়েছেন তিনি ৷

গতকাল তাঁর আচরণের কারণ জানতে চেয়ে শোকজ়ের চিঠি দেন জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি ৷ 30 তারিখের আগে এই বিষয়ে তাঁর উত্তর চাওয়া হয় । অন্যথায় দপ্তরের তরফে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে জানানো হয় চিঠিতে । পরে উত্তর পাওয়ার তাঁকে সাসপেন্ড করা হয় ৷ এই নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে বলা হয়, গৌরাঙ্গ চোহান সংগঠনের সভাপতি হিসেবে চিঠির উত্তর দিয়েছেন । তাঁর দেওয়া উত্তরগুলি সন্তোষজনক নয় ।

জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, 2004-2005 সালে চাকরি পাওয়া নতুন শিক্ষকদের নিয়োগের কাজ শেষ হয়েছে । রায়গঞ্জের উকিলপাড়ার এমনই দুই শিক্ষক ও শিক্ষিকাকে বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে নিয়োগ করা হয় ৷ এই নিয়ে অশান্তি হয় গৌরাঙ্গবাবু ও জেলা বিদ্যালয় পরিদর্শকের মধ্যে ।

গৌরাঙ্গবাবু জানিয়েছেন, ওই দুই শিক্ষক-শিক্ষিকা তাঁর কাছে সাহায্যের জন্য এলে তিনি এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে কথা বলতে গেছিলেন । তিনি বলেন , " আমি ওই শিক্ষক-শিক্ষিকার সমস্যার পাশাপাশি অন্যান্য সমস্যা নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে আলোচনা করতে গেছিলাম । অভব্য আচরণ আমি করিনি । তা সত্ত্বেও কেন এমন চিঠি আমাকে দেওয়া হল তা জানি না ।"

রায়গঞ্জ , 27 সেপ্টেম্বর : জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে অভব্য আচরণ করেছেন ৷ এই অভিযোগে আজ বিকেলে সাসপেন্ড হলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি গৌরাঙ্গ চোহান ৷ অভিযোগ, দুই শিক্ষককে জোর করে তিনি নিজের পছন্দের জায়গায় নিয়োগের দাবি জানান ৷ হুমকিও দিয়েছেন তিনি ৷

গতকাল তাঁর আচরণের কারণ জানতে চেয়ে শোকজ়ের চিঠি দেন জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি ৷ 30 তারিখের আগে এই বিষয়ে তাঁর উত্তর চাওয়া হয় । অন্যথায় দপ্তরের তরফে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে জানানো হয় চিঠিতে । পরে উত্তর পাওয়ার তাঁকে সাসপেন্ড করা হয় ৷ এই নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে বলা হয়, গৌরাঙ্গ চোহান সংগঠনের সভাপতি হিসেবে চিঠির উত্তর দিয়েছেন । তাঁর দেওয়া উত্তরগুলি সন্তোষজনক নয় ।

জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, 2004-2005 সালে চাকরি পাওয়া নতুন শিক্ষকদের নিয়োগের কাজ শেষ হয়েছে । রায়গঞ্জের উকিলপাড়ার এমনই দুই শিক্ষক ও শিক্ষিকাকে বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে নিয়োগ করা হয় ৷ এই নিয়ে অশান্তি হয় গৌরাঙ্গবাবু ও জেলা বিদ্যালয় পরিদর্শকের মধ্যে ।

গৌরাঙ্গবাবু জানিয়েছেন, ওই দুই শিক্ষক-শিক্ষিকা তাঁর কাছে সাহায্যের জন্য এলে তিনি এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে কথা বলতে গেছিলেন । তিনি বলেন , " আমি ওই শিক্ষক-শিক্ষিকার সমস্যার পাশাপাশি অন্যান্য সমস্যা নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে আলোচনা করতে গেছিলাম । অভব্য আচরণ আমি করিনি । তা সত্ত্বেও কেন এমন চিঠি আমাকে দেওয়া হল তা জানি না ।"

Intro:রায়গঞ্জ, ২৭সেপ্টেম্বরঃ- পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি গৌরাঙ্গ চোহানকে শোকজ করলেন জেলা বিদ্যালয় পরিদর্শক(প্রাথমিক) সুজিত মাইতি। তার বিরুদ্ধে নিজের কাছের দুই শিক্ষককে পছন্দমতো জায়গায় পোস্টিং করানোর জন্য দাবী করে রীতিমতো জোরজবস্তি করা ও জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে অভব্য আচরণ করা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।গত ২৬ তারিখ এমন আচরণের কারণ জানতে চেয়ে শোকজের চিঠি দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক।আগামী ৩০ তারিখের মধ্যে এই বিষয়ে তার উত্তর চাওয়া হয়েছে।অন্যথায় তার বিরুদ্ধে দপ্তরের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা চিঠিতে জানানো হয়েছে।এই ঘটনায় জেলা শিক্ষামহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে,২০০৪-০৫ সালে চাকরি পাওয়া নতুন শিক্ষকদের পোস্টিংয়ের কাজ শেষ হয়েছে।রায়গঞ্জের উকিলপাড়ার এমনই দুই শিক্ষক ও শিক্ষিকাকে বাড়ি থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে পোস্টিং দেওয়া নিয়ে গোল বাধে গৌরাঙ্গবাবু ও জেলা বিদ্যালয় পরিদর্শকের মধ্যে।গোরাঙ্গবাবুর দাবী,ওই দুই শিক্ষক-শিক্ষিকা তার কাছে সাহায্যের জন্য এলে তিনি এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন।তিনি কোনোরকমের অভব্য আচরণ করেননি।অন্যদিকে,শোকজ চিঠিতে জেলা বিদ্যালয় পরিদর্শক দাবী করেছেন দুই শিক্ষক-শিক্ষিকার পোস্টিং করানোর দাবীতে রীতিমতো দাদাগিরি করেছেন গোরাঙ্গবাবু।তার দপ্তরে বিনা অনুমতিতে ঢুকে গৌরাঙ্গবাবু হুমকিও দিয়েছেন।এর পাশাপাশি রাস্তাতেও তাকে আদালতে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।কেন এই ধরণের আচরণ করা হল তার কারণ জানতে চেয়ে গৌরাঙ্গবাবুকে শোকজ চিঠি ধরিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক।

এই বিষয়ে গৌরাঙ্গবাবু বলেন,আমি ওই শিক্ষক-শিক্ষিকার সমস্যার পাশাপাশি অন্যন্যদের নানান সমস্যা নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম।কোনরকমের অভব্য আচরণ আমি করিনি।তা সত্ত্বেও কেন এমন চিঠি আমাকে দেওয়া হল তা জানিনা।আমি এই চিঠির উত্তর আমি অবশ্যই দেবো।তবে কোনভাবেই আমি জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে অভদ্রতা করিনি।

এই ঘটনার প্রসঙ্গে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে একাধিকবার টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।Body:সজConclusion:আজভ
Last Updated : Sep 27, 2019, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.