ETV Bharat / state

কোরোনাকে হারিয়ে বাড়ি ফিরল রায়গঞ্জের শিশু - corona treatment

দিল্লি থেকে বাবা-মায়ের সঙ্গে ফেরার পরই কোরোনায় আক্রান্ত হয় চার বছরের শিশু । সঙ্গে সঙ্গে রায়গঞ্জের কোরোনা হাসপাতালে তাকে ভরতি করা হয় । আজ সম্পূর্ণ সুস্থ বলে ছেড়ে দেওয়া হয় তাকে।

কোরোনা
কোরোনা
author img

By

Published : May 29, 2020, 10:07 PM IST

রায়গঞ্জ, 29 মে : কোরোনাকে হারিয়ে হাসিমুখে বাড়ি ফিরল চার বছরের শিশু । 23 তারিখ ইটাহারের বাসিন্দা ওই শিশু কোরোনা আক্রান্ত বলে জানা যায় । সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিভাগের তরফে তাকে রায়গঞ্জ কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । এরপর সে সুস্থ হয়ে উঠলে আজ তাকে ছুটি দেওয়া হয় । মালা পরিয়ে হাতে ফিট সার্টিফিকেট দিয়ে তাকে ছুটি দেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । পুষ্পবৃষ্টি করে তাকে হাসপাতালের বাইরে পর্যন্ত ছেড়ে আসেন তাঁরা ।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, ইটাহারের শিশুটি 22 মে তার বাবা-মা'র সঙ্গে দিল্লি থেকে বাড়ি ফিরেছিল । তার বাবা-মা দু'জনই দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন । ইটাহারে ফেরার পরই তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় । এছাড়াও স্ক্রিনিংয়ের মাধ্যমে তাঁদের শরীরে জ্বর আছে কিনা তাও যাচাই করে স্বাস্থ্যবিভাগের কর্মীরা । 23 তারিখ ওই শিশুটির দেহে কোরোনা ভাইরাসের হদিস মেলে । তারপরই তাকে রায়গঞ্জের কোরোনা হাসপাতালে ভরতি করা হয় ।

এদিন শিশুটিকে সুস্থ ঘোষণা করে ছেড়ে দেওয়ায় স্বস্তি পেয়েছেন কোরোনা হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা । এখনও পর্যন্ত কোরোনা হাসপাতাল থেকে মোট 32 জনকে ছেড়ে দেওয়া হয়েছে । তাঁরা প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন । শিশুটির সঙ্গে তার মাও হাসপাতালে ছিলেন । তবে তিনি কোরোনা আক্রান্ত নন । শিশুটির মা বলেন, "আমার ছেলে কaরোনা পজ়িটিভ হয়েছে তা জানতে পেরে প্রথমে আতঙ্কিত হলেও পরে তা কাটিয়ে উঠতে পেরেছি । চিকিৎসকরা জানিয়েছেন, আমার ছেলে বর্তমানে সুস্থ রয়েছে । আজ আমরা বাড়ি ফিরতে পেরে যথেষ্ট খুশি ।"

হাসপাতালের চিকিৎসক দিলীপ কুমার গুপ্তা বলেন, "আমাদের হাসপাতাল থেকে ইতিমধ্যেই 32জন কোরোনা আক্রান্ত রোগীদের ছেড়ে দেওয়া হয়েছে । তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন । আজ এই শিশুটিকে আমরা ছাড়তে পেরে অত্যন্ত খুশি হয়েছি । যাঁরা কোরোনাই আক্রান্ত হয়েছেন তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সরকারি বিধিনিষেধগুলো মানলেই এই রোগ থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন ।"

রায়গঞ্জ, 29 মে : কোরোনাকে হারিয়ে হাসিমুখে বাড়ি ফিরল চার বছরের শিশু । 23 তারিখ ইটাহারের বাসিন্দা ওই শিশু কোরোনা আক্রান্ত বলে জানা যায় । সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিভাগের তরফে তাকে রায়গঞ্জ কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । এরপর সে সুস্থ হয়ে উঠলে আজ তাকে ছুটি দেওয়া হয় । মালা পরিয়ে হাতে ফিট সার্টিফিকেট দিয়ে তাকে ছুটি দেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । পুষ্পবৃষ্টি করে তাকে হাসপাতালের বাইরে পর্যন্ত ছেড়ে আসেন তাঁরা ।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, ইটাহারের শিশুটি 22 মে তার বাবা-মা'র সঙ্গে দিল্লি থেকে বাড়ি ফিরেছিল । তার বাবা-মা দু'জনই দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন । ইটাহারে ফেরার পরই তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় । এছাড়াও স্ক্রিনিংয়ের মাধ্যমে তাঁদের শরীরে জ্বর আছে কিনা তাও যাচাই করে স্বাস্থ্যবিভাগের কর্মীরা । 23 তারিখ ওই শিশুটির দেহে কোরোনা ভাইরাসের হদিস মেলে । তারপরই তাকে রায়গঞ্জের কোরোনা হাসপাতালে ভরতি করা হয় ।

এদিন শিশুটিকে সুস্থ ঘোষণা করে ছেড়ে দেওয়ায় স্বস্তি পেয়েছেন কোরোনা হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা । এখনও পর্যন্ত কোরোনা হাসপাতাল থেকে মোট 32 জনকে ছেড়ে দেওয়া হয়েছে । তাঁরা প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন । শিশুটির সঙ্গে তার মাও হাসপাতালে ছিলেন । তবে তিনি কোরোনা আক্রান্ত নন । শিশুটির মা বলেন, "আমার ছেলে কaরোনা পজ়িটিভ হয়েছে তা জানতে পেরে প্রথমে আতঙ্কিত হলেও পরে তা কাটিয়ে উঠতে পেরেছি । চিকিৎসকরা জানিয়েছেন, আমার ছেলে বর্তমানে সুস্থ রয়েছে । আজ আমরা বাড়ি ফিরতে পেরে যথেষ্ট খুশি ।"

হাসপাতালের চিকিৎসক দিলীপ কুমার গুপ্তা বলেন, "আমাদের হাসপাতাল থেকে ইতিমধ্যেই 32জন কোরোনা আক্রান্ত রোগীদের ছেড়ে দেওয়া হয়েছে । তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন । আজ এই শিশুটিকে আমরা ছাড়তে পেরে অত্যন্ত খুশি হয়েছি । যাঁরা কোরোনাই আক্রান্ত হয়েছেন তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সরকারি বিধিনিষেধগুলো মানলেই এই রোগ থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.