ETV Bharat / state

Dilip Ghosh: কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছেন ফিরহাদ, কটাক্ষ দিলীপের

রবিবার রায়গঞ্জে কর্মসূচিতে এসে দিলীপ ঘোষ বলেন, "ফিরহাদ ইতিমধ্যেই কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন ৷ এবার পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবেন ৷ বাংলায় আবার বঙ্গভঙ্গের সময়কার পরিস্থিতি আসতে চলেছে ৷ আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব ৷"

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 20, 2021, 5:08 PM IST

রায়গঞ্জ, 20 জুন : "কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছেন ফিরহাদ হাকিম ৷" আজ বিজেপির দলীয় কার্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে কটাক্ষ করেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ তারই জবাবে আজ রায়গঞ্জের এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷

রবিবার রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে এসে দিলীপ ঘোষ বলেন, " ফিরহাদ ইতিমধ্যেই কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন ৷ এবার পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবেন ৷ বাংলায় আবার বঙ্গভঙ্গের সময়কার পরিস্থিতি আসতে চলেছে ৷ আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব ৷ আর এই কারণেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা দরকার ৷"

এছাড়া জন বারলার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবিকে নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, " উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত, এখানে কোনও উন্নয়নই হয়নি । তাই উত্তরবঙ্গের মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা থেকে এই ধরনের আন্দোলন শুরু হয়েছে ৷ এবং উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি কেউ কেউ তুলেছেন। তবে আমরা বিজেপি দল কখনই বঙ্গভঙ্গের পক্ষে নই ।"

রায়গঞ্জে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার মন্তব্যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস আন্দোলনে মাঠে নেমে পড়েছে । তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অভিযোগ তুলে সরব হয়েছে ।

আরও পড়ুন : Dilip Ghosh : রাজ্যপাল ফোবিয়ায় ভুগছে তৃণমূল, কটাক্ষ দিলীপের

অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের পালটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত । তিনিই পাহাড়ে বিমল গুরুংকে নিয়ে গোর্খাল্যান্ড আন্দোলনকে সমর্থন করেছেন । আমরা কখনই গোর্খাল্যান্ড আন্দোলনকে সমর্থন করিনি । বিজেপির স্পষ্ট বার্তা, বাংলাকে অভিন্ন রেখে উন্নয়নের মাধ্যমে বাংলার পরিবর্তন চায় ।

রায়গঞ্জ, 20 জুন : "কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছেন ফিরহাদ হাকিম ৷" আজ বিজেপির দলীয় কার্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে কটাক্ষ করেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ তারই জবাবে আজ রায়গঞ্জের এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷

রবিবার রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে এসে দিলীপ ঘোষ বলেন, " ফিরহাদ ইতিমধ্যেই কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন ৷ এবার পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবেন ৷ বাংলায় আবার বঙ্গভঙ্গের সময়কার পরিস্থিতি আসতে চলেছে ৷ আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব ৷ আর এই কারণেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা দরকার ৷"

এছাড়া জন বারলার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবিকে নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, " উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত, এখানে কোনও উন্নয়নই হয়নি । তাই উত্তরবঙ্গের মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা থেকে এই ধরনের আন্দোলন শুরু হয়েছে ৷ এবং উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি কেউ কেউ তুলেছেন। তবে আমরা বিজেপি দল কখনই বঙ্গভঙ্গের পক্ষে নই ।"

রায়গঞ্জে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার মন্তব্যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস আন্দোলনে মাঠে নেমে পড়েছে । তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অভিযোগ তুলে সরব হয়েছে ।

আরও পড়ুন : Dilip Ghosh : রাজ্যপাল ফোবিয়ায় ভুগছে তৃণমূল, কটাক্ষ দিলীপের

অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের পালটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত । তিনিই পাহাড়ে বিমল গুরুংকে নিয়ে গোর্খাল্যান্ড আন্দোলনকে সমর্থন করেছেন । আমরা কখনই গোর্খাল্যান্ড আন্দোলনকে সমর্থন করিনি । বিজেপির স্পষ্ট বার্তা, বাংলাকে অভিন্ন রেখে উন্নয়নের মাধ্যমে বাংলার পরিবর্তন চায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.