ETV Bharat / state

ছানার জোগান নেই, ক্রেতাও কম; মিষ্টির দোকান খুলে লোকসান ব্যবসায়ীদের

author img

By

Published : May 14, 2020, 4:02 PM IST

মিষ্টির দোকান খুলেও লাভ হচ্ছে না বলে জানালেন রায়গঞ্জের মিষ্টি ব্যবসায়ীরা । ক্রেতার সংখ্যাও কম । পর্যাপ্ত ছানারও জোগান নেই ।

coorona
কোরোনা

রায়গঞ্জ, 14 মে : সকাল থেকে সন্ধে পর্যন্ত মিষ্টির দোকান খোলা রাখা যাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইমতো রায়গঞ্জে মিষ্টির দোকান খুলছেন মালিকরা । কিন্তু লাভের থেকে লোকসান হচ্ছে বেশি । ক্ষতির মুখে পড়ছেন মিষ্টি বিক্রেতারা । লোকসানের কারণ হিসেবে উঠে আসছে অনেকগুলি বিষয় । লকডাউনের জেরে ছানার জোগান কম । ক্রেতার সংখ্যাও কম । কোরোনা সংক্রমণের ভয়ে ঘরবন্দী মানুষ । তাই গ্রাহকের দেখা নেই । রায়গঞ্জের দোকানদাররা জানান, দোকান খোলা রাখলে লাভের চেয়ে লোকসান হচ্ছে বেশি ।

এদিকে তৃতীয় দফার লকডাউন শেষ হতে আর তিন দিন বাকি । প্রথম পর্যায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, চার ঘণ্টা করে মিষ্টির দোকান খোলা রাখা যাবে । এতে সমস্যায় পড়েছিলেন মিষ্টি ব্যবসায়ীরা । পরে মুখ্যমন্ত্রী নতুন করে আবার ঘোষণা করেন, সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে ।

কিন্তু, দোকান খোলা রাখলেও লাভ হচ্ছে না । বিক্রি হচ্ছে না মিষ্টি । লকডাউনের কারণে মানুষ গৃহবন্দী । সংক্রমণের আশঙ্কায় বাড়ি থেকে অতি প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না কেউই । তার মধ্যে মিষ্টি অত্যাবশ্যকীয় পণ্যও নয় । নেই কোন পুজোপার্বণও । কোনও অনুষ্ঠানও নেই । কারণ এই পরিস্থিতিতে সরকারের তরফে জমায়েত করে অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে । ফলে সমস্যায় পড়েছেন মিষ্টি ব্যবসায়ীরা । এছাড়াও এখন দুধ ও ছানার পর্যাপ্ত জোগান নেই । মিষ্টি ব্যবসায়ী বাবু সাহা জানিয়েছেন, "লকডাউনের কারণে মানুষ দোকানে আসতে পারছেন না । তাছাড়া ছানার জোগান পর্যাপ্ত না থাকায় মিষ্টি বানাতে পারছি না । ক্ষতি হচ্ছে আমাদের । লাভের বদলে লোকসান হচ্ছে বেশি । তাছাড়া ভরদুপুরে দোকান খোলায় গ্রাহকরা গরমের মধ্য়ে দোকানে আসছেন না । যেটুকু মিষ্টি বানাচ্ছি সেগুলিও বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে ।"

রায়গঞ্জ, 14 মে : সকাল থেকে সন্ধে পর্যন্ত মিষ্টির দোকান খোলা রাখা যাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইমতো রায়গঞ্জে মিষ্টির দোকান খুলছেন মালিকরা । কিন্তু লাভের থেকে লোকসান হচ্ছে বেশি । ক্ষতির মুখে পড়ছেন মিষ্টি বিক্রেতারা । লোকসানের কারণ হিসেবে উঠে আসছে অনেকগুলি বিষয় । লকডাউনের জেরে ছানার জোগান কম । ক্রেতার সংখ্যাও কম । কোরোনা সংক্রমণের ভয়ে ঘরবন্দী মানুষ । তাই গ্রাহকের দেখা নেই । রায়গঞ্জের দোকানদাররা জানান, দোকান খোলা রাখলে লাভের চেয়ে লোকসান হচ্ছে বেশি ।

এদিকে তৃতীয় দফার লকডাউন শেষ হতে আর তিন দিন বাকি । প্রথম পর্যায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, চার ঘণ্টা করে মিষ্টির দোকান খোলা রাখা যাবে । এতে সমস্যায় পড়েছিলেন মিষ্টি ব্যবসায়ীরা । পরে মুখ্যমন্ত্রী নতুন করে আবার ঘোষণা করেন, সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে ।

কিন্তু, দোকান খোলা রাখলেও লাভ হচ্ছে না । বিক্রি হচ্ছে না মিষ্টি । লকডাউনের কারণে মানুষ গৃহবন্দী । সংক্রমণের আশঙ্কায় বাড়ি থেকে অতি প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না কেউই । তার মধ্যে মিষ্টি অত্যাবশ্যকীয় পণ্যও নয় । নেই কোন পুজোপার্বণও । কোনও অনুষ্ঠানও নেই । কারণ এই পরিস্থিতিতে সরকারের তরফে জমায়েত করে অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে । ফলে সমস্যায় পড়েছেন মিষ্টি ব্যবসায়ীরা । এছাড়াও এখন দুধ ও ছানার পর্যাপ্ত জোগান নেই । মিষ্টি ব্যবসায়ী বাবু সাহা জানিয়েছেন, "লকডাউনের কারণে মানুষ দোকানে আসতে পারছেন না । তাছাড়া ছানার জোগান পর্যাপ্ত না থাকায় মিষ্টি বানাতে পারছি না । ক্ষতি হচ্ছে আমাদের । লাভের বদলে লোকসান হচ্ছে বেশি । তাছাড়া ভরদুপুরে দোকান খোলায় গ্রাহকরা গরমের মধ্য়ে দোকানে আসছেন না । যেটুকু মিষ্টি বানাচ্ছি সেগুলিও বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.