ETV Bharat / state

ধান বিক্রির পরও টাকা না পেয়ে রায়গঞ্জে বিক্ষোভ কৃষকদের - farmers protest

সাতদিনের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা থাকলেও প্রায় দু'মাস কেটে গিয়েছে ৷ কিন্ত রাজ্যের কৃষকদের হাতে এখনও টাকা আসেনি ৷ তারই প্রতিবাদে আজ রায়গঞ্জের পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেড দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করে তারা ৷

পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেড দপ্তরের সামনে বিক্ষোভ কৃষকদের
পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেড দপ্তরের সামনে বিক্ষোভ কৃষকদের
author img

By

Published : Mar 3, 2021, 11:03 PM IST

রায়গঞ্জ, 3 মার্চ: সরকারি মূল্যে ধান বিক্রি করার পর কেটে গিয়েছে প্রায় দুই মাস ৷ তারপরও টাকা পায়নি কৃষকরা ৷ অথচ কথা ছিল সাত দিনের মধ্যে ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢোকার ৷ টাকা না মেলায় বুধবার রায়গঞ্জের পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেড দফতরের সামনে বিক্ষোভ শুরু করে কৃষকরা ।

কৃষকদের অভিযোগ, 2020 সালের 30 ডিসেম্বর সরকারি মূল্যে তাঁরা ধান বিক্রি করেছেন। কেউ 18 কুইন্টাল, কেউ 20 কুইন্টাল ৷ কেউ বা তারও বেশি পরিমাণ ধান বিক্রি করেছেন সরকারকে। কিন্তু সাতদিনের মধ্যে তাঁদের প্রাপ্য টাকা ব্যাঙ্কের একাউন্টে আসার কথা থাকলেও এখনও মেলেনি সেই টাকা। বিক্ষোভকারী কৃষকদের মধ্যে অন্যতম সাজ্জাদ আলি বলেন, "প্রায় সাত দিনের নাম করে দুই মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনও টাকা মিলছে না। বারংবার অফিসে এসে যোগাযোগ করেও কোনও সদুত্তর মেলেনি। সেই কারণে আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি।" নির্বাচন ঘোষণা হওয়ার কারণে সেই টাকা মেলা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বলেও জানিয়েছেন সাজ্জাদ আলি।

ধান বিক্রি করার পরও টাকা না মেলায় রায়গঞ্জে বিক্ষোভ কৃষকদের

আরও পড়ুন : মিম ও আইএসএফকে টক্কর দিতে আসরে নস্যশেখ

এবিষয়ে পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেডের আধিকারিক মনোজ দত্ত জানান, "বিভিন্ন ব্যাঙ্ক একত্রে মিলিত হয়ে যাওয়ার কারণে আইএফএসসি কোড বদলাচ্ছে। যার কারণে কৃষকদের টাকা এখনও দেওয়া সম্ভব হয়নি। এই সমস্যার মধ্যে রয়েছেন জেলার প্রায় 60 জন কৃষক।" নির্বাচন ঘোষণা হয়ে গেলেও কৃষকরা তাঁদের প্রাপ্য টাকা পাবেন বলে জানান তিনি।

রায়গঞ্জ, 3 মার্চ: সরকারি মূল্যে ধান বিক্রি করার পর কেটে গিয়েছে প্রায় দুই মাস ৷ তারপরও টাকা পায়নি কৃষকরা ৷ অথচ কথা ছিল সাত দিনের মধ্যে ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢোকার ৷ টাকা না মেলায় বুধবার রায়গঞ্জের পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেড দফতরের সামনে বিক্ষোভ শুরু করে কৃষকরা ।

কৃষকদের অভিযোগ, 2020 সালের 30 ডিসেম্বর সরকারি মূল্যে তাঁরা ধান বিক্রি করেছেন। কেউ 18 কুইন্টাল, কেউ 20 কুইন্টাল ৷ কেউ বা তারও বেশি পরিমাণ ধান বিক্রি করেছেন সরকারকে। কিন্তু সাতদিনের মধ্যে তাঁদের প্রাপ্য টাকা ব্যাঙ্কের একাউন্টে আসার কথা থাকলেও এখনও মেলেনি সেই টাকা। বিক্ষোভকারী কৃষকদের মধ্যে অন্যতম সাজ্জাদ আলি বলেন, "প্রায় সাত দিনের নাম করে দুই মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনও টাকা মিলছে না। বারংবার অফিসে এসে যোগাযোগ করেও কোনও সদুত্তর মেলেনি। সেই কারণে আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি।" নির্বাচন ঘোষণা হওয়ার কারণে সেই টাকা মেলা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বলেও জানিয়েছেন সাজ্জাদ আলি।

ধান বিক্রি করার পরও টাকা না মেলায় রায়গঞ্জে বিক্ষোভ কৃষকদের

আরও পড়ুন : মিম ও আইএসএফকে টক্কর দিতে আসরে নস্যশেখ

এবিষয়ে পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেডের আধিকারিক মনোজ দত্ত জানান, "বিভিন্ন ব্যাঙ্ক একত্রে মিলিত হয়ে যাওয়ার কারণে আইএফএসসি কোড বদলাচ্ছে। যার কারণে কৃষকদের টাকা এখনও দেওয়া সম্ভব হয়নি। এই সমস্যার মধ্যে রয়েছেন জেলার প্রায় 60 জন কৃষক।" নির্বাচন ঘোষণা হয়ে গেলেও কৃষকরা তাঁদের প্রাপ্য টাকা পাবেন বলে জানান তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.