ETV Bharat / state

প্রধানের সই ও সিল জাল করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা, অভিযুক্ত পঞ্চায়েত কর্মী - পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান

শুধু জাল ট্রেড লাইসেন্স বানিয়ে দেওয়াই নয়, পঞ্চায়েত কর্মী নিত্যরঞ্জন হাজরার বিরুদ্ধে একাধক বেআইনি কাজের অভিযোগ উঠেছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের 4 নং বিন্দোল গ্রাম পঞ্চায়েতের চতুর্থ শ্রেনির কর্মচারি নিত্যরঞ্জন হাজরা, পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান সুচিত্রা বর্মনের সই জাল করেন ৷ এমনকি জাল সিলও বানান ৷ এরপর স্থানীয় ব্যবসায়ীদের মোটা টাকার বিনিময়ে নতুন ট্রেড লাইসেন্স এবং পুরনো ট্রেড লাইসেন্সের নবীকরণ করে দিচ্ছিলেন।

fake_trade_license made by a panchayet worker in north dinajpur
পঞ্চায়েত প্রধানের সই ও সিল জাল করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা, অভিযুক্ত পঞ্চায়েত কর্মী
author img

By

Published : Feb 6, 2021, 8:51 PM IST

উত্তর দিনাজপুর, 6 ফেব্রুয়ারি : সিল ও প্রধানের সই জাল করে একাধিক গ্রামের ব্যবসায়ীদের ভুয়ো ট্রেড লাইসেন্স দিয়ে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 4নং বিন্দোল গ্রাম পঞ্চায়েতে । বিন্দোল গ্রামপঞ্চায়েতের চতুর্থ শ্রেনির কর্মচারি নিত্যরঞ্জন হাজরার বিরুদ্ধে ওঠা অভিযোগে সরব হয়েছেন প্রতারিত সব ব্যবসায়ী। প্রতারিত ব্যবসায়ীরা ওই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে রায়গঞ্জ ব্লকের বিডিয়ো, রায়গঞ্জ মহকুমা শাসক, এমনকি উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিন্দোল গ্রামপঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান। যদিও অভিযুক্ত পঞ্চায়েত কর্মী নিত্যরঞ্জন হাজরার খোঁজ না পাওয়ায় তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের 4 নং বিন্দোল গ্রামপঞ্চায়েতের চতুর্থ শ্রেনির কর্মচারি নিত্যরঞ্জন হাজরা পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান সুচিত্রা বর্মনের সই ও সিল জাল করেন ৷ এরপর স্থানীয় ব্যবসায়ীদের মোটা টাকার বিনিময়ে নতুন ট্রেড লাইসেন্স এবং পুরনো ট্রেড লাইসেন্সের নবীকরণ করে দিচ্ছিলেন। ব্যবসায়ীরা যখন ওই ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাঙ্কে জমা দিতে যান তখন সেটা জাল ও ভুয়ো ট্রেড লাইসেন্স বলে ধরা পড়ে। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিন্দোল গ্রামপঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে রায়গঞ্জ ব্লকের বিডিয়ো, রায়গঞ্জ মহকুমাশাসক এবং উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মীনার কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যবসায়ীরা।

আরও পড়ুন : বিজেপির দেওয়াল লিখনে তৃণমূলের বাধা, উত্তেজনা রায়গঞ্জে

শুধু জাল ট্রেড লাইসেন্স বানিয়ে দেওয়াই নয়, ওই পঞ্চায়েত কর্মী নিত্যরঞ্জন হাজরার বিরুদ্ধে একাধক বেআইনি কাজের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা মনসুর আলি। এদিন বিন্দোল গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে হদিশ মেলেনি অভিযুক্ত পঞ্চায়েত কর্মী নিত্যরঞ্জন হাজরার ৷ বিন্দোল গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান সুচিত্রা বর্মন জানিয়েছেন, তাঁর কাছে এখনও লিখিত কোনও অভিযোগ আসেনি। তিনি বিষয়টি মৌখিকভাবেই শুনেছেন। ব্লক ও জেলা প্রশাসনের কাছে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে, আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান ৷

উত্তর দিনাজপুর, 6 ফেব্রুয়ারি : সিল ও প্রধানের সই জাল করে একাধিক গ্রামের ব্যবসায়ীদের ভুয়ো ট্রেড লাইসেন্স দিয়ে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 4নং বিন্দোল গ্রাম পঞ্চায়েতে । বিন্দোল গ্রামপঞ্চায়েতের চতুর্থ শ্রেনির কর্মচারি নিত্যরঞ্জন হাজরার বিরুদ্ধে ওঠা অভিযোগে সরব হয়েছেন প্রতারিত সব ব্যবসায়ী। প্রতারিত ব্যবসায়ীরা ওই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে রায়গঞ্জ ব্লকের বিডিয়ো, রায়গঞ্জ মহকুমা শাসক, এমনকি উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিন্দোল গ্রামপঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান। যদিও অভিযুক্ত পঞ্চায়েত কর্মী নিত্যরঞ্জন হাজরার খোঁজ না পাওয়ায় তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের 4 নং বিন্দোল গ্রামপঞ্চায়েতের চতুর্থ শ্রেনির কর্মচারি নিত্যরঞ্জন হাজরা পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান সুচিত্রা বর্মনের সই ও সিল জাল করেন ৷ এরপর স্থানীয় ব্যবসায়ীদের মোটা টাকার বিনিময়ে নতুন ট্রেড লাইসেন্স এবং পুরনো ট্রেড লাইসেন্সের নবীকরণ করে দিচ্ছিলেন। ব্যবসায়ীরা যখন ওই ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাঙ্কে জমা দিতে যান তখন সেটা জাল ও ভুয়ো ট্রেড লাইসেন্স বলে ধরা পড়ে। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিন্দোল গ্রামপঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে রায়গঞ্জ ব্লকের বিডিয়ো, রায়গঞ্জ মহকুমাশাসক এবং উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মীনার কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যবসায়ীরা।

আরও পড়ুন : বিজেপির দেওয়াল লিখনে তৃণমূলের বাধা, উত্তেজনা রায়গঞ্জে

শুধু জাল ট্রেড লাইসেন্স বানিয়ে দেওয়াই নয়, ওই পঞ্চায়েত কর্মী নিত্যরঞ্জন হাজরার বিরুদ্ধে একাধক বেআইনি কাজের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা মনসুর আলি। এদিন বিন্দোল গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে হদিশ মেলেনি অভিযুক্ত পঞ্চায়েত কর্মী নিত্যরঞ্জন হাজরার ৷ বিন্দোল গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান সুচিত্রা বর্মন জানিয়েছেন, তাঁর কাছে এখনও লিখিত কোনও অভিযোগ আসেনি। তিনি বিষয়টি মৌখিকভাবেই শুনেছেন। ব্লক ও জেলা প্রশাসনের কাছে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে, আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.