ETV Bharat / state

Food Poisoning: বিয়েবাড়ির সত্যনারায়ণ পুজোয় প্রসাদ খেয়ে অসুস্থ পাত্র-সহ অন্যান্যরা, স্থগিত বিয়ে - groom and others fell ill

সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ পাত্র-সহ একাধিক আত্মীয় ৷ রায়গঞ্জ গর্ভামেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থরা ৷ প্রাত্র অসুস্থ হয়ে পড়ায় ভেস্তে গেল বিয়ে ৷

Etv Bharat
পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ পাত্র
author img

By

Published : Jun 29, 2023, 8:57 PM IST

সত্যনারায়ণ পুজোয় প্রসাদ খেয়ে অসুস্থ পাত্র সহ অন্যান্যরা

রায়গঞ্জ, 29 জুন: সত্যনরায়ণ পুজোর প্রসাদ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন পাত্র-সহ অন্যান্য আত্মীয়-স্বজন। যার জেরে স্থগিতই হয়ে গেল বিয়ে । ঘটনায় শোরগোল রায়গঞ্জ। রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাত্র ও তার আত্মীয়রা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকার ঘটনা ৷

উল্লেখ্য, ছেলের বিয়ে উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজনরাও এসেছিলেন। ধুমধাম করে নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল। সেই পুজোর প্রসাদ খেয়েই ঘটল অঘটন। পাত্র-সহ অসুস্থ হলেন প্রায় 33 জন। ছাদনাতলার নয়, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি পাত্র। পরিস্থিতি এতটাই জটিল যে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বিয়েও সম্পন্ন করা যায়নি। ফলে বিড়ম্বনায় পড়েছেন পাত্রপক্ষের লোকজন।

জানা গিয়েছে রায়গঞ্জ থানার মোহিনীগঞ্জের বাসিন্দা সজল মাহাতো ৷ 28 জুন ছিল তাঁর বিয়ের তারিখ। বিয়ে হওয়ার কথা লক্ষ্মণীয়া এলাকার এক তরুণীর সঙ্গে। সেইমতো বিয়ের সব প্রস্তুতি সারা হয়েছিল পাত্রের বাড়ির লোকজনের । বাজার-হাট থেকে শুরু করে পাড়ার লোকজনকে নিমন্ত্রণ সবই সম্পন্ন হয়ে গিয়েছিল। দাম্পত্য জীবন যাতে সুখের হয় সেজন্য বিয়ের একদিন আগে পাত্রের বাড়িতে ধুমধাম করে নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল । পাড়ার প্রচুর মানুষকে পুজোয় নিমন্ত্রণ করা হয়। সেই পুজোর প্রসাদ খেয়েই বমি, পেট ব্যথা-সহ একাধিক উপসর্গ দেখা দেয় অনেকের মধ্যে। এরপরেই 33 জন আত্মীয় ও পাত্র সজল মাহাতোকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন: কালীপুজোর প্রসাদ খেয়ে রায়গঞ্জে অসুস্থ 25

প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান পুজোর প্রসাদ থেকে বিষক্রিয়ার জেরেই এই অঘটন ঘটেছে ৷ ঘটনা প্রসঙ্গেই পাত্রের বাড়ির লোকজন জানিয়েছেন, হাসপাতাল থেকে ছুটি নিয়ে বিয়েটা সম্পন্ন করা যেতে পারত ৷ কিন্তু ছেলের শারীরিক অসুস্থতা এতটাই যে সেই পরিকল্পনাও বাতিল করা হয়েছে ।

সত্যনারায়ণ পুজোয় প্রসাদ খেয়ে অসুস্থ পাত্র সহ অন্যান্যরা

রায়গঞ্জ, 29 জুন: সত্যনরায়ণ পুজোর প্রসাদ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন পাত্র-সহ অন্যান্য আত্মীয়-স্বজন। যার জেরে স্থগিতই হয়ে গেল বিয়ে । ঘটনায় শোরগোল রায়গঞ্জ। রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাত্র ও তার আত্মীয়রা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকার ঘটনা ৷

উল্লেখ্য, ছেলের বিয়ে উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজনরাও এসেছিলেন। ধুমধাম করে নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল। সেই পুজোর প্রসাদ খেয়েই ঘটল অঘটন। পাত্র-সহ অসুস্থ হলেন প্রায় 33 জন। ছাদনাতলার নয়, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি পাত্র। পরিস্থিতি এতটাই জটিল যে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বিয়েও সম্পন্ন করা যায়নি। ফলে বিড়ম্বনায় পড়েছেন পাত্রপক্ষের লোকজন।

জানা গিয়েছে রায়গঞ্জ থানার মোহিনীগঞ্জের বাসিন্দা সজল মাহাতো ৷ 28 জুন ছিল তাঁর বিয়ের তারিখ। বিয়ে হওয়ার কথা লক্ষ্মণীয়া এলাকার এক তরুণীর সঙ্গে। সেইমতো বিয়ের সব প্রস্তুতি সারা হয়েছিল পাত্রের বাড়ির লোকজনের । বাজার-হাট থেকে শুরু করে পাড়ার লোকজনকে নিমন্ত্রণ সবই সম্পন্ন হয়ে গিয়েছিল। দাম্পত্য জীবন যাতে সুখের হয় সেজন্য বিয়ের একদিন আগে পাত্রের বাড়িতে ধুমধাম করে নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল । পাড়ার প্রচুর মানুষকে পুজোয় নিমন্ত্রণ করা হয়। সেই পুজোর প্রসাদ খেয়েই বমি, পেট ব্যথা-সহ একাধিক উপসর্গ দেখা দেয় অনেকের মধ্যে। এরপরেই 33 জন আত্মীয় ও পাত্র সজল মাহাতোকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন: কালীপুজোর প্রসাদ খেয়ে রায়গঞ্জে অসুস্থ 25

প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান পুজোর প্রসাদ থেকে বিষক্রিয়ার জেরেই এই অঘটন ঘটেছে ৷ ঘটনা প্রসঙ্গেই পাত্রের বাড়ির লোকজন জানিয়েছেন, হাসপাতাল থেকে ছুটি নিয়ে বিয়েটা সম্পন্ন করা যেতে পারত ৷ কিন্তু ছেলের শারীরিক অসুস্থতা এতটাই যে সেই পরিকল্পনাও বাতিল করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.