ETV Bharat / state

Durga Puja 2022: দশমীর পর দুর্গাপুজোয় মাতে এই গ্রাম, দেবী পূজিত হন সোনামতি রূপে - দশমী শেষে দেবীর বোধন

দুর্গাপুজো শেষ বলে মন খারাপ ? ফিরতে ইচ্ছে করছে কি সপ্তমী টু দশমীতে ? মন চাইলে ফের সামিল হতে পারেন দশভূজার আরাধনায়(Durga Puja 2022)৷ কীভাবে ? জানতে পড়ুন এই প্রতিবেদন ৷

ETV Bharat
সোনামতি দুর্গাপুজো
author img

By

Published : Oct 13, 2022, 7:34 PM IST

রায়গঞ্জ, 13 অক্টোবর: দুর্গাপুজো কেটে গিয়েছে বেশ কয়েকদিন ৷ তবুও আপনি যদি ফের পুজোর আমেজ নিতে চান তাহলে চলে আসতে পারেন উত্তর দিনাজপুরের করণদিঘীর সিঙ্গারদহ গ্রামে (Different Durga Puja)। এখানে দশমীর আটদিন পর হয় দেবীর বোধন ৷ তারপর প্রথা অনুযায়ী সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজো হয়ে থাকে ৷ মূলত এখানকার রাজবংশী সম্প্রদায়ের মানুষজন এই পুজো করে থাকে । পুজো উপলক্ষে মেলাও বসে গ্রামে । উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের সিঙ্গারদহ, ফতেপুর, মাংনাভিটা, চুনামারি-সহ বেশ কয়েকটি গ্রামের রাজবংশী সম্প্রদায়ভুক্ত মানুষজন এই পুজোয় সামিল হন ৷ দেবী জাগ্রত হওয়ায় দূরদূরান্ত থেকেও প্রচুর ভক্ত সমাগমও হয় এই পুজো প্রাঙ্গণে।

আরও পড়ুন : অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লক্ষ্মী মেলা, প্রদর্শনী দেখতে ঢল সাধারণ মানুষের

এখানে সোনামতি কুম্ভরানি হিসেবে পূজিত হন দেবী দুর্গা । অন্যত্র যখন বিষাদের সুর তখনই এই গ্রামে দেবীর বোধনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনায় মাতে এই গ্রাম । নিয়মানুসারে দশমীর আটদিন বাদে প্রথম ষষ্ঠীপুজো সম্পন্ন হয়(Durga Puja Starts after Dashami)। তারপর সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পুজো অনুষ্ঠিত হয় । পুজো উপলক্ষে বলি প্রথাও প্রচলিত রয়েছে এখানে ।

দশমীর আটদিন পর পুজো শুরু হয় উত্তর দিনাজপুরের এই গ্রামে

পুজোর বয়স আনুমানিক প্রায় এক হাজার বছর ৷ দেবীর নামে যে কয়েক বিঘা জমি আছে সেই ফসলের লাভ থেকেই এই পুজো হয় । গ্রামবাসীদের বিশ্বাস, মূলত মায়ের আশীর্বাদেই গ্রাম আজও শস্য শ্যামলা এবং কোনও বিপদ গ্রামবাসীকে স্পর্শ করতে পারে না ।

আরও পড়ুন : 30 লক্ষ টাকা খরচে বুর্জ খলিফা রায়গঞ্জে, ঢল দর্শনার্থীদের

রায়গঞ্জ, 13 অক্টোবর: দুর্গাপুজো কেটে গিয়েছে বেশ কয়েকদিন ৷ তবুও আপনি যদি ফের পুজোর আমেজ নিতে চান তাহলে চলে আসতে পারেন উত্তর দিনাজপুরের করণদিঘীর সিঙ্গারদহ গ্রামে (Different Durga Puja)। এখানে দশমীর আটদিন পর হয় দেবীর বোধন ৷ তারপর প্রথা অনুযায়ী সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজো হয়ে থাকে ৷ মূলত এখানকার রাজবংশী সম্প্রদায়ের মানুষজন এই পুজো করে থাকে । পুজো উপলক্ষে মেলাও বসে গ্রামে । উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের সিঙ্গারদহ, ফতেপুর, মাংনাভিটা, চুনামারি-সহ বেশ কয়েকটি গ্রামের রাজবংশী সম্প্রদায়ভুক্ত মানুষজন এই পুজোয় সামিল হন ৷ দেবী জাগ্রত হওয়ায় দূরদূরান্ত থেকেও প্রচুর ভক্ত সমাগমও হয় এই পুজো প্রাঙ্গণে।

আরও পড়ুন : অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লক্ষ্মী মেলা, প্রদর্শনী দেখতে ঢল সাধারণ মানুষের

এখানে সোনামতি কুম্ভরানি হিসেবে পূজিত হন দেবী দুর্গা । অন্যত্র যখন বিষাদের সুর তখনই এই গ্রামে দেবীর বোধনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনায় মাতে এই গ্রাম । নিয়মানুসারে দশমীর আটদিন বাদে প্রথম ষষ্ঠীপুজো সম্পন্ন হয়(Durga Puja Starts after Dashami)। তারপর সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পুজো অনুষ্ঠিত হয় । পুজো উপলক্ষে বলি প্রথাও প্রচলিত রয়েছে এখানে ।

দশমীর আটদিন পর পুজো শুরু হয় উত্তর দিনাজপুরের এই গ্রামে

পুজোর বয়স আনুমানিক প্রায় এক হাজার বছর ৷ দেবীর নামে যে কয়েক বিঘা জমি আছে সেই ফসলের লাভ থেকেই এই পুজো হয় । গ্রামবাসীদের বিশ্বাস, মূলত মায়ের আশীর্বাদেই গ্রাম আজও শস্য শ্যামলা এবং কোনও বিপদ গ্রামবাসীকে স্পর্শ করতে পারে না ।

আরও পড়ুন : 30 লক্ষ টাকা খরচে বুর্জ খলিফা রায়গঞ্জে, ঢল দর্শনার্থীদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.