রায়গঞ্জ, 6 এপ্রিল : তিনি উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পপতি, পিতা প্রয়াত দীনদয়াল কল্যানী ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ। জেলার রাজনীতিবিদদের মধ্যে অন্যতম তরুণ মুখ ৷ তিনি কৃষ্ণ কল্যাণী ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে প্রার্থী হয়েই বিপরীতে থাকা পোড় খাওয়া রাজনৈতিক প্রার্থীদের হারিয়ে সোজা পৌঁছে গিয়েছিলেন বিধানসভায় ৷ তাঁর এই আকষ্মিক উত্থানে অবাক হয়েছিলেন অনেকেই ৷ তবে কৃষ্ণবাবু যে প্রচুর হোমওয়ার্ক করেই রাজনীতিতে পা রেখেছিলেন, তার পরিচয় পাওয়া গিয়েছে সর্বত্র ৷
বিধায়ক হওয়ার একবছর পূর্তি উপলক্ষে দুয়ারে বিধায়ক কর্মসূচি পালন করলেন কৃষ্ণ কল্যাণী (Duare Bidhayak Campaign by Raiganj MLA Krishna Kalyani) ৷ এ দিন রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রামপঞ্চায়েত এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ এ দিন কৃষ্ণবাবু এলাকায় গিয়ে পৌঁছে যান গ্রামবাসীদের ঘরে ঘরে ৷ গত একবছরে বিধানসভা এলাকায় কী কী উন্নয়ন হয়েছে ? কী কী সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছেন ? সে বিষয়ে একটি লিফলেট বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে ৷
আরও পড়ুন : Krishna Kalyani : রায়গঞ্জের বিধায়কের তৃণমূলে ফেরায় আনন্দে মাতলেন কর্মী-সমর্থকরা
বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘গত একবছরে কী কী কাজ করেছি ? তার খতিয়ান এলাকাবাসীর হাতে তুলে দিয়েছি ৷ কী কি সমস্যা রয়েছে ? তাও শুনেছি ৷ সেগুলি যাতে দ্রুত সমাধান করা যায়, তার চেষ্টা করব ৷ আগামিদিনে বিধানসভার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলবে ৷’’ উল্লেখ্য নির্বাচনে জয়লাভের পর পেশাদার কর্মীদের নিয়ে বোগ্রামে একটি সহায়তা কেন্দ্র খোলেন কৃষ্ণ কল্যাণী ৷ সেখান থেকে সাধারণ মানুষদের বিনামূল্যে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়ার কাজ শুরু করেন তিনি ৷ পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বহু মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ৷