ETV Bharat / state

700 জন চালক ও খালাসিকে খাদ্য সামগ্রী বিতরণ রায়গঞ্জে - চালক ও খালাসিকে খাদ্য সামগ্রী বিতরণ

লকডাউনে বন্ধ গণ পরিবহন। সংকটে চালক ও খালাসিরা। তাঁদের পাশে দাঁড়াল রায়গঞ্জ ট্রেকার ও অটো মালিক সংগঠন।

food Distribution driver khalasi Raiganj
রায়গঞ্জে
author img

By

Published : Apr 21, 2020, 9:10 PM IST

রায়গঞ্জ, 21 এপ্রিল: কোরোনা প্রতিরোধে চলছে লকডাউন। আর লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে দেশের যাবতীয় গণ পরিবহন। যার মধ্যে রয়েছে পণ্য় পরিবাহী ট্রাকগুলিও। যার ফলে চরম আর্থিক অনটনে পড়েছেন এই ধরনের গাড়িগুলির চালক ও খালাসিরা। এবার তাঁদের পাশে দাঁড়াল রায়গঞ্জ ট্রেকার ও অটো মালিক সংগঠন। সংগঠনের তরফে আজ 700 জন চালক ও খালাসির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

food Distribution driver khalasi Raiganj
চালক ও খালাসিদের খাদ্য সামগ্রী বিতরণ রায়গঞ্জে।

লকডাউনের ফলে দেশে ও রাজ্যে অধিকাংশ ট্রাক চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলে পণ্য পরিবাহী গাড়িগুলির চালক ও খালাসিদের রোজগার নেই যেমন, তেমনই টানা লকডাউনে যেটুকু অর্থ ও খাদ্যসামগ্রী মজুত ছিল পরিবারগুলির কাছে, বর্তমানে তাও ফুরিয়ে এসেছে। সব মিলিয় চরম অনটনে দিন কাটাতে হচ্ছে মানুষগুলোকো। এবার সেই দুস্থ গাড়ির চালক ও খালাসিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রায়গঞ্জ ট্রেকার ও অটো মালিক সংগঠন। মঙ্গলবার রায়গঞ্জ মোহনবাটি সবুজ সংঘে প্রায় 700 জন চালক ও খালাসির হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় রায়গঞ্জের সংগঠনটি। প্য়াকেট করে দেওয়া হয় চাল, ডাল, আলু, নুন ও সাবান।

সংগঠনের অনুদান পাওয়ার পর এক ট্রাক চালক সঞ্জয় সরকার বলেন, "লকডাউনে আমাদের রোজগার নেই। চরম সমস্যায় আছি। বাড়িতে স্ত্রী, ছেলেমেয়ে রয়েছে, তাদের খাবার দিতে পারছি না। সরকার যেটুকু খাদ্য সামগ্রী দিয়েছে তা শেষ হয়ে গিয়েছে। এই খাদ্য সামগ্রী পেয়ে কিছুটা উপকার হল।"

রায়গঞ্জ, 21 এপ্রিল: কোরোনা প্রতিরোধে চলছে লকডাউন। আর লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে দেশের যাবতীয় গণ পরিবহন। যার মধ্যে রয়েছে পণ্য় পরিবাহী ট্রাকগুলিও। যার ফলে চরম আর্থিক অনটনে পড়েছেন এই ধরনের গাড়িগুলির চালক ও খালাসিরা। এবার তাঁদের পাশে দাঁড়াল রায়গঞ্জ ট্রেকার ও অটো মালিক সংগঠন। সংগঠনের তরফে আজ 700 জন চালক ও খালাসির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

food Distribution driver khalasi Raiganj
চালক ও খালাসিদের খাদ্য সামগ্রী বিতরণ রায়গঞ্জে।

লকডাউনের ফলে দেশে ও রাজ্যে অধিকাংশ ট্রাক চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলে পণ্য পরিবাহী গাড়িগুলির চালক ও খালাসিদের রোজগার নেই যেমন, তেমনই টানা লকডাউনে যেটুকু অর্থ ও খাদ্যসামগ্রী মজুত ছিল পরিবারগুলির কাছে, বর্তমানে তাও ফুরিয়ে এসেছে। সব মিলিয় চরম অনটনে দিন কাটাতে হচ্ছে মানুষগুলোকো। এবার সেই দুস্থ গাড়ির চালক ও খালাসিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রায়গঞ্জ ট্রেকার ও অটো মালিক সংগঠন। মঙ্গলবার রায়গঞ্জ মোহনবাটি সবুজ সংঘে প্রায় 700 জন চালক ও খালাসির হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় রায়গঞ্জের সংগঠনটি। প্য়াকেট করে দেওয়া হয় চাল, ডাল, আলু, নুন ও সাবান।

সংগঠনের অনুদান পাওয়ার পর এক ট্রাক চালক সঞ্জয় সরকার বলেন, "লকডাউনে আমাদের রোজগার নেই। চরম সমস্যায় আছি। বাড়িতে স্ত্রী, ছেলেমেয়ে রয়েছে, তাদের খাবার দিতে পারছি না। সরকার যেটুকু খাদ্য সামগ্রী দিয়েছে তা শেষ হয়ে গিয়েছে। এই খাদ্য সামগ্রী পেয়ে কিছুটা উপকার হল।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.